![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তোমাতে খুঁজিবো সর্বসুখ,
তোমাতে করিবো বাস,
তোমাতে হইবো বিলীন,
দীর্ঘ দিবস-রাত।
তোমার মাঝে সঁপিবো আমি অন্তরের অন্তর,
নয়নে নয়ন রাখিবো মোরা তুলিয়া অক্ষিপট,
বাজাইবো সুখের শঙ্খধ্বনি,
জ্বালাইবো নূতন পুষ্পপ্রদীপ,
অগ্নি সাক্ষী করিয়া আজি,
তোমাতে করিবো পন।
আমি তোমাতে খুঁজিবো সর্বসুখ,
তোমাতে করিবো বাস,
তোমাতে হইবো বিলীন,
দীর্ঘ দিবস-রাত।
©somewhere in net ltd.