![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালো লাগে তোর হাত ধরতে,
পাশাপাশি থেকে পথ চলতে,
নিস্তব্ধতার আঁধারে কিছু সময় ডুবে থাকতে,
নীরবে তোর চোখে তাকিয়ে থাকতে,
অপলক দৃষ্টির মাঝে ভালোবাসা খুঁজতে।
ভালো লাগে তোর সাথে কথা বলতে,
না বলা অনুভূতি শেয়ার করতে,
একলা বসে তোর কন্ঠে গান শুনতে,
মিষ্টি অভিমানে মেতে উঠতে।
ভালো লাগে তোর ঠোঁটের হাসি,
হরিণী চোখের মায়াবী চাহনি,
শিকারি বেশে শিকার করে,
নিয়ে যায় বহুদূর, নিস্তব্ধতার গহীন অরণ্যে।
তোর সবকিছুতেই আমার ভালো লাগা,
একফালি রোদ মেঘের আড়ালে সুখ খুঁজে,
বৃষ্টি হয়ে ঝড়ে পড়ে,
আনন্দে উল্লাস নেমে আসে,তোর বুকে খেলা করে,
আড়ালে লুকিয়ে সূর্য্য হাসে,
তোর মন পাবনে আমার ভালোবাসা প্রজ্জ্বলিত ফোঁটে।
©somewhere in net ltd.