নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফ্রী থাকলে আসেন গেজাই

আমরা হেরে যাইনি। এশিয়া কাপ না জিতলেও তোমরা আমাদের হৃদয় জয় করেছ। আমরা গর্বিত

চেরু

আমি চে'র মত আর্মসটাগলে বিশ্বাস করিনা,পরিবর্তন আসবে নিয়মত্নাত্রিকভাবে।যেটা হয়েছিল ৬২৩ সালে এক মহামানবের দ্বারা।

চেরু › বিস্তারিত পোস্টঃ

তিন অপারেটর গ্রামীনফোন, বাংলালিংক ও রবির থ্রিজি ট্যারিফ ঘোষনা , হতাশ করলো গ্রাহকদের

০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ১০:১৯







চলুন জেনে নিই কোন অপারেটর কী রেটে দিচ্ছে থ্রিজি ইন্টারনেট প্যাকেজ:

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ১০:২৭

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: এহানে লেইখা দিলে খুশি হইতাম।

২| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩৭

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
এ আর নতুন কি! দাম যে এমনটাই হবে এত আগেই বোঝা গেছে।

৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪১

ঘুমন্ত আমি বলেছেন: এমনটাই হবে জানতাম !

৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫১

বোধহীন স্বপ্ন বলেছেন: হবে না কেন? যেই পরিমাণ টাকা দিতে হইছে, সেইটা আগে উসুল করা লাগব না??????

৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৪

মোঃ ওয়াদুদ বলেছেন: ভাইরে সব বাদ দিয়ে টেলিটক ব্যবহার করুন ৯৫০ টাকায় ১০ জিবি ৫১২ কেপিবিএস

৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১১:০২

দ্বীন মুহাম্মদ সুমন বলেছেন: These tariffs are totally fake....… Even the operators has not yet published any 3G tariffs on their own sites!! Whenever any operators release something new they always post it on their own sites at very first.... Guys just use your brain then you will understand… :) একটা ছোট্ট উদাহরণ দেই ঃ দেখেন গ্রামীণের দু'টো প্যাকেজ, ৫০০ মেগাবাইট – ৫০ টাকা – ৫ দিন , ১ গিগাবাইট -৪০০ টাকা- ১৫দিন। এখন ২ নং প্যাকেজ ব্যাবহারের কোন যৌক্তিকতাই নেই কেননা ১নং প্যাকেজে ৫০০ মেগাবাইট – ৫০ টাকা – ৫ দিন ব্যাবহারের পর আবার নতুন করে নিলে আবার ৫০ টাকায় ৫০০ মেগাবাইট ব্যাবহার করা যাবে। মানে ১০০টাকায় ১ গিগাবাইট!!! তাহলে কোন গাঁধা ৪০০ টাকায় ১ গিগাবাইটের প্যাকেজ নিবে? যদিও মাত্র ৫ দিন বেশি ব্যাবহার করা যাবে। আর টাকার অংকটা ৪ গুণ! মানে প্রথম প্যাকেজ দুবার নিলে মাত্র ১০০ টাকা আর দুই নং প্যাকেজ নিলে একবারে ৪০০ টাকা!!! তো আপনারাই ভেবে বলেন আপনারা কি গ্রামীণকে এতই গাঁধা মনে করেন যে তারা এই রকম অদ্ভুত ট্যারিফ রাখবে? অথবা ধরেন আপনি যদি ১ নং প্যাকেজটা মোট ৮ বার নেন তাহলে খরচ ৪০০টাকা আর ব্যাবহার করতে পারবেন মোট ৪০ দিন আর ডাটা লিমিট ২ গিগাবাইট!!! তাহলে আপনি সেই ৪০০ টাকা দিয়েই কেন ১ গিগাবাইট ডাতা কিনবেন তাও মাত্র ১৫ দিনের জন্য!!! গ্রামীণ কি এতই ছাগল!!! আমার এই যুক্তি কি যথেষ্ট নয় এই ট্যারিফকে ভুয়া প্রমাণের জন্য? আরও ভালভাবে পর্যবেক্ষণ করে দেখেন এরকম আরও অনেক অসংলগ্নতা খুঁজে পাবেন আমি শুধু একটা উদাহরণ দিলাম মাত্র। আসলে ভাই কে বা কাহারা মজা করার জন্য ইন্টারনেটে এই অদ্ভুত ট্যারিফ ছেড়েছে আর জানেনইতো আমরা হলাম হুজুগে বাঙালি। উড়ো কথায় বিশ্বাস করাই আমাদের বাঙ্গালিদের চারিত্রিক বৈশিষ্ট্য। ঐ যে ছোট বেলায় একটা কবিতা পড়েছেন না "কান নিয়ে গেছে চিলে, শুনে সবাই কান খুঁজতে ব্যাস্ত কিনতু কান যে কানের জায়গায়ই আছে সেই খেয়াল কারও নাই" যাই হোক আতঙ্কিত হবার কিছুই নাই। এইটা পুরোপুরিই ভুয়া খবর। যখন বিভিন্ন অপারেটররা 3G টারিফ প্লান ঠিক করে ফেকবে তখন সেটা তারা পরদিনই বিভিন্ন জাতীয় দৈনিকের পাশাপাশি তাদের নিজস্ব সাইটেও পাবলিশ করা হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.