নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এসো আমার সঙ্গে তুমিও কাঁদো

গ্রন্থ্কীট চয়ন

আমি নিজেই পৃথিবীতে আনতে পারি অনাবিল শান্তির আকাশ। যদি আমি নিজে শান্ত হই। আমাকে নিয়েই পৃথিবী। আমার চোখেই পৃথিবীর সৌন্দর্য। তাহলে সুন্দর হব না কেন? সাহিত্যে ডুবে যেতে ভাল লাগে। মাঝে মাঝে ডুবে যাই, মাঝে মাঝে লিখি।

গ্রন্থ্কীট চয়ন › বিস্তারিত পোস্টঃ

বসন্তে বৃষ্টি

২৬ শে মার্চ, ২০২৩ বিকাল ৪:৫৭

বৃষ্টি হচ্ছে কখোনো জোরে কখনো আস্তে। সেই সাথে বাতাস।
মাঝে মাঝে বাতাসের ধাক্কায় বৃষ্টির কণা গুলো আর ছোটো ছোটো হয়ে ভেঙে বাতাসের সাথেই উড়ে যাচ্ছে, বড় সুন্দর সে দৃশ্য।

একটা কাক মেহগনির গাছের ডালে বসে কা কা বলে ডাকছে আর ডানা ঝাপটাচ্ছে। কাকের ডাকে বৃষ্টিতে বাসায় না ফেরার ব্যকুলতা প্রকাশ পাচ্ছে।

কয়েকটা হাঁস নদীর জলে সাঁতার কাটছে। তাদের মনে খুব আনন্দ। এমনিতেই তারা নদীতে তারউপর বৃষ্টি তাদের জলে ছলছলানির খেলা আরও বাড়িয়ে দিচ্ছে।

কয়েকটা ছেলে মেয়ে উটানের বৃষ্টিতে ভিজতেছে। আকাশের দিকে তাকিয়ে হা করে বৃষ্টির ফোঁটা কে খেতে পারে এই খেলায় মত্ত্ব। আমার ও খুব ইচ্ছা করছে তাদের মতো দুরন্তপনায় মেতে বৃষ্টিতে ভিজি।

আমি শুধু দেখেই যাই বৃষ্টি কতো মনোরম। আমি জানলায় হাত বাড়িয়ে বৃষ্টির কনাগুলোকে আহ্বান জানাই। ওরা আমার ডাকে সাড়া দেয়। এক ফোঁটা দু ফোঁটা করে বৃষ্টি জমা হতে হতে পুরো হাত ভরে যায়। আমি এবার দুহাত পেতে বৃষ্টি নিয়ে মুখে লাগাই। মনের সব কালিমা মনে হলো ধুয়ে নিলাম বসন্তের বৃষ্টিতে।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০২৩ বিকাল ৫:০৫

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আরেহ চয়নদা আপনি এখন ব্লগেও ? বাহ্ বাহ্ দারুণ লাগছে !!

২| ২৬ শে মার্চ, ২০২৩ বিকাল ৫:০৯

রানার ব্লগ বলেছেন: হাত বাড়ালেই বৃষ্টি তার দিসা পরিবর্তন করে। আমি কি তবে পাপী?!

৩| ২৬ শে মার্চ, ২০২৩ বিকাল ৫:২২

গ্রন্থ্কীট চয়ন বলেছেন: বৃষ্টিকে প্রশ্ন করুন তবে?

৪| ২৬ শে মার্চ, ২০২৩ বিকাল ৫:২৩

গ্রন্থ্কীট চয়ন বলেছেন: এখানেই থাকতে চাই।

৫| ২৬ শে মার্চ, ২০২৩ বিকাল ৫:৩২

শূন্য সারমর্ম বলেছেন:


বৃষ্টি পছন্দ করে না, এমন মানুুষ নেই।

৬| ২৬ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:০২

সোনাগাজী বলেছেন:



বৃষ্টি নিয়ে যত লেখা পড়েছি, আপনার লেখাটাকে দুর্বল মনে হচ্ছে!

৭| ২৬ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:৫২

গ্রন্থ্কীট চয়ন বলেছেন: হুম দূর্বল। অতি সাধারন লেখা।

৮| ২৭ শে মার্চ, ২০২৩ রাত ১০:৫৩

রাজীব নুর বলেছেন: এটা লিখে আসলে আপনি আবেগটুকু ধরে রাখলেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.