![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি চে'র মত আর্মসটাগলে বিশ্বাস করিনা,পরিবর্তন আসবে নিয়মত্নাত্রিকভাবে।যেটা হয়েছিল ৬২৩ সালে এক মহামানবের দ্বারা।
রাজধানীর বাসা বাড়িতে কোনো মেস, কোয়ার্টার থাকবে না, ভাড়া দেয়া যাবে না কোনো ব্যাচেলর ব্যক্তিকে। যারা আছেন তাদের আগামী সাত দিনের মধ্যে বাসা ছেড়ে দেয়ার নির্দেশ দিয়েছে পুলিশ। সম্প্রতি পুলিশের সদর দফতর থেকে ডিএমপির থানাগুলোকে এমন একটি নির্দেশনা দেয়ায় বিপাকে পড়েছেন সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তারা। তারা বলছেন, নগরীর বাসা বাড়িতে মেস কোয়ার্টারগুলো এখন পুলিশের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি নগরীর বিভিন্ন এলাকায় বেশ কিছু মেস কোয়ার্টার থেকে বিপুল পরিমাণে বিস্ফোরক দ্রব্য এবং বোমা তৈরির কারখানার সন্ধান পাওয়ায় পুলিশের টনক নড়েছে। ওইসব বাসায় আশ্রয় নিয়ে হরতালে নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে জামায়াত-শিবিরের বেশ কিছু নেতাকর্মীকেও গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। এ কারণে নগরীর প্রতিটি থানা এলাকায় কোনো কোনো বাসা বাড়িতে মেস বা ব্যাচেলরদের ভাড়া দেয়া হয়েছে। তার একটি তালিকা ও ইতোমধ্যে তৈরি করেছে নিজ নিজ থানার কর্মকর্তারা। ওই তালিকা অনুযায়ী অনেক বাড়ি মালিককে ব্যাচেলরদের উঠিয়ে দেয়ার নির্দেশও দিয়েছে পুলিশ। এদিকে পুলিশের এমন সিদ্ধান্তের কারণে অসন্তোষ দেখা দিয়েছে নগরীর মেস কোয়ার্টার বাড়ি মালিকদের মধ্যে। অন্যদিকে আইন-শৃঙ্খলা বাহিনীর এমন নির্দেশনায় মেস কোয়ার্টারের ব্যাচেলরদের মধ্যে দেখা দিয়েছে চরম ক্ষোভ আর হতাশা। অনেকেই ইতোমধ্যে নিকটস্থ আত্মীয়দের বাসায় ধরনা দিচ্ছেন। এদিকে আইন-শৃঙ্খলা বাহিনীর হঠাৎ এমন সিদ্ধান্তকে আইন বহির্ভুত এবং মানবাধিকার লঙ্ঘন বলে মন্তব্য করেছেন মানবাধিকারের কয়েকটি সংগঠন। মানবাধিকার কর্মকর্তারা বলছেন, জনগণের নিরাপত্তার স্বার্থে বিকল্প চিন্তা করা উচিত। কতিপয় অপরাধীর কারণে এমন ঢালাওভাবে সবাইকে ভোগান্তিতে ফেলা, এটা ঠিক নয়। এতে করে লাখ লাখ ব্যাচেলর গৃহহীন হয়ে রাস্তায় থাকতে হবে। কারণ পুলিশের নিষেধাজ্ঞার কারণে কোনো বাড়ির মালিক ব্যাচেলরদের মেস ভাড়া দেবেন না।
আরো জানতে
২| ২১ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫১
জনাব মাহাবুব বলেছেন: বিদ্রোহী ভৃগু বলেছেন: তারপর একসময় পুরা দেশবাসীকে নোটিশ দেবে দেশ ছেড়ে চলে যাও!!!!
শূধূ তারা থাকবে? আর বাকশাল থাকবে! তারই নাম হবে ঘণতন্ত্র!!!!!
আজিব সব তুঘলকি সিদ্ধান্ত!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ছাত্র, চাকুরীজীবি, বেকার, শিক্ষক কত রকমের ব্যাচেলর আছে!!!
আছে দারিদ্রের কারণে ফ্যামিলি ছেড়ে শহরে শ্রম দেয়া ম্যারেড ব্যাচেলর!!!!
সব ব্যাচেলররা গিয়ে সুধাসদনে সাময়িক আশ্রয় চাহিয়া আবেদন করতে পারেন!!!!
৩| ২১ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪
ঢাকাবাসী বলেছেন: আজিব দেশ!
৪| ২১ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:০১
মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: আওয়ামি লীগার হলে কোন সমস্যা নাই,অন্য মতবাদ হলেই যত সমস্যা।এটাই আওয়ামি জঘন্যতন্ত্র!
৫| ২১ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:২৬
আত্মমগ্ন আিম বলেছেন: এই সরকার তো ভাই সমকামীদের অধিকার সচেতন, তাই ব্যাচেলরদের প্রতি সরকারের এই লুলীয় ইঙ্গিত!!
৬| ২১ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:২৬
লজিক মানুষ বলেছেন: আজব!!!!!!!!! তাহলে এরা কোথাই যাবে? আমার তো মনে হয় ঢাকায় ৫০% এর বেশিই ব্যাচেলর।
একটা উপাই আছে, সবাইরে ধরে ধরে বিয়ে দিয়ে দিলেই হয়।
৭| ২১ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:২৮
অ্যানোনিমাস বলেছেন: লল
৮| ২১ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৩১
খোমেনী বলেছেন: গাজাখোর সরকারের গাজাখোরী সিদ্ধান্ত। হাতে ক্ষত হয়েছে এজন্য সেই হাতের ক্ষতের চিকিৎসা না করে হাতটা কেটে ফেলা কি ধরনের বুদ্ধিমানের কাজ সেটাই মাথায় ঢুকছে না।
৯| ২১ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৫
ইনফা_অল বলেছেন: ভাইরে মেসে কি তারা সাধে থাকে, চৌকি বা মাটিতে শুয়ে বাড়িতে সামান্য কিছু বাড়তি টাকা পাঠানোর জন্য। যাতে করে মা-বাবা বা স্ত্রী-পরিজন অন্তত চারটা ডাল ভাত খেয়ে বেচে থাকতে পারে!
!!!!!
১০| ২১ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:০০
রাতুল রেজা বলেছেন: এই সিদ্ধান্ত গ্রহনকারী সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গের মাথায় গুরুতর সমস্যা দেখা দিয়াছে, অবিলম্বে তাদের মেন্টাল হসপিটালে ভর্তি করার সুপারিশ ক্রা হইল
১১| ২১ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:১১
এম আর ইকবাল বলেছেন:
খবরের পেছনের খবর টা জানতে চাই ।
১২| ২১ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:২৪
হাসান কালবৈশাখী বলেছেন:
কিছু গাজাখোরী ব্লগারদের বিরামহীন মিছা প্রচারনা, সকাল থেকেই চলছে।
এখনো চলছে ...
©somewhere in net ltd.
১|
২১ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: তারপর একসময় পুরা দেশবাসীকে নোটিশ দেবে দেশ ছেড়ে চলে যাও!!!!
শূধূ তারা থাকবে? আর বাকশাল থাকবে! তারই নাম হবে ঘণতন্ত্র!!!!!
আজিব সব তুঘলকি সিদ্ধান্ত!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ছাত্র, চাকুরীজীবি, বেকার, শিক্ষক কত রকমের ব্যাচেলর আছে!!!
আছে দারিদ্রের কারণে ফ্যামিলি ছেড়ে শহরে শ্রম দেয়া ম্যারেড ব্যাচেলর!!!!
সব ব্যাচেলররা গিয়ে সুধাসদনে সাময়িক আশ্রয় চাহিয়া আবেদন করতে পারেন!!!!