নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নিজেই পৃথিবীতে আনতে পারি অনাবিল শান্তির আকাশ। যদি আমি নিজে শান্ত হই। আমাকে নিয়েই পৃথিবী। আমার চোখেই পৃথিবীর সৌন্দর্য। তাহলে সুন্দর হব না কেন? সাহিত্যে ডুবে যেতে ভাল লাগে। মাঝে মাঝে ডুবে যাই, মাঝে মাঝে লিখি।
শুনছো, এই শুনছো, কেমন আছো?
হুম- বেঁচে আছি জীবিতমৃতের মত করে।
আমি তো ভাবলাম- তুমি মরেই গেছো?
সে রকমই মৃত প্রায় জরাজীর্নভাবে।
শত চেষ্টা করেও জীবন্ত হতে পারছি না -
বাধর্ক্য এসেছে শরীরে হয়তো।
বাদ দাও তো আমার কথা- তোমার কথা বলো?
হা! হা! আমার আবার কোনো কথা আছে নাকি?
আমি তো সেই কবে থেকে বার্ধক্যে শয্যাগত।
তোমার ভালবাসাতে একটু সজীব, জীবন্ত হতে চেয়েছিলাম -
কিন্তু হায়! তুমি, তুমি আমাকে জীবন্ত করলে ঠিকই-
কিন্তু পরক্ষনে হারিয়ে গেলে কোন পাথারে।
আমি জীবন্ত হয়ে অপেক্ষা করতে করতে নিঃশেষ হতে হতে আবার বার্ধক্যে শয্যাগত হলাম।
আর এখন তুমি এলে?
কি হবে এখন বলো- তুমি তো নিজেই বার্ধক্যে নিঃশেষ।
তুমি আসলে জানোই না ভালবাসা কি?
জরাজীর্ন শরীর নিয়েও ভালবাসা যায়, এই বাধর্ক্য ও দুর করা যায় ভালবাসায়।
তাই- তবে চলো দুজন বার্ধক্য জয় করে আবার ভালবাসায় জীবন্ত হয়ে উঠি।
কথা দিচ্চি যদি জীবন্ত হয়ে উঠতে পারি তবে, আজীবন তোমার ভালবাসার হাত ধরে জীবন্ত থাকবো।
©somewhere in net ltd.