নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নিজেই পৃথিবীতে আনতে পারি অনাবিল শান্তির আকাশ। যদি আমি নিজে শান্ত হই। আমাকে নিয়েই পৃথিবী। আমার চোখেই পৃথিবীর সৌন্দর্য। তাহলে সুন্দর হব না কেন? সাহিত্যে ডুবে যেতে ভাল লাগে। মাঝে মাঝে ডুবে যাই, মাঝে মাঝে লিখি।
একটি পিচঢালা পথ ও কিছু বৃষ্টি কণা মাড়িয়ে,
আমি আমার ক্লান্ত বিকেল পেরিয়ে
এই একা আমি হেঁটে যাই হেঁটে যাই
সুদুর থেকে সুদুরে; অজানা কোনো জগতে।
কখনো না থামি শহুরে বন্দীশালা ভাঙ্গি,
এগিয়ে যাই নিজের মতো করে সেই বৃষ্টি ভেজা পিচঢালা পথে।
৩১ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:১৪
গ্রন্থ্কীট চয়ন বলেছেন: ভালবাসা নিবেন।
২| ৩১ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:১১
অমিত বিশ্বাস বলেছেন: সুন্দর! মাঝে মাঝে ভাবি এইরকম ভাবুক মানুষেরা যদি দেশ শাসনের নেতৃত্বে থাকত, তাহলে দেশ, দেশের মানুষ সবারই খুব উন্নতি হত!
৩১ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:১৩
গ্রন্থ্কীট চয়ন বলেছেন: ধন্যবাদ আর ভালবাসা নিবেন। দেশ শাসনের নেতৃত্বে থাকতে চাই না, থাকতে চাই সাহিত্যের ভিতর।
©somewhere in net ltd.
১| ৩১ শে আগস্ট, ২০২২ সকাল ১১:৪০
অক্পটে বলেছেন: আর একটু লিখলেন না। ভাল লাগছিল।