নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চন্দনপাল০২৩

চন্দনপাল০২৩ › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ নিয়ে আমার একান্ত কিছু অভিব্যক্তি

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:১৮

এতো নাশকতা, এতো হত্যা, মানুষ পোড়ানো, এগুলো নিয়ে একটা কথাও লিখি নি।আজ না লিখে পারলাম না।ওরা এতো দিন দেশের সাধারণ মানুষ হত্যা করেছে,চাঁদাবাজি, লুন্ঠন,ধর্ষণ করেও খান্ত হইনি,আজ তারা দেশের মেরুদণ্ড ভাঙতে চাইছে, লেখক সমাজকে মেরে সমাজ পঙ্গু করতে চাইছে।আজ অভিজিৎ দাদাকে মেরেছে, কাল ওমুক, পড়শু তমুককে মারবে।
আর কতো? আর কতো?
আমি জানি, দেশে এখনো খাটি মানুষ আছে, দেশপ্রেমিক আছে,
তবে লুকিয়ে আছে,তারা সামনে আসতে ভয় পাই,নিজের জীবনের জন্য না, তাদের পরিবারের জন্য,তাদের মা-বাবা, সন্তানের জন্য।আজ চিৎকার করে বলতে চাই,
আমি বাংলার মাটি ভালোবাসি, বাংলাদেশের সংবিধান ভালোবাসি, বাংলাদেশের প্রশাসন থেকে শুরু করে সর্বস্তরের জনগণকে ভালোবাসি, কিন্তু ঐ প্রশাসনের চেয়ারে বসা মুখোশধারী খলনায়কদের কাজকর্ম ভালোবাসি না।ধিক্কার তাদের।
আজ আমরা চিৎকার করে বিশ্ববাসীকে জানিয়ে দেয়,"আমরা স্বাধীন"।
সমস্ত ব্লগারদের কাছে আজ আমার একটি প্রশ্ন থাকলো, "সত্যি করে বলুন তো, আপনি কি সত্যিই স্বাধীন ?"জানি সবার সামনে বলবেন "হ্যা", কিন্তু একবার আড়ালে গিয়ে একা চিৎকার করে বলুন তো "আমি স্বাধীন"।
পারবেন বলতে?জানি পারবেন না,কারণ সবার সাথে মিথ্যা বলা যায়, নিজের সাথে যায় না।নিজের সাথে বলতে গেলে বিবেকে বাধে।এই বিবেক বোধটা আমাদের প্রত্যেক বাঙালীর মাঝেই আছে,কিন্তু লুকায়িত আছে, এই বিবেক বোধটা আমরা সমাজের মাঝে ছড়িয়ে দিতে পারি না,নিজের মধ্যেই পোষা কুকুরের মত পুষে রাখি।যেদিন আমরা ছড়িয়ে দিতে পারবো সেদিন আমরা প্রকৃত স্বাধীন হবো।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.