নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের সকল কথাগুলো যদি আরও গুছিয়ে লেখতে পারতাম...

মাকার মাহিতা

কবি হবো...

মাকার মাহিতা › বিস্তারিত পোস্টঃ

ভারত বাংলাদেশ বর্তমান সম্পর্ক কোন দিকে?

১৮ ই মে, ২০২৫ বিকাল ৪:২৮



বাংলাদেশ ও ভারতের বর্তমান সম্পর্ক ২০২৫ সালে একটি জটিল ও পরিবর্তনশীল পরিস্থিতির মুখোমুখি। দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিকের মধ্যে যেমন সহযোগিতা রয়েছে, তেমনি রাজনৈতিক, বাণিজ্যিক ও কূটনৈতিক ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জও দেখা দিয়েছে।

✅ সহযোগিতার ক্ষেত্রসমূহ
বাণিজ্য ও অর্থনীতি: ভারত দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের প্রধান বাণিজ্যিক অংশীদার, এবং বাংলাদেশ ভারতের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। ২০২৩-২৪ অর্থবছরে দ্বিপাক্ষিক বাণিজ্য ছিল ১২.৯ বিলিয়ন মার্কিন ডলার, যার মধ্যে ভারত থেকে রপ্তানি ছিল ১১.০৬ বিলিয়ন এবং আমদানি ১.৮ বিলিয়ন ডলার।
Drishti IAS

শক্তি ও সংযোগ: ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন, আখাউড়া-আগরতলা রেল সংযোগ, মৈত্রী সেতু ও মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টের মতো প্রকল্পগুলো শক্তি ও যোগাযোগ ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করেছে।

সামরিক সম্পর্ক: দুই দেশের মধ্যে যৌথ সামরিক মহড়া যেমন 'সাম্প্রীতি' ও 'বঙ্গসাগর' অনুষ্ঠিত হয়, যা প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি করে।
Drishti IAS

⚠️ চ্যালেঞ্জ ও উত্তেজনা
রাজনৈতিক অস্থিরতা: ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার সরকার পতনের পর বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এই পরিবর্তন ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছু অনিশ্চয়তা সৃষ্টি করেছে।

বাণিজ্যিক সীমাবদ্ধতা: ভারত ২০২৫ সালের মে মাসে বাংলাদেশ থেকে তৈরি পোশাক ও প্রক্রিয়াজাত খাদ্যসহ কিছু পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই পদক্ষেপটি বাংলাদেশের অর্থনীতির জন্য বড় ধরনের ধাক্কা হতে পারে।
The Times of India

সাংস্কৃতিক ও কূটনৈতিক উত্তেজনা: ২০২৪ সালের ডিসেম্বরে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। বাংলাদেশ এই হামলাকে কূটনৈতিক সম্পর্কের লঙ্ঘন হিসেবে চিহ্নিত করেছে।
Wikipedia

চীন-ভারত প্রতিযোগিতা: বাংলাদেশ চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হওয়ায় ভারতের উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। চীনের উপস্থিতি ভারতের জন্য একটি কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।
Drishti IAS

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০২৫ বিকাল ৪:৪৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ভারতীয়রা কথায় কথায় বলে ওরা সবকিছু বন্ধ করেদিলে আমরা না খেয়ে মরবো সুতরাং গোপুত্রদেরকে বোঝাতে হবে যেখানে ভারত নেই সেখানকার মানুষও বেঁচে আছে।

২| ১৮ ই মে, ২০২৫ বিকাল ৫:১১

ইয়া আমিন বলেছেন: ২০২৫ সালে বাংলাদেশ-ভারত সম্পর্ক বহুমাত্রিক ও জটিল। অর্থনীতি, জ্বালানি ও সামরিক সহযোগিতার মাধ্যমে ঘনিষ্ঠতা বাড়লেও রাজনৈতিক পরিবর্তন, বাণিজ্যিক নিষেধাজ্ঞা ও কূটনৈতিক উত্তেজনা সম্পর্ককে নাজুক করে তুলেছে। চীনের প্রভাব ও বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে বাংলাদেশের অংশগ্রহণ ভারতের কৌশলগত উদ্বেগ বাড়িয়েছে।

৩| ১৮ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:০৩

ঊণকৌটী বলেছেন: ভারত মনে হয় জেনে শুনেই বাংলাদেশ মাইনাস নীতি নিয়ে এগোচ্ছে, কেননা পরিস্থিতি বলছে এইটি দ্বিতীয় পাকিস্তানে পরিণত হতে চলেছে একটা একটা করে গেট বন্ধ করা ছাড়া আর উপায় নাই |

৪| ১৮ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:১৫

সৈয়দ কুতুব বলেছেন: সম্পর্ক আর স্বাভাবিক হবে না।

৫| ১৮ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:৩১

মেঠোপথ২৩ বলেছেন: অবাক লাগে যে , বাংলাদেশের একটা কুখ্যাত রাজনৈতিক দলের জন্য ভারত আজ বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে!! অথচ দুই দেশের মাঝে সুসম্পর্ক দুই দেশের জনগনের জন্যই মঙ্গল।

৬| ১৮ ই মে, ২০২৫ রাত ৯:১১

কামাল১৮ বলেছেন: ভারত আআমাদের প্রতেবেশীই না তিন দিকেই ভারত।অনের নদীর উৎস ভারত।সম্পর্ক ভালো রাখলে লাভ ছাড়া ক্ষতি নাই।

৭| ১৮ ই মে, ২০২৫ রাত ১১:৫৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: ভারত আমাদের উপরে অভিমান করেছে।

৮| ১৯ শে মে, ২০২৫ সকাল ১০:৫১

রাজীব নুর বলেছেন: আমাদের স্বার্থে ভারতের সাথে সুসম্পর্ক রাখতে হবে।

৯| ০২ রা আগস্ট, ২০২৫ সকাল ৮:০০

ইসলামী জ্ঞান বলেছেন: এটা হৃদয়ের সম্পর্ক নয়

১০| ০২ রা আগস্ট, ২০২৫ সকাল ৯:৩২

কিরকুট বলেছেন: পরিষ্কার শুনুন। ইউনুসের সেই সাহস নাই ভারত কে চটিয়ে টিকে থাকবে। যা দেখছেন ওটা চিড়িয়াখানার বাঘের গর্জন। এক দুইটা হাড্ডি পাতে পরলেই সব ঠান্ডা।

সম্পর্ক আগের মতোই আছে। আগে দিনের বেলা চোখ খুলে রাখতো এখন চোখ বুজে রাখে। ব্যাস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.