নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফ্রী থাকলে আসেন গেজাই

আমরা হেরে যাইনি। এশিয়া কাপ না জিতলেও তোমরা আমাদের হৃদয় জয় করেছ। আমরা গর্বিত

চেরু

আমি চে'র মত আর্মসটাগলে বিশ্বাস করিনা,পরিবর্তন আসবে নিয়মত্নাত্রিকভাবে।যেটা হয়েছিল ৬২৩ সালে এক মহামানবের দ্বারা।

চেরু › বিস্তারিত পোস্টঃ

“ইত্যাদি” নিয়ে বাংলানিউজ২৪’র প্রতিবেদন ঘিরে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা

১২ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৩৫

হানিফ সংকেত পরিচালিত টিভি ম্যাগাজিন শো “ইত্যাদি” সঙ্ক্রান্ত বাংলাদেশের একটি অনলাইন পত্রিকার প্রতিবেদন সোশ্যাল মিডিয়ায় সমালোচিত হয়েছে। বসুন্ধরা গ্রুপের “বাংলানিউজ২৪ ডটকম” নিউজ পোর্টলে ৭ আগস্ট ২০১৩ তারিখে “জৌলুস হারিয়ে একঘেয়ে ‘ইত্যাদি’” শিরোনামে একটি রিপোর্ট পাবলিশ হয়। ঐ প্রতিবেদনে দাবি করা হয় গত দুই যুগ ধরে হানিফ সংকেতের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় চলে আসা ইত্যাদিকে এখন অনেক বৈচিত্র সন্ধানী দর্শক “ভাঁড়ামীতে ভরা অনুষ্ঠান” বলেছেন। আগেকার দিনে ইত্যাদির জন্য মানুষ অপেক্ষা করে থাকলেও বর্তমানে এর “জৌলুস” ও “গ্ল্যামার” হারিয়ে ধুঁকতে শুরু করেছে- এমন কথাই লেখা হয়েছে রিপোর্টটিতে।



কিন্তু ঐ প্রতিবেদন প্রকাশের পর বেশিরভাগ পাঠক এর সাথে একমত হতে পারেননি। পত্রিকাটির ফেসবুক পেজে এর লিংক শেয়ারকৃত পোস্টটিতে কয়েকজন ছাড়া বাকী সবাই প্রতিবেদনটির বিপক্ষে তাদের প্রতিক্রিয়া জানান। এই লিংকে গেলে ফেসবুকের সেই পোস্টটি দেখতে পাবেন (যদি এতক্ষণে সরিয়ে না নেয়া হয়); এখানে আরেকটি কথা জানিয়ে রাখছি, বাংলানিউজ২৪ কর্তৃপক্ষ ইতোমধ্যেই বিতর্কিত রিপোর্টটি সরিয়ে ফেলেছে। যেহেতু ফেসবুকে শেয়ার করা পোস্টের লিংক বদলানো সম্ভব হয়নি, তাই সেখানে এখনও আপনি “জৌলুস হারিয়ে একঘেয়ে ‘ইত্যাদি’” শিরোনামই দেখবেন। কিন্তু তাতে ক্লিক করলে এখন “পাকিস্তানে বন্যায় ৩৮ জনের প্রাণহানি” হেডলাইন বিশিষ্ট আরেকটি খবর আসে।



তবে গুগল ক্যাশে এখনও আগের প্রতিবেদনটি পড়া যাবে। এই লিংকে গেলে ৭ তারিখে ক্যাশ করা ইত্যাদি সঙ্ক্রান্ত প্রতিবেদন পড়ে নিতে পারেন।



গতকাল বিটিভিতে রাত ১০টার ইংরেজি সংবাদের পর ঈদ উপলক্ষ্যে ইত্যাদির নতুন একটি পর্ব প্রচারিত হয়। নিচে এম্বেড করা ইউটিউব ফ্রেম থেকে সেটি প্লে করে দেখতে পারেন। অনুষ্ঠানটি কেমন লাগল, বাংলানিউজ২৪ এর রিপোর্টটির সাথে এর মিল খুঁজে পান কিনা সেটি জানাতে ভুলবেন না!



http://news.zoombangla.com/?p=17033

মন্তব্য ১৯ টি রেটিং +২/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৪৯

পরিবেশ বন্ধু বলেছেন: হানিফ সাহেব কে নিয়ে গুলতামি
বাঙালী ভাল কিছুর মধ্য হুদাই মন্দ খুজে
ডাল করে গুলে বলে কথা বাজে ।।

২| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৫৩

মদন বলেছেন: ইত্যাদি কিছুটা হলেও একঘেয়ে হয়ে গেছে। কিন্তু এখনও সবার সেরা।
ঈদের ইত্যাদি Click This Link

৩| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৫৮

সাহাদাত উদরাজী বলেছেন: আমারো মনে হয়, এখন আর আগের মত ভাল হচ্ছে না বা ভাল লাগছে না।

৪| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৫৯

টুম্পা মনি বলেছেন: ইত্যাদি দিয়ে দিসে।

দেখা হল না। :(

৫| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ১:১১

মদন বলেছেন: @ টুম্পা মনি
এখানে দেখে নিন Click This Link

৬| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ১:১৬

বাংলাদেশী দালাল বলেছেন:
ধন্যবাদ আপনার পোস্টের কল্লানে ইত্যাদি দেখছি।

৭| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ২:১৫

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: মিস করছি

৮| ১২ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:১২

স্বপ্ন বাংলা বলেছেন: মিথ্যা কিছু লিখেছে বলে'ত মনে হয়না। ইত্যাদি দেকখে এখন সত্যিই আর মজা পাইনা, একঘেয়েমি হয়ে গেছে।কিছুটা দেখেছিলাম কিন্তু মজা লাগেনি বলে পুরোটা দেখা হয়নি।

৯| ১২ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:২৭

বনসাই বলেছেন: ইত্যাদ এখন আর বিটিভিতে টেনে নিতে পারছে না। নিউজটি পড়ি নি। তবে একঘেয়েমি লিখে থাকলে মিথ্যা বলেন নি! পুরো ইত্যাদি দেখার সবর হারিয়ে ফেলেছি।

শেষ কবে ইত্যাদি পুরোটা দেখেছি মনেই পড়ছে না।

১০| ১২ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৪৯

আসিফুর রহমান বলেছেন: বিদেশীরা ভালো করেছেন তবে বাকি সব কিছুই বাজে হইছে । ক্যামেরার কাজ ভালো হয়নি, কেমন জানি তাড়াহুড়া করে করা হয়েছে..।"ইত্যাদি" আমার প্রিয় অনুস্ঠান তবে এবার ১০০ তে ৩০ এর বেশী দেয়া যাবেনা...

১১| ১২ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৩২

জুবায়েদ হোসেন বলেছেন: তবে ইত্যাদি আর আগের মতন নাই :((

১২| ১২ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:০২

হেডস্যার বলেছেন:
অন্যান্য বাংলা চ্যানেলে প্রচারিত বিভিন্ন অনুষ্ঠানের চাইতে ইত্যাদি ঢের ভালো।
বালছাল অনুষ্ঠান দেখতে দেখতে বাঙ্গালীর স্বভাব খারাপ হইয়া গেছে।

যারা সমালোচনা করে তারা পারলে ইত্যাদির মত দুই একটা অনুষ্ঠান বানাইয়া দেখাক।

১৩| ১২ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৪৫

স্বপনচারিণী বলেছেন: আমি ইত্যাদি পুরোটা দেখেছি। তাই কোন মন্তব্য করা আমার সাজেই। মা বলছিল এবার অবশ্যই ইত্যাদি দেখবে। কিন্তু অনুষ্ঠান দেখতে বসে বারবারই হতাস হচ্ছিলাম। পরে মেনে নিলাম কারন আমিতো কোন অনুষ্ঠান বানাতে পারবোনা। তবে বিদেশীদের অংশটা বরাবরই ভাল হয়। এবারো হয়েছে।

১৪| ১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩১

খালিদ ফারহান বলেছেন: ইত্যাদি অবশ্যই আগের মত নাই। ফাউল হয়ে গেছে। ক্যামেরার কাজ পুরোনো আমলের ই আছে। পর্ব গুলোও বোরিং। ইত্যাদি এখন তেমন কেউ আর দেখে না। আগে আমি নিজেই পাগল থাকতাম ইত্যাদির জন্য। এখন মন টানে না।

১৫| ১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫১

ধানের চাষী বলেছেন: যারা ইত্যাদির সমালোচনা করতেছে তারা পারলে ইত্যাদির বিকল্প কিছু প্রচার করে দেখাক যা সমাজের সর্বস্তরের মানুষের কাছে গ্রহনযোগ্য। হাফপ্যান্ট পরা মেয়ে দিয়ে উপস্থাপনা করালেই অনুষ্ঠান জনপ্রিয় হয় না।

বাংলানিউজ তো সেলিব্রেটিদের স্ক্যান্ডাল আর ঘরের খবর নিয়াই ব্যস্ত থাকতো। তো ইত্যাদির পিছে লাগলো কেন ? বুঝলাম না .... :| =p~

১৬| ১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:২৪

স্বপ্নবাজ অভি বলেছেন: কথা একেবারেই খারাপ বলেনি, ইত্যাদি প্রাণ হারাচ্ছে! অনেক টা কিছুদিন আগের বাংলা সিনেমার মত, যুগের সাথে তাল মেলাতে পারছেনা! নতুন কিছু চিন্তা করতে হবে, সামথিং স্মার্টার!

১৭| ১২ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৪

মো: আজিজ মোর্শেদ বলেছেন: আমি অনেক দিন ইত্যাদি দেখিনা। হয়তো ভাল লাগার সেই বয়স টা নেই। একটা সময় সেবা প্রকাশনীর বই ছাড়া আমার চলতো না। এখন কোন ধরনেরইবইই বলতে গেলে পড়া হয় না। সময় আসলে অনেক কিছু ই পরিবর্তন করে দেয়।

ইত্যাদির মান সত্যি হয়তো আগের মত নেই। দর্শক হয়তো আরও কমে গেছে। কিন্তু এর থেকে ভাল মানের কোন ম্যাগাজিন অনুষ্ঠান কি তৈরি হচ্ছে??? আমার জানা মতে ইত্যাদির কোন যোগ্য প্রতিদন্দী তৈরী হয়নি। আর এই কারনেই প্রতিযোগীতার অভাবে ইত্যাদি তার মানটা ধরে রাখতে পারছে না বা রাখার চেষ্টা করছে না। প্রতিযোগীতার বাজারে সবাই চেষ্টা করে নিজের উন্নয়নের জন্য, প্রতিযোগীতা হীন বাজারে কেও করে না।

১৮| ১২ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

ভাঙ্গাচুরা যন্ত্রপাতি বলেছেন: ইত্যাদি প্রথম ২০ মিনিট দেখছি, বাকীটুকু পরে দেখবো। যথেষ্ট সুন্দর হয়েছে, নিজেদের অনুষ্ঠান মনে হয়েছে, বিদেশী কিছু দেখলে যেমন আত্মিক দুরত্ব বোধ করি সে দুরত্বটুকু থাকেনি। এবং অবশ্যই রুচিশীল। পুরোটা দেখার পরে পোষ্ট দিব।

১৯| ১২ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: এবার ঈদের ইত্যাদি মিস করেছিলাম। গুগুল মামুকে নক করতেই লিংক পেলাম, ইত্যাদি দেখলাম।

কয়েকদিন ধরে ফেইসবুক ও ব্লগে হানিফ সংকেত ও ইত্যাদি নিয়ে ব্যাপক সমালোচনার ঝর তোলেছেন কিছু ফাজিল পোলাপান। তাদের মতে- ইত্যাদি জৌলুস হারিয়েছে, এক কথায় ঘুরে ফিরে বলা হয়, নতুনত্ব নেই, হাসি পায় না ইত্যাদি ইত্যাদি। এই সব কথা যারা ছড়াচ্ছেন- গালে জুতা মারা দরকার।

প্রতিবারের মতো এবারের ইত্যাদিও ফাটাফাটি রকমের ভাল হয়েছে। সামাজিক অসংগতিগুলো কৌতুকরসে সুন্দরভাবে উপস্থাপন করেছেন হানিফ সংকেত। নান্দনিক স্টাইল, সুন্দর ভাষাশৈলী, চমৎকার উপস্থাপনার অপর নাম হানিফ সংকেত ও ইত্যাদি। হ্যা এটা সত্য- কৌতুক আর হাস্যরসের নামে আজকাল বিভিন্ন টিভি চ্যানেলে যে ভারামী আর সুরসুরি অনুষ্ঠান হয় সেগুলো ইত্যাদিতে নেই। এবারকার ইন্ডিয়ান টিভি চ্যানেলগুলোর আদলে যারা অনুষ্ঠান বানান বা দেখেব তাদের পাছায় বাঁশ গেছে। তাই তারা ব্যাথায় কাতরাচ্ছেন আর এসব অপপ্রচার চালাচ্ছেন। হুজুগে বাংলাদেশে "কান নিয়েছে চিলে-চিলের পিছে ঘুরছি আমরা সবাই মিলে" এরকম লোকের সংখ্যা দিনদিন বাড়ছে। ইদুরের মতো বংশবৃদ্ধি করছে আমাদের বুদ্ধিজীবি সমাজ (টক শো দেখলেই বোঝা যায়) সমালোচনা করার কিছু না কিছু একটা জিনিশ বের করবে আর ত্যানা পেচাবে, ইশ্যু বানাবে।বারবার যদি বিভিন্ন আঙ্গিকে বলা হয় "মিথ্যা বলা মহা পাপ" - সমস্যা কি?

কৌতুক নাটিকা, গানে গানে টক শো, নান নাতি, মামা ভাগিনা, অসাধারণ মিউজিক কম্পোজিশনে হৃদয় খান আর কনার নাচ, হিন্দি সিরিয়ালের প্যাজগী দৃশ্যগুলো, বিভিন্ন স্টাইলের ভাষন, বিদেশী পর্ব, সবার প্রথম রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ, সবার শেষের এন্ড্রু কিশোরের গান টা চমৎকার চমৎকার চমৎকার।

জন্মের পর থেকে যে ইত্যাদি দেখছি আজো তা ঝকমকে। কালের পরিবর্তনে সময়ের সাথে তাল মিলিয়ে হানিফ সংকেত ও ইত্যাদি হয়েছে আরো আধুনিক ও স্মার্ট। বিটিভি তথা বাংলাদেশের সব টিভি চ্যানেলের সেরা ম্যাগাজিন অনুষ্ঠান "ইত্যাদি" ও হানিফ সংকেত বেঁচে থাকুন ১৬ কোটি মানুষের দোয়া নিয়ে। স্যালুট স্যার, স্যালুট ইত্যাদি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.