![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একতারার তারে বাঁধা জীবন,
দোতারার তাল পাইনি এখন,
ক্ষণিক দেখা মিলেছিলো কোন এক সময়,
সে ছিলো হঠাৎ করে আসা কোন এক সন্ধিক্ষণ।
এটা তো আমিই ছিলাম,
না কি ছিলো কোন আত্নার যুগল?
বুঝেনি কিছুই মাতাল এ মন।
দিব্যি অষ্ট প্রহর পারি দিয়েছি,
নিভৃতে থেকেছি একলা বসে ঈষৎ অন্ধকারে,
মেঘের গা ঘেঁষে চলে অবিরাম বারিধারা,
টপ টপ আওয়াজের প্রখরতা নিমিষেই মিলিয়ে যায়,
তীব্র কাঠিন্যতা পায়,সূর্য্যের প্রখর তেজে,
বছর পারি দিয়ে ক্রমে আসতেই থাকে সেই সন্ধিক্ষণ,
সাথে কাঠিন্যময় পৃথিবী আবারো সতেজ হয়,
মেঘ বৃষ্টির খেলা চলে নিঃশব্দে।
বিধির পঞ্জিলিপি, এটাই কি ছিলো ভাগ্যলিখন?
না কি অপদেবতার দেয়া ভাগ্যের অলিখন?
২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩০
চন্দনপাল০২৩ বলেছেন: ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২৮
সোজা কথা বলেছেন: ভাল লাগলো।