![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি চাই না কোন সাম্রাজ্য,
চাই না ঐশ্বরীক ক্ষমতা বা একাধীপত্ব,
চাই না তোমার রুপ জালানো যৌবন লালসার দর্শনার্থী হতে,
আমি শুধু দেখতে চাই তোমার ছড়ানো মায়ার জাল কতো বিস্তৃত।
এ পৃথিবী আজ অদৃশ্য আলেয়ার আলোই পূর্ণ,
মোক্ষম সৌন্দর্যের পূজারি যতসব নাম না জানা ভন্ড পীর,
সাধুরুপী নরপিষাচগুলো তোমার ছড়ানো জালে নিত্য লীলাই মত্ত,
কি করছে না তাঁরা, তোমার জন্য?
নাবালক থেকে শুরু করে সাবালক, বৃদ্ধ-বণিতা,
তুমি শুধু দর্শন করো,
পঞ্চ ইন্দ্রিয় সক্রিয় করে শ্রবণ করো,
আবার হুংকার ছেড়ে অট্টহাসিতে মেতে ওঠো।
তুমি দেবী,তবে মুখোশধারী,
দেবীত্বের মায়া শক্তিতে তোমার আসল রুপ প্রতিয়মান,
কেউ জানে না,শুধু আমি জানি,
লাগামহীন ঘোরার মতো ছুটি,
শুধু একবার দেখতে চাই,
তোমার ছড়ানো মায়ার জাল কতো বিস্তৃত।
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৪
চন্দনপাল০২৩ বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই,আমার লিখাটি পড়ে দেখার জন্য
৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫২
তুষার কাব্য বলেছেন: ভালো লেগেছে কবিতা।
৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫৫
চন্দনপাল০২৩ বলেছেন: অসংখ্য ধন্যবাদ তুষাড় ভাইয়া
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২০
সেলিম আনোয়ার বলেছেন: ভাল লিখেছেন ।