নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চন্দনপাল০২৩

চন্দনপাল০২৩ › বিস্তারিত পোস্টঃ

পথে হলো দেখা

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪৫

দেখা হয়েছিলো কোন এক অচেনা রাস্তার কোল ঘেষে,
ফাগুনের কোন এক তপ্ত দুপুর ছিলো সেদিন,
বসন্তের আগমনে চারদিকে এক রুক্ষ পরিবেশ বিরাজ করছিলো,
পাতা ঝড়া গাছের নিচে দাড়িয়ে তপ্ত দুপুরের শীতল উষ্ণতা অনুভব করছিলাম,
পড়নে ছিলো একটি সাদা টি শার্ট আর প্যান্ট,
ভ্রমনের মাঝপথে রাস্তাটির পাশে দাঁড়িয়েছিলাম।
ক্লান্ত অবসন্ন দেহে সানগ্লাসের ভিতর দিয়ে সামনের সোজা রাস্তায় চোখ পড়লো,
অবচেতন মন নিজের অজান্তে তাকিয়ে ছিলো কিছুক্ষন।
মাঝবয়সী একঝাঁক কিশোরির দল,
পড়নে সবার নীল শাড়ি,
খোঁপায় গুজানো শিউলি ফুলের মালা,
শুধু একজন,যার খোঁপায় ছিলো রক্তগোলাপ।
চোখের কাজল রেখার চাহনি ছিলো যেন স্বর্গ থেকে ছিটকে পড়া দেবীর মূর্তি,
আর মুখের হাসি ছিলো যেন দূর আকাশে সদ্য জন্মা নেয়া পূর্নিমার চাঁদ।
নীল শাড়ির আঁচলে ঢাকা সুগঠিত বক্ষের ভাস্কর্য,
পাতলা শাড়ির ভাঁজে উদরের চোখ জালানো গর্ত দৃশ্যমান।
পূরো দেহ জুড়েই ছিলো শরতের আকাশে দৌড়ে বেড়ানো এক টুকরো যুবতী মেঘ।
আমার ক্লান্ত চোখজোড়া অপলক দৃষ্টিতে তার রুপের মহিমা দেখছিলো।
সামনে দিয়ে হেটে গেলো সোজা রাস্তাটি দিয়ে,
মনে হচ্ছিলো যেন স্বর্গ থেকে নেমে আসা অপ্সরী আমার সামনে হেটে যাচ্ছে,
এখন তাকে শুধু মুঠোয় বন্দি করার অপেক্ষা।

যাবার বেলায় ক্লান্তিহীন দেহে কিছুক্ষন দাঁড়িয়ে ছিলাম রাস্তার বাঁকে,
দৃষ্টিসীমার শেষ বিন্দু পর্যন্ত তাকিয়ে ছিলাম সেই পথের প্রান্তে,
যেই পথটিতে প্রথম এবং শেষ,শুধু একবারই দেখা তার সাথে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৩

আরণ্যক রাখাল বলেছেন: লিখতে থাকুন| ভাল লেগেছে

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩১

চন্দনপাল০২৩ বলেছেন: ধন্যবাদ আরণ্যক ভাই :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.