নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নিজেই পৃথিবীতে আনতে পারি অনাবিল শান্তির আকাশ। যদি আমি নিজে শান্ত হই। আমাকে নিয়েই পৃথিবী। আমার চোখেই পৃথিবীর সৌন্দর্য। তাহলে সুন্দর হব না কেন? সাহিত্যে ডুবে যেতে ভাল লাগে। মাঝে মাঝে ডুবে যাই, মাঝে মাঝে লিখি।
হৃদয়ে প্রেম আছে আমার, দেখো
এসো, ভালবাসো।
হাত ধরো।
শ্রাবনের এই কাতর বৃষ্টি সব কিছু ভিজিয়ে দিলে,
রেইনকোট ছুড়ে ফেলে দিয়ে,
শ্রাবনের বৃষ্টির মাঝে, তীব্রতর চুমু খেতে খেতে
বজ্রাঘাতে মরে যাই এসো
মরে যাই আসো।
২| ২০ শে জুলাই, ২০২৩ সকাল ১০:৫৬
বাকপ্রবাস বলেছেন: ডুবেডুবে মরেমরে ভেসে উঠুন কবি
আমরা শুধু দেখে যাই প্রেমাক্ত ছবি
৩| ২০ শে জুলাই, ২০২৩ দুপুর ২:৫৭
রাজীব নুর বলেছেন: বাহ সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১| ২০ শে জুলাই, ২০২৩ সকাল ১০:১৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: মরতে হবে কেন