নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চন্দনপাল০২৩

চন্দনপাল০২৩ › বিস্তারিত পোস্টঃ

বিজয়ী

০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৩৮

ধূসর নিলীমায় বিবর্ণ স্বপ্নগুলো মরিচীকার আস্তরণে পূর্ণ,
লাল নীল স্বপ্নগুলো গোলকধাঁধার মতো অস্পষ্ট হয়ে আসছে,
স্মৃতির পাতায় এখন টানপোড়ন চলছে,
মরুভূমির বুক আজ একপশলা বৃষ্টির অপেক্ষায় দিন গুনছে,
একফালি হাসির আড়ালে লুকিয়ে আছে ঘন কালো এক টুকরো মেঘ।
সে শুধু অভিনয়ের মাতম নিয়ে পথ চলে,
চলার পথে মাঝে হঠাৎ থমকে যায়,
কেউ একজন চেনা সুরে পেছন থেকে ডাক দেয়,
পেছন ফিরে তাকিয়ে দেখে সবই শূন্য,
না না, এটা ছিলো নিস্তব্ধতার মাঝে প্রতিধ্বনিত হওয়া দিবা স্বপ্ন।
প্রখর সূর্য্য রশ্মির তেজ-দীপ্ত একবিন্দু টলাতে পারে না,
সবকিছুকে পদদলিত করে এগিয়ে যায়,
মরুভূমির বুকে একাই বিজয় মন্ত্রের বানী শোনাই,
তবুও তৃষ্ণার্ত মন শুধু এক পশলা বৃষ্টির অপেক্ষায় পথ চলে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.