নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চন্দনপাল০২৩

চন্দনপাল০২৩ › বিস্তারিত পোস্টঃ

চন্দ্রলিপি-২

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:১৩

কল্পনা,
আজ দুই বছর পূর্ণ হলো,
মনে আছে তোমার এই দিনটির কথা?
স্বার্থপরের মতো আমার হাতটি ছেড়ে চলে গিয়েছিলে।
যাওয়ার আগে উপহার স্বরুপ একটি নীল গোলাপ হাতে ধরিয়ে দিয়েছিলে,
কিছু বলতে পারিনি সেদিন,
নির্বাক আমি,শুধু তোমার বিদায়ী পথের দিকে সেই গোলাপটি নিয়ে দাঁড়িয়ে ছিলাম।

দুই বছর অর্থাৎ ৭৩০ দিন,
১ দিন সমান ৮৬৪০০ সেকেন্ড,
তাহলে ৭৩০ দিনে হয় ৬৩০৭২০০০ সেকেন্ড,
পৃথিবীর তুলনায় খুব অল্প সময়, তাই না?
কিন্তু আমার কাছে প্রতিটি সেকেন্ড ছিলো দূর্বিষহ,
ক্ষণে ক্ষণে নরকের জ্বালাময়ী বিষ বিধেছে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে,
লৌহ গলা উত্তপ্ত বাষ্পের মতো পুরেছি,
ছটফট করেছি প্রতিটি মূহুর্তে,
আগ্নেয়গিরির উত্তপ্ত লাভায় পড়লে একটি জ্যান্ত পশু যেমন করে।

কল্পনা,
এখন আমি আর আগের মতো নেই,
সাদাসিধা বেশ ভুশনেও আর থাকি না,
চোখে সানগ্লাস পড়ি,
সাথে সিগারেটের ধোঁয়া উড়িয়ে দিব্বি ঘুড়ে বেরাই।
যেন রাজপথের বাদশা,
সবাই দেখে সেলাম ঠুকে।

কল্পনা,একবার এদিকটা ঘুরে তাকাবে,শুধু একবার?
দেখতে পাবে অনেকেই দল বেঁধে আছে,
ওরা সবাই এখন আমার সঙ্গ চাই,
কিন্তু আমি? আমি তো শুধু তোমাকে চেয়েছি,
তোমাকে নিয়ে নতুন স্বপ্ন সাজাতে চেয়েছি।
কিন্তু তুমি.....?

কল্পনা,
এদিকটা একবার এসে দেখে যাও না প্লিজ,শুধু একবার!
কেমন করে প্রতিনিয়ত সবার সাথে অভিনয় করছি,
আমি জানি,তুমি দেখলে আমাকে একটি কথাই বলবে "শ্রেষ্ঠ অভিনেতা"।
কি করবো বলো?
তোমার ফোটানো মুখের হাসি যে এখনো ধরে রেখেছি,
এতে যদি সবার সাথে অভিনয় করতে হয়,তাহলে না হয় করলাম,
কেউ তো আর জানতে পারছে না।
আর একটি কথা.......
"এখন আমি ভালোই আছি,তুমি যেখানেই থাকো না কেন, সবসময় ভালো থেকো।"

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.