নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে পছন্দ করি।\n\"ধ্বংসের মাঝে বেঁচে আছি আমি\"

তৌফিক ফেরদৌস

তৌফিক ফেরদৌস › বিস্তারিত পোস্টঃ

আসুন সময় থাকতে বাংলিশ বর্জন করি

১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৮


ধর্ষণ। অতি পরিচিত একটি শব্দ। আমরা সবাই নিজেদের মতো করে ধর্ষক। বর্তমানের ডিজিটাল ধর্ষণের নাম অন্য ভাষায় বাংলা লেখা। সহজ ভাষায় বলতে গেলে ইংরেজিতে বাংলা লেখা। এমন তো না যে বাংলা লেখা খুব খুবই কঠিন। আর কতকাল এভাবে বাংলার মান সম্মান ডুবাবো। দেশে যখন বাঘা বাঘা ডেভেলপাররা বাংলা কে সহজ করার জন্য লেগে আছে, আর একই সময়ে আমরা ইংরেজতে বাংলা লিখতে ব্যস্ত। রিদ্মিক, মায়াবী, বিজয়ের মতো অ্যাপ থাকতে বাংলা লিখতে কোথায় সমস্যা বুঝি না। অনেকে বলে বাংলা লিখতে কঠিন। ইচ্ছে থাকলে উপায় হয়। অভ্র আছে কিসের জন্যে। আসুন নিজেকে বদলাই। অনলাইনে ইংরেজিতে বাংলা লিখে বাংলাকে আর গনধর্ষণ না করি। যদি কেউ আমাকে জিজ্ঞেস করে আপনি কেন বাংলা লিখেন তখন আমি গর্বের সাথে বলি বাংলা আমার মাতৃভাষা। গর্বিত বাঙালি হয়ে জন্মেছি বলে। আরেক বার বলতে হয়
"সাত কোটি সন্তানেরে হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করো নি।"
#TFC

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২১

বিজন রয় বলেছেন: তাই হোক।

২| ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৫

ওলে ওলে বলেছেন: অবশেষে আবুল হায়াতের দ্বিতীয় বিয়ের ব্যাপারে মুখ খুললেন বাংলা সিনেমার মুকুটবিহীন সম্রাট প্রবীর মিত্র। গত ১৮ই মার্চ আবুল হায়াত গোপনে দ্বিতীয় বিবাহের কাজটি সম্পন্ন করেছিলেন। গোপন ক্যামেরায় তোলা সেসময়কার একটি সেলফি পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হলে আবুল হায়াতের এই কুকীর্তির কথা সবাই জেনে যায়। তবে এতদিন পর্যন্ত মোটামুটি চুপই ছিলেন মিডিয়া ব্যক্তিত্বরা।



এবার সেই ধারার ব্যতিক্রম হয়ে আবারো প্রবীর মিত্র জাগিয়ে তুললেন তার প্রতিবাদী কন্ঠস্বর। আবুল হায়াতের কট্টর সমালোচনা করে প্রবীর মিত্র বলেন, "আবুলটা আর আগের মত নেই। সে নষ্ট হয়ে গেছে। দুই মেয়ের মুখের দিকে তাকিয়ে সে একাজটা না করলেও পারত। ছিহ, ধিক্কার!"

এব্যাপারে আবুল হায়াতের সাথে যোগাযোগ করার জন্য তার ফোনে কয়েকটি মিসকল দেয়া হলেও তিনি কল ব্যাক করেননি। যতটুকু ধারণা করা হচ্ছে, তা থেকে বোঝা যায়, ক্যারিয়ার বাঁচাতেই মিডিয়ার কাছে আবুল হায়াতের এই ল‍ুকোচুরি !

আরও পড়ুন, চলে গেলেন আরজে সালমান

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.