নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফ্রী থাকলে আসেন গেজাই

আমরা হেরে যাইনি। এশিয়া কাপ না জিতলেও তোমরা আমাদের হৃদয় জয় করেছ। আমরা গর্বিত

চেরু

আমি চে'র মত আর্মসটাগলে বিশ্বাস করিনা,পরিবর্তন আসবে নিয়মত্নাত্রিকভাবে।যেটা হয়েছিল ৬২৩ সালে এক মহামানবের দ্বারা।

চেরু › বিস্তারিত পোস্টঃ

গভীর রাতে মেডিকেল কলেজের ছাত্রীহোস্টেলে ছাত্রলীগ নেতারা: বরিশালে তোলপাড়

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৯

রোববার দিবাগত গভীর রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের ছাত্রীহোস্টেলে ছাত্রলীগ নেতাদের প্রবেশ ও ছাত্রীদের হুমকি দেয়ার ঘটনায় তোলপাড় চলছে। এর প্রতিবাদে মানববন্ধন করেছেন ছাত্রীরা। সোমবার বেলা সাড়ে এগারটায় মেডিকেল কলেজ ক্যাম্পাসে এ মানববন্ধন শেষে ছাত্রীরা অধ্যক্ষের কাছে বিচার চেয়ে লিখিত অভিযোগ করা হয়।



ছাত্রীরা জানান, সোমবার গভীর রাতে মেডিকেল কলেজের অবৈধ ছাত্রকর্মীপরিষদের ভিপি আবদুল্লাহ মারুফ ও প্রোভিপি আবদুল বাকিসহ বেশ কয়েকজন ছাত্রলীগ নেতা মাতাল অবস্থায় ছাত্রীনিবাসে প্রবেশ করে।



অভিযুক্তরা কয়েকজন ছাত্রীর নাম উল্লেখ করে তাদের হোস্টেল ত্যাগের নির্দেশ দেয় এবং নানা অসংলগ্ন আচরণ করে। এ সময় ছাত্রী হলের অন্যান্য ছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি সোমবার ছাত্রীরা কলেজ অধ্যক্ষকে লিখিতভাবে জানিয়েছেন।



তারা ছাত্রী হলের নিরাপত্তা ও মহিলা হোস্টেল সুপার নিয়োগসহ ১০ দফা দাবি তুলে ধরে জানান, আজকের মধ্যে দোষীদের বিচার করা না হলে ছাত্রীরা ঐক্যবদ্ধভাবে কঠোর আন্দোলন গড়ে তুলবেন তারা।



অভিযুক্ত ছাত্রলীগ নেতারা গণমাধ্যমের কাছে বিষয়টি পুরোপুরি অস্বীকার করেন। অপরদিকে কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. মো. শহীদুল আলম গনমাধ্যমকর্মীদের সঙ্গে খারাপ আচরণ করে বিষয়টি কৌশলে এড়িয়ে অভিযুক্ত ছাত্রলীগ নেতাদের পক্ষ অবলম্বন করেন। একপর্যায়ে তিনি জানান, ছাত্রীদের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। হোস্টেল সুপারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



হোস্টেল সুপার ডা. এস.এম সরোয়ার বলেন, “আমি আজ (সোমবার) কলেজে এসে গত রাতের এ অপ্রীতিকর ঘটনার খবর পেয়েছি। কলেজ কর্তৃপক্ষ উপাধ্যক্ষ ডা. সৈয়দ নাসিমুল হককে প্রধান করে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করলে পরবর্তী পদক্ষেপ নেবে কলেজ কর্তৃপক্ষ।”



নতুন বার্তা/জিহ

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৫

জিললুর রহমান বলেছেন: গভীর রাতে হোস্টেলের গেট খোলা কেন?

২| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৫

সাত সাগেরর মাঝি বলেছেন: Chhatralig na baler lig?

৩| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:২১

নাইট রিডার বলেছেন: বরিশাল মেডিকেলের ছাত্রীদের কৃতজ্ঞ থাকা উচিত ছাত্র লীগের নেতাদের প্রতি।কারণ তারা গভীর রাতে হোষ্টেলে মাতাল অবস্থায় ঢুকে গালাগালি বা অশোভন আচরণ করেছেন, তাদের যে রেকর্ড তাতে তো ধর্ষন করাও হত মামুলি ঘটনা। সবাই ফকিরকে কিছু টাকা ছদকা দিয়ে দিয়েন এত অল্পের উপর দিয়ে পার পেয়ে গেছেন বলে।

৪| ২২ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৬:০৭

বুড়া শাহরীয়ার বলেছেন: নাইট রিডার বলেছেন: বরিশাল মেডিকেলের ছাত্রীদের কৃতজ্ঞ থাকা উচিত ছাত্র লীগের নেতাদের প্রতি।কারণ তারা গভীর রাতে হোষ্টেলে মাতাল অবস্থায় ঢুকে গালাগালি বা অশোভন আচরণ করেছেন, তাদের যে রেকর্ড তাতে তো ধর্ষন করাও হত মামুলি ঘটনা। সবাই ফকিরকে কিছু টাকা ছদকা দিয়ে দিয়েন এত অল্পের উপর দিয়ে পার পেয়ে গেছেন বলে।

৫| ২২ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৩১

মরু বালক বলেছেন:

.
নাইট রিডার বলেছেন: বরিশাল মেডিকেলের ছাত্রীদের কৃতজ্ঞ থাকা উচিত ছাত্র লীগের নেতাদের প্রতি।কারণ তারা গভীর রাতে হোষ্টেলে মাতাল অবস্থায় ঢুকে গালাগালি বা অশোভন আচরণ করেছেন, তাদের যে রেকর্ড তাতে তো ধর্ষন করাও হত মামুলি ঘটনা সবাই ফকিরকে কিছু টাকা ছদকা দিয়ে দিয়েন এত অল্পের উপর দিয়ে পার পেয়ে গেছেন বলে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.