নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নিজেই পৃথিবীতে আনতে পারি অনাবিল শান্তির আকাশ। যদি আমি নিজে শান্ত হই। আমাকে নিয়েই পৃথিবী। আমার চোখেই পৃথিবীর সৌন্দর্য। তাহলে সুন্দর হব না কেন? সাহিত্যে ডুবে যেতে ভাল লাগে। মাঝে মাঝে ডুবে যাই, মাঝে মাঝে লিখি।
সপ্নগামী আমরা,
বিভীষিকা আমরা,
নবীন প্রবীন আমরা।
অনুগত্যের শেষ প্রান্ত আমরা,
নিরবতার প্রহরী আমরা,
আগুনের গোলক ধাঁধা আমরা।
প্রাণের আহ্বানের উদ্যম আমরা,
জাগ্রত সৈনিক আমরা,
কলতানের বিদ্রোহ আমরা।
সাগরের বুকে হাঙ্গর আমরা,
মহাপ্রয়াণে অনুভূতি আমরা,
মহা জাগরণে সাম্যবাদী আমরা।
মহাপ্রলয়ে অগ্নিকুণ্ড আমরা,
শিশিরের ডাকে বর্ষা আমরা,
রুদ্র ললাটে সূর্য আমরা।
প্রভাতের নতুন জীবন আমরা,
মহা সংশয়ের সমাধান আমরা,
নারীর প্রেমে নিমজ্জিত আমরা।
বিরহের শেষ পুরুষ আমরা,
দায়িত্বের মূল শিখর আমরা,
উল্লাসের সমাগম আমরা।
রৌদ্রের প্রখরতা আমরা,
জোছনার প্রকাশ আমরা,
বক্ষ পাজরের সেই কোমল হৃদয় আমরা।
নব প্রাণের সংজ্ঞা আমরা,
পৃথিবীর শেষ যুবক আমরা,
বাকা চাঁদের আলো আমরা।
শেখর থেকে উন্মোচিত ছায়ানটের সেই বৃক্ষ আমরা,
নব পুলকিত আনন্দ আমরা,
জাতির শেষ পৃষ্ঠ আমরা।
নগরের ধূলো জমা সেই পথিক আমরা,
তীব্র যন্ত্রণায় কাতরতায় বেচেঁ থাকা প্রাণ আমরা,
অগ্নি বুকে ফুল্কি তোলা সেই মানব আমরা।
বিশ্বের স্বতন্ত্র সুর আমরা,
প্রতিটি গল্পের সূচনায় মহাবীর আমরা,
পৃথিবীর শ্রেষ্ঠ জীব আমরা!!
২| ২৭ শে মার্চ, ২০২৩ রাত ১০:৩৬
রাজীব নুর বলেছেন: প্রথম লাইনটা কি ঠিক আছে? বানান? স্বপ্ন হবে?
হ্যাঁ সব কিছু আমরা। দুর্নীতি, ধর্ষন, ইত্যাদি সমস্ত মন্দ কাজে।
©somewhere in net ltd.
১| ২৭ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি হ্যাঁ পৃথিবীতে আমরাই আমরা