নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নিজেই পৃথিবীতে আনতে পারি অনাবিল শান্তির আকাশ। যদি আমি নিজে শান্ত হই। আমাকে নিয়েই পৃথিবী। আমার চোখেই পৃথিবীর সৌন্দর্য। তাহলে সুন্দর হব না কেন? সাহিত্যে ডুবে যেতে ভাল লাগে। মাঝে মাঝে ডুবে যাই, মাঝে মাঝে লিখি।
তোমার অবহেলা আমার হৃদয়ের সজীব গাছকে মেরে ফেলেছে,
তুমি আবার আমায় ভালবাসতে শুরু করো-
দেখবে আমার হৃদয়ের মরা গাছে, আবার কচি কচি সজীব পাতা বের হবে।
তুমি আবার আমায় ভালবাসতে শুরু করো।
০৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৪৯
গ্রন্থ্কীট চয়ন বলেছেন: ধন্যবাদ এবং ভালবাসা অবিরাম।
২| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:০০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনাকে ব্লগে স্বাগতম। আশা করব, প্রথম পাতায় লেখা সুযোগকে আপনি সঠিকভাবে কাজে লাগাবেন।
কবিতাটা মন্দ নয়! চালিয়ে যান।
০৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৫০
গ্রন্থ্কীট চয়ন বলেছেন: ধন্যবাদ আর ভালবাসা নিবেন
৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১:৩১
রাইসুল সাগর বলেছেন: ভালোবাসার মানুষ পেয়ে যান, সজীবতা আসুক জীবনে, শুভকামনা।
©somewhere in net ltd.
১| ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:২৯
মরুভূমির জলদস্যু বলেছেন: আপনাকে ব্লগে স্বাগতম।
অন্যদের পোস্ট দেখুন-পড়ুন-মন্তব্য করোন।
দ্রুতই তাহলে প্রথম পাতায় আপনার পোস্ট প্রকাশ পাবে।