![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মিশে আছি ঘন কুয়াশা ঢাকা সেই নিলীমার মাঝে,
মিশে আছি নিরব পারাপারের সেই দূর অস্তপানে,
গেঁথে আছি প্রতিটি নক্ষত্র পূঞ্জাক্ষীর অতল তলে।
তোমায় নিয়ে গড়া স্বপ্ন আজ ধুসর নীলিমায় বিবর্ণ,
মরিচার পুরু আস্তরণের সংস্পর্শে মৃতপ্রায়।
শুধু শব্দগুলো মৃদু আওয়াজে মস্তিষ্কের চারপাশে ঘূর্ণায়মান।
আমি স্বপ্ন দেখি, ঘুমের ঘোরে আঁতকে উঠি,
এটা কি স্বপ্ন ছিলো না দুঃস্বপ্নের অশরিরী আত্মাগুলো দরজায় কড়া নাড়ছিলো?
ভয়ে মস্তিষ্কের নিউরন সংকুচিত হয়ে আক্রমন করে।
আমি আমার আমিকে হারিয়ে আজ পাগলপ্রায়,
মৃতপ্রায় প্রাণরস গুলো দিক বিদিক ছুটে চলে বাঁধনহারা,
যেই প্রাণরস নিয়ে তুমি উড়াল দিয়েছো বিশাল আকাশে।
২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪২
নিলু বলেছেন: ভালই লাগলো , লিখতে থাকুন
৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫৪
চন্দনপাল০২৩ বলেছেন: ধন্যবাদ নীরব ভাইয়া
৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫৯
চন্দনপাল০২৩ বলেছেন: নিলু আপু আমার প্রতিটি লিখাই আপনি পড়েন।আর নিজের ভালো লাগার চিহ্নটুকু রেখা যান,আপনাকে ধন্যবাদ দিলে মনে হয় ভুল হবে,আপনার প্রতি আমার মনের অন্তস্থল থেকে শুভ কামনা রইলো।
©somewhere in net ltd.
১|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩৫
নীরব চিৎকার বলেছেন: ভালো লাগলো।