![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেয়ে, আজ তোমার মন খারাপ?
জানালার পাশে একলা বসে পথের পানে কার অপেক্ষায়?
মন খারাপের মেঘগুলো এসে তোমায় ভর করেছে?
যেন সমস্ত বিষন্নতার কালো ছাঁয়া এসে ঘিরে ধরেছে।
মেয়ে, তুমি জানো না ঐ পথেই একসময় সুখগুলো এসেছিল?
আবার ঐ পথেই ফিরে গেছে?
তবে কেন এত বেদনার ক্রন্দনে জড়িত?
আগের মত হয়ে যাও, যখন তুমি একা ছিলে,
সাথে ছিল নাম না জানা সুখের অনুভূতি,
তার সাথে এক হয়ে দূরন্ত পনায় মেতে উঠতে।
মেয়ে,তুমি জানো না, সৃষ্টি সুন্দরের প্রতীক তুমি?
তোমার চোখের কোনে এক ফোঁটা জল জমে,
গড়িয়ে পড়লে মনে হয় আঁকাশ থেকে এক পশলা বৃষ্টির জোয়ার নেমেছে,
ধরণী তখন নিশ্চুপ ক্রন্দনে মেতে ওঠে।
মেয়ে, তুমি জানো তোমার হাসির মহিমা?
ধরণীর বুকে বসন্ত নেমে আসে,
প্রকৃতি আপন সুখে তোমার আনন্দের অংশী হই।
আনন্দ মেলা চলতে থাকে বসুন্ধরার বুকে।
প্রজাপতি রং বদলায়, তোমায় ঘিরে খেলা করে।
তবে আজ কেন তোমার মন খারাপ?
সব ভূলে যাও,আপন মহিমায় নতুন ভাবে ভাস্বরীত হও।
২| ০১ লা এপ্রিল, ২০১৫ রাত ১২:৩৫
চন্দনপাল০২৩ বলেছেন: ধন্যবাদ আপু
৩| ০১ লা এপ্রিল, ২০১৫ রাত ১:০৩
মনিরা সুলতানা বলেছেন: ভাল লাগছে...
৪| ০১ লা এপ্রিল, ২০১৫ সকাল ৮:১৯
চন্দনপাল০২৩ বলেছেন: ধন্যবাদ মনিরা আপু
©somewhere in net ltd.
১|
২৮ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:৪৯
রোদেলা বলেছেন: এমন করে বললে কি মেয়ের মন খারাপ থাকতে পারে,মনেতো হয় না।
মেয়ে ,তুমি মন ভালো করো।