![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গুচ্ছ কবিতা-৪
শীতের সকাল
কুয়াশায় ঢাকা,
সকালের সোনা রোদ; চুপি চুপি ছিটে ফোটা রৌদ্র
পৌষের শীতে বিনুনী বাঁধে।
ধুয়া উঠা জলে জল কেলী
হাসের ছানাদের; ডুব সাঁতারে জেগে উঠে ঐ
পানকৌড়ি পদ্মপাতার ভাঁজে।
শীতের পিঠা
ধুঁয়া উঠা উনুনের চাল, গাও গ্রামে। চাল কুমড়া গায়ে সাদা চুন মাখা। তার পাশেই মিষ্টি কুমড়া লাল ফুল শিশিরে ভিজে ঠান্ডা হাওয়া দুলে। ঢলা ফুলে গর্ভমুন্ডে কালো ভ্রমর বসে গান ধরে। চিতই পিঠার পোড়া গন্ধ উনুন জুড়ে। বৌ ঝিদের আধো ঘোমটা খোলা মুখ উনুন আগুনে চিতই পিঠার পোড়া গা যেন। অন্য উনুনে খেজুরের রস জ্বলে। আর সেই রসেই ভাঁপাপুলি।
সাঁঝ আঁধার
ডোবার কোনে,
নলখাগড়া আর কচুরি পানার ঝোপ
সাঁঝ আঁধার কালে; ডাহুক ডাহুকী
সবল দর্পে হাঁটাহাঁটি দু’জনের
মৌনতা ভেঙ্গে মৃদু ডাকের প্রক্ষেপন।
১৪২২/২১,পৌষ/শীতকাল।
©somewhere in net ltd.