![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাদের মোল্লার মামলার অন্যতম সাক্ষী সৈয়দ শহিদুল হক আজ একটি টিভি চ্যানেলের লাইভ অনুষ্ঠানে কাঁদতে কাঁদতে বলেছেন "আমি দেশের সবাইকে বলছি আমি যদি মারা যাই এই
দেশে আমায় মাটি দিওনা, আমাকে Sweden এ নিয়ে যেও। এত কষ্ট করে এত দূর
থেকে এসে যার বিপক্ষে সাক্ষী দিলাম তার রায় আজ যাবজ্জীবন!
আমি জানি জামায়াতের অন্যতম টার্গেট আমি, হয়তো দেখবেন আমার লাশ এই বাংলার কোথাও
পড়ে আছে সেদিন আমাকে তোমরা এই বাংলায় মাটি দিওনা"
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৪
জুন বলেছেন: অনেক কষ্টেই কথাটি বলেছেন তিনি
৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৪
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বলেছেন: শাহবাগ মোড়কে মিশরের তাহরির স্কয়ারে পরিণত করার ঘোষণা দিয়েছেন ১৪ দলের
শরিক গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম!!
ইন্টারেস্টিং!
গণতন্ত্রী পার্টি বলে কোন দল আছে আজই প্রথম জানলাম!
জানার পর এ দলটি সম্পর্কে আরও জানার জন্য google মামাকে সাথে নিয়ে অনুসন্ধানে নামলাম।
অনুসন্ধানে যে তথ্য পেলাম তা দেখে আমার সাথে সাথে google মামাও দেখি হাসে!
২০০১ সালে নির্বাচনে গণতন্ত্রী পার্টি- নির্বাচন করে ১১ টি আসনে,
মোট ভোট পায়- ৩১৯০ টি গড়ে- ২০৯ টি ভোট !!!
এ তথ্য দেখে google মামার সাথে সাথে আমিও চিৎকার মাইরা কইলাম...
"কাইটটা লাগ সখি, আমারে ভোতা দাও দিয়া কাইটটা লা"
৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৮
৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০১
অপূর্ণ রায়হান বলেছেন: খারাপ বলেন নি তিনি
৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৩
কান্ডারি অথর্ব বলেছেন:
৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৫
কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: এত দেশ থাকতে সুইডেন ক্যান?
৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৯
সাদ আরেফিন বলেছেন: মাইরালা আমারেমাইরালা
৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২০
আসাদুজ্জামান রাজু বলেছেন: হাইসা আর লাভ নাই..অনেক তো দেখলাম আপনার বাপেদের মায়েদের আর হুযুরদের...সবাইরে যে মুলা দেখায়ে বইলা গেলো তোরা সব আবালের দল..শিক্ষা হয় নাই এর পরও ??? BAL,BNP,kutta jamat সব এক গোয়ালের গরু...কাউরে আর বিশ্বাস করা জায়্না....
১০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৬
খুব সাধারন একজন বলেছেন: মুক্তিযোদ্ধার পরাজয়ই মুক্তিযুদ্ধের পরাজয়।
বি.দ্র. ইলেক্টিক সহ সব রাজাকারের বাচ্চারে নির্বিচারে গদাম দেন।
ওরা আপনার পোস্টকে অপপ্রচারের হাতিয়ার বানাচ্ছে।
প্রয়োজনে লিস্ট রাখেন-
আমি ভোরের আলো,
তন্দ্রামোহ,
ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার,
মিষ্টি কথন,
বিডি ফুল,
বাংলার হুজুর,
কিতা ও বা,
শাকিলা জান্নাত,
কান্না হাসি,
আবিরু সাবীল,
আল মতিন,
সাইফ ভুইয়া,
ইবনে 'উমার,
রাইটসম্যান,
সরোজ রিক্ত...
১১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৬
মঙ্গল গ্রহের যাত্রী বলেছেন: বুঝলাম না এত শত শত মানুষ মারল আর তার নিজস্ব কোন স্বাক্ষী নাই
১২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪২
১৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩০
পাথ-ফাইন্ডার বলেছেন: ওমা এ কি শুনছি!!! এই সাহস নিয়ে মুক্তিযুদ্ধ করল কেমনে??? লাশ হওয়ার এত ভয় কেন??? মিথ্যা স্বাক্ষী দিছিল নাকি???
১৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১০
ঘাড়তেড়া বলেছেন: তোমার মত মিথ্যুকের লাশ এদেশে না থাকাই ভাল কারন তোমার কারনে এদেশ যে বিভাজন তৈরী হচ্ছে যে রক্ত ক্ষরণ হচ্ছে সেটা যে আবার কবে বন্ধ হবে তা আল্লাহ ভাল জানেন।
১৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২২
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: লজ্জা কোথায় রাখি! এ সরকারকে দিয়ে তো কিছুই হলো না। এরা তো ফেইলও করতে পারলো না!!
১৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
শহীদুল্লাহ খান বলেছেন: অনেক কষ্ট
১৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৮
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: কাদের মোল্লা নামের একজন জামায়াত নেতার বিরুদ্ধে সরকারের মানবতা বিরোধী মামলার রায় হয়েছে। কাদের মোল্লা ৭১ রাজাকার ছিলেণ তিনি অনেক অপকর্ম করেছেন বলে আদালতে সাক্ষ দেওয়া হয়ে ছিল।
কিন্তু এই রায়ে তার যাবত জীবন জেল হয়েছে!!। রায়ের আগের আজকের হরতাল কাদের মোল্লার জীবন বাচালো। কারণ বেশির ভাগ মানুষের ধারণা ছিল ফাসি হবে তার। যেহেতু ছয়ের মধ্যো পাঁচ পেয়েছে। আর রায়ের কিছু অংশ আগেই পড়ে ছিলাম আমার দেশের সৌজন্যে।
তবে শেষ মুহূতে বিরাট চমক।
অনেকের মত আমি ভাবছি না, আমার মনে হচ্ছে সরকার জাময়াতের সহিংসতার কারনেই ইউ টার্ন নিয়েছে।
নাহলে মতিঝিলের মতন জায়গার গতকাল সো ডাউন করলো কেমনে?
তবে হাসিনার গদি রক্ষা করা সহজ হবে বলে মনে হয়না।
সরকারের গৃহ পালিত বুদ্ধিজীবীরা টিভি চ্যানেলে দেখলাম খুব গোসা হইছে। তারা এই আন্তজাতিক(!)আদালতের বিরুদ্ধে বলছে।
মন্ত্রীরাও মুখে মুখে বলছে তারা রায়ে নাকি খুশি না!!
তবে আমার মনে হচ্ছে হাচিনা সরকার ইচ্ছে করেই এই রায় দিয়েছে।
খুব মজা পাচ্ছি দেখে।
১৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৬
সুখোই-৩৫ বলেছেন: @কুচ্ছিত হাঁসের ছানাঃ উনি সুইডেনে থাকেন, সাক্ষী দিতে সুইডেন থেকে দেশে এসেছেন। কিন্তু যে আশায় উনি দেশে এসেছিলেন উনার সে আশা বৃথা হল।
১৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৮
শাকিল ১৭০৫ বলেছেন: কিছুই বুঝিনা কিছুই জানিনা একটাই দাবি যুদ্ধাপরাধীর ফাঁসি চাই
২০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১০
সংকেত মাহমুদ বলেছেন: ছাগুদের বিশ্বাস হয় না, ধৃত ব্যাক্তিরা অরিজিনাল আলবদর- রাজাকার ।আরে হারামজাদা ছাগুর দল- ধৃত ব্যাক্তিরা তো শুধু রাজাকার বাহিনীর একজন সাধারন সদস্যই না বরং রাজাকার-আলবদর-দোষর বাহিনীর কেন্দ্রীয় লিডার ।
যে নিজামী আলবদরে লিড দিছে, "অস্ত্রের বিরুদ্ধে অস্ত্র ধর "এই কথা বইলা যে মুজাহিদ গনহত্যাকারী রাজাকারদের নির্দেশ দিছে , যে গোলাম আজম তার কর্মীদের খুনী পাক হানাদার বাহিনীরে সহযোগিতা করার নির্দেশ দিছে , তারা ৭১ এ নিশ্পাপ শিশু । অথচ এরা তো ছিল, গনহত্যাকারী দোষর বাহিনীর কেন্দ্রীয় লিডার ।কেননা ’৭১-এ মুক্তিযুদ্ধকালে রাজাকাররেরা যাদের হত্যা, ধর্ষণ ও নির্যাতন করেছে, তাদের সঙ্গে রাজাকারদের কোনো ব্যক্তিগত বা পারিবারিক শত্রুতা ছিল না। লাখ লাখ মানুষকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছিল দলীয় ও রাজনৈতিক সিদ্ধান্ত অনুযায়ী, নির্দিষ্ট আদর্শিক প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে। রাজাকার বাহিনী হত্যাযজ্ঞে মেতে উঠেছিল এই লিডারদের রাজনৈতিক আহ্ববানেই ।
বাংলার স্বাধীনতার বিরুদ্ধে অধিনস্ত রাজাকারদের অস্ত্র হাতে নিতে মুজাহিদের নির্দেশঃ
+
১৯৭১ এর গনহত্যাকারী আলবদর বাহিনীকে একশনে উৎসাহিত করতে আলবদরের নেতা নিজামীর প্রচেষ্টার নমুনাঃ
২১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৩
আবদুল্লাহ আল জাফর মালেক বলেছেন: কাদের মোল্লার রায়ের বিরুদ্ধে রাষ্ট্র আপিল করুক রায়ে কাদের মোল্লার ফাঁসী হোক। ঠিক এইটাই চাই।
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫২
এন ইউ এমিল বলেছেন: 'আমাকে এই দেশের মাটিতে কবর দিওনা'