নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এসো আমার সঙ্গে তুমিও কাঁদো

গ্রন্থ্কীট চয়ন

আমি নিজেই পৃথিবীতে আনতে পারি অনাবিল শান্তির আকাশ। যদি আমি নিজে শান্ত হই। আমাকে নিয়েই পৃথিবী। আমার চোখেই পৃথিবীর সৌন্দর্য। তাহলে সুন্দর হব না কেন? সাহিত্যে ডুবে যেতে ভাল লাগে। মাঝে মাঝে ডুবে যাই, মাঝে মাঝে লিখি।

গ্রন্থ্কীট চয়ন › বিস্তারিত পোস্টঃ

আমি আর আমার ছায়া

৩০ শে আগস্ট, ২০২২ সকাল ৭:২২

ঘুমিয়ে পড়া নিস্তদ্ধ রাতে, আলো আঁধারের চাদর জড়িয়ে।
থেমে যায় ব্যস্ততা থেমে যায় কোলাহল।
শুধু জ্বলে থাকে নিয়নের হলুদ বাতির ল্যাম্পপোস্ট।
আমিও এই হলুদ বাতির ল্যাম্পপোস্টের মতো আধো জ্বলে থাকা একজন মানুষ।
বহুদিনের পরিচিত এ পথের পথিক আমি
আমার কোনো সঙ্গী নাই পথ চলার --
এই প্রানহীন ইট পাথরের শহরে আমি নিয়ন বাতির মতো জ্বলে থাকা ল্যাম্পপোস্ট।
আমি একা - শেষ শক্তিটুকু হাতের মুঠোয় নিয়ে,
নিজেকে শহুরে প্রথার সাথে মানিয়ে চলার চেষ্টা করা।
এই শহরের পথেই গভীর রাতে আমার বাড়ি ফেরা।
পথ সঙ্গী বলতে, আমি আর আমার ছায়া।

চয়ন
১৫/৭/২২

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.