| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য মিথ্যার মিশেলে গড়া এ পৃথিবীর
অসীম শুন্যতার মিছিলে, শুন্যতাকে ঢাকতে,
কেবল শূন্যই এ গিয়ে যাচ্ছে সম্মুখ সমরে।
কেবল একটা একের আশায় সয়ে যাচ্ছি,
আর আকঁড়ে ধরছি, শুন্যতা হতে অসীম শুন্যতাকে।
আপেক্ষিকতার মিছিলে, যখন চলমান শুন্য এক হয়ে ওঠে,
আবার স্বপ্ন ভংগ করে আমার অথবা আমাদের সকলের
ক্রমশ নেশার ঘোরে আরো নেশার্ত হতে ছুটে যাই শুন্যতেই।
কখনো ঘোরে কেটে যায়, অবুও অপেক্ষার ভোর আর আসে না।
নেশার্ত পান্ডুর নিয়ে নেফারদিতির ম্লান চোখ স্বরণে এনে একদিন,
সবই মিশে যায় শুন্যতে , হয়তো শুন্যের আড়ালে শুন্যস্থান ঘোচাতে।
কেবল একটা একের আশায় সব সব সব কিছু সয়ে যাচ্ছি,
আর ক্রমশ আকঁড়ে ধরছি, শুন্যতা হতে অসীম শুন্যতাকে,
তথাপি, নির্জলা বেগুনী অন্ধকারকে, অথবা ক্রুর অন্ধত্বকে।
২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৭
ফ্রাঙ্কেস্টাইন বলেছেন: শুন্যের সাথে এক এর কথাও আছে, বাইনারি ক্যালকুলেশন
২|
২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১:১১
বাসুরী বাসীয়ালা বলেছেন: ভালো লাগলো ++
হারিয়ে যাচ্ছি শুন্যতা হতে অসীম শুন্যতায় মিলিয়ে যাচ্ছি।
২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১:২৫
ফ্রাঙ্কেস্টাইন বলেছেন: ধন্যবাদ দাদা, ভালো থাকবেন।
৩|
২০ শে অক্টোবর, ২০১৩ সকাল ৭:৪২
মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালো লাগলো
২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১:২৫
ফ্রাঙ্কেস্টাইন বলেছেন: ধন্যবাদ
৪|
২০ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:০৪
একজন আরমান বলেছেন:
আমি আবারও মুগ্ধ চেদা।
২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১:২৬
ফ্রাঙ্কেস্টাইন বলেছেন: দাদা, কবিতা আমার হয় না।
৫|
২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৫
কান্ডারি অথর্ব বলেছেন:
চে তুমি দেখছি সাংঘাতিক রকমের একজন কবি। যা লিখছ সত্যি মুগ্ধ করছে।
২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১:২৯
ফ্রাঙ্কেস্টাইন বলেছেন: ধন্যবাদ, দাদা কবিতা পোড়ায়, কাউকে সোনা বানায়, আবার কাউকে শুধুই ছাই
৬|
২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৫
বশর সিদ্দিকী বলেছেন: অসীম শুন্যতার মিছিলে, শুন্যতাকে ঢাকতে,
কেবল শূন্যই এ গিয়ে যাচ্ছে সম্মুখ সমরে
ভাল লাগল।
২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৩০
ফ্রাঙ্কেস্টাইন বলেছেন: ধন্যবাদ
৭|
২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন:
আপেক্ষিকতার মিছিলে, যখন চলমান শুন্য এক হয়ে ওঠে,
আবার স্বপ্ন ভংগ করে আমার অথবা আমাদের সকলের
ক্রমশ নেশার ঘোরে আরো নেশার্ত হতে ছুটে যাই শুন্যতেই।
কখনো ঘোরে কেটে যায়, অবুও অপেক্ষার ভোর আর আসে না।
নেশার্ত পান্ডুর নিয়ে নেফারদিতির ম্লান চোখ স্বরণে এনে একদিন,
সবই মিশে যায় শুন্যতে , হয়তো শুন্যের আড়ালে শুন্যস্থান ঘোচাতে।
কেবল একটা একের আশায় সব সব সব কিছু সয়ে যাচ্ছি,
আর ক্রমশ আকঁড়ে ধরছি, শুন্যতা হতে অসীম শুন্যতাকে,
তথাপি, নির্জলা বেগুনী অন্ধকারকে, অথবা ক্রুর অন্ধত্বকে।
দারুন হইছে চে!!! তোকে নিয়মিত দেখে ভালো লাগছে!
২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৩২
ফ্রাঙ্কেস্টাইন বলেছেন: ধন্যবাদ দাদা, চেষ্টা করছি আবার লিখতে। কিন্তু কি লিখবো? যে লিখা কারো দরজায় কড়া নাড়তে না পারে তার মূল্য কোথায়?
৮|
২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপেক্ষিকতার মিছিলে, যখন চলমান শুন্য এক হয়ে ওঠে,
আবার স্বপ্ন ভংগ করে আমার অথবা আমাদের সকলের
ক্রমশ নেশার ঘোরে আরো নেশার্ত হতে ছুটে যাই শুন্যতেই।
কখনো ঘোরে কেটে যায়, অবুও অপেক্ষার ভোর আর আসে না।
খুব ভালো লাগলো, এই অংশটুকু সত্যিই দারুন!
২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৩৩
ফ্রাঙ্কেস্টাইন বলেছেন: ধন্যবাদ দাদা, আপনাদের এ্যপ্রিসিয়েশন গুলোই আমার সামনের পাথেয়
৯|
২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৫
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।
২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৩৩
ফ্রাঙ্কেস্টাইন বলেছেন: ধন্যবাদ
১০|
২০ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬
পিয়ালী দও বলেছেন: পড়ে ভালো লাগলো.....।
২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৩৩
ফ্রাঙ্কেস্টাইন বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:২৭
জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: শুন্য কিন্তু একটা জোড় সংখ্যা।
কবিতা সুন্দর হইসে।