![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এসো হে বৈশাখ,
ধরণীর বুকে নতুন ফল্গুধারার বানী নিয়ে,
এসো হে বৈশাখ,
নতুন বছরে শাস্বত বানীর আশির্বাদ হয়ে,
এসো হে বৈশাখ,
পলাশ ফুলের মিষ্টি ঘ্রান নিয়ে,
মিশে থেকো বাতাসের প্রতিটি কণায়,
নিরবধি ভেসে বেড়াও সারা বছর জুড়ে।
এসো হে বৈশাখ,
সকল জীর্ণতা কাটিয়ে আনন্দের বার্তা নিয়ে,
এসো হে বৈশাখ,
ঐ সব পথ শিশুদের আশির্বাদ হয়ে,
দুই বেলা অন্নের জন্য যারা সংগ্রাম করে,
এসো হে বৈশাখ,
বৎসরের সমস্ত গ্লানি ভুলে নতুন ভাবে শুরু করতে।
এসো হে বৈশাখ,
রবি ঠাকুরের সেই অমর বানী হয়ে,
"এসো হে বৈশাখ, এসো এসো"।
©somewhere in net ltd.