![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একুশ আমার চেতনা, একুশ অহংকার,
বুকের ভেতর লালন করি সারা বাংলার প্রাণ,
রফিক,শফিক,বরকত সব দিয়ে গেলো যতো প্রাণ,
তাদের ত্যাগে হলো আজ এই বাংলার অভিধান।
আমি দেখিনি কোন বীরশ্রেষ্ঠ, দেখিনি শেখ মুজিব,
শুনেছি তাদের কাব্যকথা বাংলাই সুমধুর।
আফসোস! শুধু আমার, জন্মেছি এই সময়,
কিছুই পারনি দিতে এই বাংলার বুকটাই।
আমি বাংলাই লিখি, বাংলাই পড়ি,বাংলাই গায় গান,
বাংলা আমার প্রাণের মাঝে বাজাই স্বপ্ন বান,
মায়ের মুখে প্রথম যেদিন শুনেছি ভাষার গান,
শপথ নিয়েছি প্রথম সেদিন, রক্ষা করবো মান।
২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৭
সেলিম আনোয়ার বলেছেন: লিখতে থাকুন । সবার মনে জাগ্রত হোক অমর একুশের চেতনা ।
৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪১
কলমের কালি শেষ বলেছেন: ভাষা দিবসের শুভেচ্ছা ।
৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৫৪
চন্দনপাল০২৩ বলেছেন: অসংখ্য ধন্যবাদ সকাল দা
৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৫৬
চন্দনপাল০২৩ বলেছেন: উৎসাহিত করার জন্য ধন্যবাদ সেলিম আনোয়ার ভাই।আশির্বাদ করবেন
৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৫৭
চন্দনপাল০২৩ বলেছেন: আপনাকেও শুভেচ্ছা আর শুভকামনা রইলো, কলমের কালি শেষ
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৬
সকাল রয় বলেছেন:
অনেক ভালোলাগলো