![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গুচ্ছ কবিতা-৩
বিশুদ্ধ
ফেরা হল না আর,
নদীর মতো
এঁকে বেঁকে চলতে চলতে
সাগরের দিশা ভুলেছি;
নুন জলে,
বিশুদ্ধ হওয়া আর হলো না।
মৃত্তিকায় জল
একদিন ভাবনায় ছিল বৃষ্টির জল। মৃত্তিকা তার শরীর চুপসে একাকার। মেঘ মোল্লার আনা গুনো ছিল। মাটিতে এলোমেলো ছড়ানো বীজ, আজ মৃক্তিকায় ডুবেছে। নিষিক্ত হবে বলে। শুকনা একাট্ট বীজ নিষিক্ত আমেজে। উত্থলিত মৃত্তিকার পর্দা ঠেলে উঠে দাড়িয়েছে। সবুজ পত্রে জানান দেয়।
এখন সিক্ত গর্ভাধারে বলিষ্ট সবুজ বৃক্ষ।
জানি ভুলেছে
জানি ভুলেছে সে,
তবুও সেই ক্ষতে
এক কাঁদি পোড়া ঢেউ
আঁজলা ভরা জলে
জলছবি ভাসে; তারই অবয়ব
শেওলায় দুলে
ফিরেছে বসন্ত
বারং বার শীত নিদ্রায়
আর ভাল লাগে না; বলেছিল
কোন এক ভুতুরে সরীস্রিপ
উত্তরের হিমে, ঠিক লুকিয়ে
গেল বর্ম ঢাকা গুহায়।
একদিন বেলা শেষে
বেরিয়ে এল গুহা হতে
চুপি চুপি;
উঁকি দেয় মাথা উঁচিয়ে
ফিরেছে বসন্ত !
১৪২২/২০পৌষ/শীতকাল।
০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৬
চারু মান্নান বলেছেন: ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১|
০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪০
বখলম বলেছেন: ভাল