নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চন্দনপাল০২৩

চন্দনপাল০২৩ › বিস্তারিত পোস্টঃ

অসমাপ্ত বক্তব্য

০৭ ই মার্চ, ২০১৫ রাত ১০:৩২

মাননীয় প্রধানমন্ত্রী,
—হ্যা, আমি আপনাকেই বলছি।
— কে আপনি?
—চিনতে পারছেন না আমাকে?আমি সেই, যে আপনাকে ঐ আসনে বসিয়েছে।
—কি বলতে চান আপনি?
—চুপ, কোন কথা বলবেন না। আপনি এখন একা, আপনার এখন কোন ক্ষমতা নেই, সব ক্ষমতা এখন আমার হাতে। আমি যা বলব আজ শুধু শুনবেন। এতদিন কি দিয়েছেন আপনি জনগণকে? চারদিকে শুধু চিৎকার,আর্তনাদ, মৃত্যুর মিছিল চলছে দেশ জুড়ে।অথচ আপনি শুনেন নাই সেই গর্জে ওঠা কন্ঠ?ভুলে গেলেন এত তাড়াতাড়ি ----
"বাংলার মানুষ আজ মুক্তি চাই, বাংলার মানুষ আজ বাঁচতে চাই।"
তাঁরা এখন বাঁচতে চাই, বাঁচার মত বাঁচতে। তারা মরতে চাই, সুস্থ স্বাভাবিক মৃত্যুর অধিকার চাই তারা।
.................

মাননীয় বিরোধী দলের নেত্রী,
—চিনতে পারছেন আমাকে?
—কে আপনি?
—ভুলে গেলেন এত তাড়াতাড়ি? আমি সেই, যিনি আপনাকে দুই দুই বার প্রধানমন্ত্রীর আসনে বসিয়েছে।
— কি বলতে চান আপনি?
—চুপ একটি কথাও বলবেন না। আমি যা বলবো চুপ করে শুনবেন। কি করেছেন আপনি দেশটাকে? শুধু হরতাল, অবরোধ, জ্বালাও-পোড়াও,গাড়ি ভাংচুর।আপনি কি দেখতে পান না, মায়ের বুকে সন্তানের আগুনে পুড়ে মরার নির্মম দৃশ্য?চোখে পড়ে না আপনার, সন্তান হারা মা'য়ের হা হা কার? স্বজনহারা মানুষের চিৎকার আর্তনাদের বাণী পৌঁছায় না আপনার কানে? আপনিও তো একজন সন্তান হারা মা, একজন মা'র বুক থেকে সন্তান কেড়ে নিলে কেমন কষ্ট সেটা তো আপনারই ভালো বোঝার কথা? অথচ আপনি ভুলে গেলেন----
প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের সেই সোনার বাংলার কথা? ভুলে গেছেন ধানের শীষে মিশে থাকা কোটি বাঙালির স্বপ্নের কথা?

..............(সংক্ষিপ্ত)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৫ রাত ১০:৪৮

মস্টার মাইন্ড বলেছেন: ভুলে যাওয়াটাই তাদের সভাব।

২| ০৮ ই মার্চ, ২০১৫ রাত ১২:৩৩

চন্দনপাল০২৩ বলেছেন: ঠিক বলেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.