নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতে পারে, একটি পরির্বতনের অনুঘটক !

চারু মান্নান

চারু মান্নান › বিস্তারিত পোস্টঃ

বাতাস তার বয়ে চলা

৩০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫৮

বাতাস তার বয়ে চলা

বাতাস ধেয়ে গেল
শূণ্য খালি পথে; অনেক দিন ঐ পথে
পথ মাড়ায় না বোধ হয়।
ঐ পথে বাতাস তাই
গুন গুনিয়ে গান গেয়ে পথ চলে।

বাতাস প্রতি মহুর্তে,
কত পথ যে মাড়ায় তার ইয়াত্তা কই?
কানা গলি সুরুঙ্গ পথ!
মৃত্তিকা মিথ জুড়ে কত কত পথ?
চেনা অচেনা,
গোলক চক্র ধুলায় উড়ে উড়ে
বাতাস তার পথ গুনে গুনে চলে যায়।

বাতাস সে কি আজন্ম মুক্ত স্বাধীন?
কেউ কি তার পথ রোধ করে দ্বারায় না?
বলে ছিল কেউ ধমক দিয়ে?
এই পথে আর যেন না দেখি তোকে?
কথা শুনে মিট মিট করে মুচকি হেসে,
বাতাস তার পথে চির উদাসিনী বেসে
উদাস হাওয়ায় গেল উড়ে।

১৪২২/১২, পৌষ/শীতকাল।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.