নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চন্দনপাল০২৩

চন্দনপাল০২৩ › বিস্তারিত পোস্টঃ

"মায়ের স্বপ্ন

০৮ ই মার্চ, ২০১৫ রাত ১০:০২

ছোট্ট বেলাই খেলার ছলে মা বলতেন ডেকে,
"ছেলে আমার বড় হবে,জর্জ ব্যারিস্টার বেশে,
উকিল হয়ে নাম ছড়াবে সারা দেশ জুড়ে,
ইঞ্জিনিয়ার হয়ে দালান কোঠা করবে দেশে দেশে।
রাত পোহালে দলে দলে আসবে সবাই দ্বারে,
ডাক্তার হয়ে সবার সেবা করবে যতন করে।"
লক্ষ্মী বলে আদর করে বুকে টেনে নিয়ে,
একদিন তুমি বড় হবে, বলতেন জড়িয়ে ধরে,
দেশ বিদেশে নাম কুঁড়াবে, চিনবে সবাই মিলে,
তুমিই আমার মানিক-রতন, জানবে জগৎ মিলে।

ফোকলা দাঁতে হাসি দিয়ে আমি বলতাম মা'কে,
"না না বাবা, হব না আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার,
দেশ বিদেশে যাব না'ক তোমায় ছেড়ে আর।
করবো না আমি ওকালতি, হবো না ব্যারিস্টার,
তোমার কোলে ঘুমাবো আমি সারা জীবন ভর।"
আরও বলতাম কানে কানে মা'কে ডেকে নিয়ে,
"তুমি আমার জন্মদাত্রী, গর্ভধারিণী,
তুমি সর্ব, তুমি শ্রেষ্ঠ, তুমিই জননী।"

এই হলো মোর জন্মদাত্রী, জন্ম দিয়েছে যিনি,
দশ মাস ধরে গর্ভে রেখে করেছে আমায় ঋণী,
যত্ন করেছে, বড় করেছে,মানুষ করেছে তিনি,
স্বপ্ন দিয়ে সাজিয়েছে মোর পূর্ণ জীবন খানি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.