নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এসো আমার সঙ্গে তুমিও কাঁদো

গ্রন্থ্কীট চয়ন

আমি নিজেই পৃথিবীতে আনতে পারি অনাবিল শান্তির আকাশ। যদি আমি নিজে শান্ত হই। আমাকে নিয়েই পৃথিবী। আমার চোখেই পৃথিবীর সৌন্দর্য। তাহলে সুন্দর হব না কেন? সাহিত্যে ডুবে যেতে ভাল লাগে। মাঝে মাঝে ডুবে যাই, মাঝে মাঝে লিখি।

গ্রন্থ্কীট চয়ন › বিস্তারিত পোস্টঃ

স্মৃতিচারণ

১৬ ই মে, ২০২৩ দুপুর ১:৪৭



৯০ সালের শেষ আর ২০ সালের শুরুর দিনগুলো ছিল খুবই সাদামাটা। বিদ্যুৎ ছিল না ঘরে ঘরে। আলোর জন্য সবার ঘরে শোভা পেতো হেরিকেন আর মেটে লম্প বা কুপি।
মা শীতের সকালে আর সন্ধ্যায় রান্না ঘরের বাইরে মাটির চুলায় রান্না করতো। সন্ধ্যায় রান্না করলে চুলার পাশে লম্প বা কুফি জালিয়ে রাখতো। চারদিকে বিদ্যুৎ এর কৃত্তিম আলো নেই তার বদলে কেরোসিন ল্যাম্পের আলো এক মোহময় পরিবেশ সৃষ্টি করতো।

তখন ভাত রান্না হতো মাটির হাঁড়িতে। একটা শরা বা ঢাকনা দিয়ে হাড়ি ঢেকে দিয়ে চুলায় আগুন দেয়া হতো। আগুনের জন্য চুলায় দেয়া হতো নাড়া, গবরের লাকড়ি আর তুষ। আগুনের তাপে ভাতের হাঁড়ি থেকে জল বাস্প আর ফ্যানা হয়ে বুঁদ বুঁদ আকারে বের হতো। মা তখন সরা টা উল্টিয়ে কাঁত করে দিতো হাড়ির মুখে। ভাতের ফ্যান বুঁদ বুঁদ আকারে সরাতে জমা হতো, আর মা সেটা মাঝে মাঝে গামলায় সংগ্রহ করতো। আমি চুলার পাশে বসে দেখতাম সে দৃশ্য। কত সুন্দর ছিল সে দৃশ্য বলে বোঝানো যাবে না। ফ্যান তেরী হচ্ছে তো হচ্ছেই, একটার সাথে আর একটা বুঁদ বুঁদ মিশামিশি করে তেরী হয়ে কাত করা শরাতে এসে বিলীন হয়ে যাচ্ছে। মা মাঝে মাঝে সংগ্রহ করা ফ্যানে লবন দিয়ে বলতো এই নে ফ্যান খেয়ে দেখ। আমি কোনো রকম কিছু না ভেবে খেয়ে ফেলতাম। বড়ই মধুর ছিল সে দিনগুলো।

আজ বাসায় কারেন্ট ছিল না৷ রাতে হাঁড়িতে ভাত তুলে দিয়ে বসে আছি। একটু পর ভাতের হাঁরিতে ফেনা তৈরী হয়ে বুঁদ বুঁদ হয়ে বের হচ্ছে। আমি একদৃষ্টিতে তাকিয়ে আছি বুঁদ বুঁদ হয়ে তৈরী হওয়া ফেনার দিকে। চোখের সামনে ভেসে উঠলো সেই সময়কার স্মৃতি। তখনকার দিনগুলো ছিল সত্যি মধুর। আধুনিকতা ছিল না তখন ছিল সরলতা। মানুষের ব্যবহারে কৃত্তিমতা ছিল না, ছিল মমতামাখা।

মন্তব্য ৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই মে, ২০২৩ বিকাল ৩:৩২

শাওন আহমাদ বলেছেন: আহা সময়! ভাইয়া আমি চোখের সামনে সব দেখতে পাচ্ছিলাম, আমার গায়ে শিহরণ দিয়ে উঠেছে। আপনার জন্য শুভ কামনা।

২| ১৬ ই মে, ২০২৩ বিকাল ৪:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমাদের মধুময় দিন আহা
ভালো লাগলো স্মৃতিচারণ

৩| ১৬ ই মে, ২০২৩ সন্ধ্যা ৭:২১

শেরজা তপন বলেছেন: আফসোস করলেই কষ্টই বাড়বে শুধু :(

৪| ১৬ ই মে, ২০২৩ রাত ১০:২০

রাজীব নুর বলেছেন: অতীতের সৃতি মানুষকে বাঁচিয়ে রাখে।

৫| ১৭ ই মে, ২০২৩ রাত ৩:০০

নাহল তরকারি বলেছেন: বৃষ্টির দিনে হারিকেন থেকে কেরাসিনে যে গন্ধ আসতো..... সেটা আপনার কাছে কেমন লাগতো?

৬| ২৩ শে জুন, ২০২৪ রাত ১১:৫৫

খায়রুল আহসান বলেছেন: শাওন আহমাদ বলেছেন: "ভাইয়া আমি চোখের সামনে সব দেখতে পাচ্ছিলাম, আমার গায়ে শিহরণ দিয়ে উঠেছে - আমিও, আমারও!
উনুনে মাটির হাঁড়িতে ভাত উঠিয়ে দিয়ে মাঝে মাঝে এসে হাঁড়ির উপরে কাত করে রাখা ঢাকনি থেকে ফ্যান সংগ্রহ করে তা ফেলে দেওয়া এবং পুনরায় হাঁড়িতে রেখে যাওয়ার কল্পিত দৃশ্যটির সাথে মা, খালা, নানীর চেহারাটা চোখের সামনে ভেসে উঠলো!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.