![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব ইচ্ছে করছে একটিবার তাকে সামনে থেকে দেখতে,
জানতে ইচ্ছে করছে, কি ছিল তার মাঝে?
আজ পরাজিত এক ক্লান্ত সৈনিক আমি,
ভাবতে পারছি না কিছু, মাথায় প্রচন্ড পেইন ওঠে,
পেইন কিলারেও কোন কাজ হয় না।
এ কেমন দূর্বিষহ এক ব্যথা?
শুধু আমাকেই ঘিরে বাসা বাঁধে।
না কি আমার মত অনেকেই এমন?
খুব জানতে ইচ্ছে করছে।
আশাগুলো আজ ফিকে হয়ে মাটিচাপা পড়েছে,
তাকে পদদলিত করে ফিরে আসি, পেছন ফিরে তাকাই না।
তাকালেই উন্মত্ত্ব সবগুলো আমার উপর এসে ভর করে।
মিথ্যের মায়াজালে আটকে ছিলাম এতদিন,
কল্পনায় কেউ একজন এসে স্বপ্নের রং এঁকেছিল,
এটা কি কল্পনা ছিলো না বাস্তবে কেউ স্বপ্ন দেখিয়েছিল?
ভাবতে পাড়ছি না আর,
উফহ, ভাবতে গেলেই পেইন ওঠে।
সহ্য করতে পারছি না, তবু একবিন্দু কষ্টও হচ্ছে না,
কেন জানি না।তবে সে ছিলো এক মায়া,
হঠাৎ করে এসেছিল আবার হঠাৎ করেই চলে গেলো।
২| ০৬ ই মার্চ, ২০১৫ রাত ১২:১৪
চন্দনপাল০২৩ বলেছেন: ধন্যবাদ হাসান ভাই
©somewhere in net ltd.
১|
০৫ ই মার্চ, ২০১৫ রাত ১১:০৭
হাসান মাহমুদ ১২৩৪ বলেছেন: এমনটা হয়।
সাবলীল ভাষায় উপস্থাপন করেছেন। ভালো লেগেছে।