![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এমন নন্দন নেশা
ঘন কুয়াশার চাদরে, শিশি ভেজা ঘাস ধুলো
আমলকি বন; শাখা প্রশাখায় পত্র বিনে গায়ে
ঠান্ডা বিদ্রুপ বাতাস খেলে যায়
গা সহা তাই শিহরণ; কুয়াশার অবয়ব সাজে
যেন তারই চাদর জড়ানো গায়ে বিরহী অঙ্গের সাজ
এখানেও বিদ্রুপ হাওয়ার শীতল কাঁপন আলগা চুলে
বাম চোখের পাশ ঘিঁসে খানিক টেরাকটা ছায়া ফেলেছে
আগন্তক বুঝে পালিয়ে গেল আমলকি বন বিহারে।
বহু বার এসেছে সে এই আমলকি বনে
তা ছিল বেশ চঞ্চলতার কাল; আগুপিছু ভাবনা নেই
শিশিরে চুল ভিজে সারা, কুয়াশার প্রলেপ চোখে মুখে
সরল সচ্ছতার বিনর্ম আবেগ ছড়ানো মায়া
শীতল শিশিরে শত শত ফোটা যেন
তাকে তুচ্ছ করে, কার সাধ্য? এমন নন্দন নেশা
আর তো ফিরল না কোন কালেই!
১৪২২/০৮, পৌষ/শীতকাল।
©somewhere in net ltd.