![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গুচ্ছ কবিতা-৫
শীতের রং
মাঠ জোড়া হলুদ রঙ মাখা
মৌমাচিরা গুনগুনিয়ে মধু রসে রাঙা।
রাঙা বেশে ফড়িং উড়ার খেলা
প্রজাপ্রতির ঝাঁক সঙ সাজে বসেছে যেন মেলা।
মেলা বসেছে হাট বাজারে
পিঠা পার্বন আর গাজীর গানের আসর।
প্রত্যহ কাল!
অতঃপর সময়টা ঘারে চেপে বসেছে খুব। শৈশবের উচ্ছ্বলতা সম্বল। কম্বল মুরে নেরি কুত্তার মতো লেজ গুটিয়ে স্মৃতির কুঁই কুঁই আওয়াজ। গভির রাত চোখে ঘুমের খরা। ঘুমের ভ্যান করে মিছে মিছি এপিট ওপিট করা। হটাত ঘুমঘোরে স্বপ্নের প্রলাপ। বিচিত্র সব পাঁচ মিছালী। শিশুদের রং তুলির খেলার মতো ভুতুরে সব বিদ্রুপ। তাও স্বপ্নযোগ। সাথে থাকে বলে বেঁচে থাকা।
সে তো কবিতার মতো
পথে দাড়িয়ে পথ দেখেছিনু
পিছন ফিরে,
সে তো কবিতার মতো
বন্ধ্যা কালে বিপন্ন বিলাপ চেয়ে রয়
আঁড় চোখে,
সে তো কবিতার মতো
তার সেই পথে শিশির ধোয়া বরফ জমে
সে আসবে বলে,
সে তো কবিতার মতো
১৪২২/২২, পৌষ/শীতকাল।শীতের রং
©somewhere in net ltd.