![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৌষ এসেছে
হলুদ আভায় রাঙা ক্ষেত
পৌষ শীতে মানায় বেশ
শিশির ঝরে উড়ে কুয়াশা
সূর্যের মুখ যায় না দেখা।
শিশির ধোয়া শিউলী ঝরে
সবুজে ঘাসে চুপটি করে
কাঠবিড়ালী লেজ উঁচিয়ে
ইটিস পিটিস চেয়ে ছোটে।
পৌষের শীত উত্তরের হাওয়া
ঠোঁটে কাঁপন সাঁঝ ঘনালে
কলার মোচায় বাদুরের ঝাঁক
গভির রাতে শেয়ালের হাঁক।
১৪২২/০১,পৌষ/শীতকাল।
©somewhere in net ltd.