নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নিজেই পৃথিবীতে আনতে পারি অনাবিল শান্তির আকাশ। যদি আমি নিজে শান্ত হই। আমাকে নিয়েই পৃথিবী। আমার চোখেই পৃথিবীর সৌন্দর্য। তাহলে সুন্দর হব না কেন? সাহিত্যে ডুবে যেতে ভাল লাগে। মাঝে মাঝে ডুবে যাই, মাঝে মাঝে লিখি।
সমুদ্রতীরের শান্ত সৌন্দর্য্যের পাথারে আঁখি ডুবিয়ে বসে আছি একা একা। আমার সামনে বিশাল সমুদ্র। অপরিসীম তার সৌন্দর্য্য। কিন্তু আমি সে সৌন্দর্য্য উপভোগ করতে পারছি না।
সমুদ্রতীর আর সমুদ্রের সৌন্দর্য্য উপেক্ষা করে আমি উপলব্ধি করছি জগতে কোথাও কোনো নির্মল আনন্দ নেই, কোথাও একটু ভালবাসা নেই, আলো নেই, শান্তি নেই। জগত হলো একটা অন্ধকারের রাজত্ব যেখানে প্রতিনিয়ত চলছে দুর্বোধ্য লড়াই আর সংগ্রাম। আমরা বাস করছি এক অন্ধকার যুদ্ধক্ষেত্রে। এখানে মিথ্যা যুদ্ধের সংকেতে, সংশয়ে তাড়িত অজ্ঞ সৈন্যরা রাত্রিতে যুদ্ধে নামে। অন্ধকারের ভিতর চলছে অজ্ঞতার হানাহানি।
২| ১৩ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৩:০৪
রাজীব নুর বলেছেন: হুম।
©somewhere in net ltd.
১| ১৩ ই এপ্রিল, ২০২৩ ভোর ৫:১৬
জগতারন বলেছেন:
সহমর্মিতা জানাচ্ছি।