![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কে যায় রিনি-ঝিনি, রিনি-ঝিনি শব্দে?
নুপুরের নিক্বন বাজে আকাশে বাতাশে?
বৃক্ষ কি তার নাম লিখেছে?
পদ্ম কি তার ফুল ফুটিয়েছে?
মেঘের কোলে রোদের খেলা,
সরষে ফুল দেয় দোলা,
আগুন ঝড়া মাতাল দিনে এলো ফাগুন মেলা।
চন্দ্র কি তার জ্যোৎস্না বিলাবে?
মিটিমিটি তাঁরা'রা আলো জ্বালাবে?
বাঁশের গায়ে জোনাক মেলা বসে অধরায়,
আগুন ঝড়া মাতাল দিনে এলো ফাগুন মেলা।
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৩
চন্দনপাল০২৩ বলেছেন: অসংখ্য ধন্যবাদ নিলু আপু
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১১
নিলু বলেছেন: ভালই তো , লিখে যান