![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন তুমি স্বাধীনতার জন্য। যতক্ষণ দেহে আছে প্রাণ, আমাকে ছুতে পারবেন পরাধীনতা ঘ্রাণ।
আওয়ামী লীগ জাতীয় নির্বাচনের আগে ফ্রিটেষ্ট পরীক্ষা অর্থাত সিটি করপোরেশন নির্বাচন নামক ফ্রিটেষ্ট পরীক্ষায় ফেইল মারছে!!! ফাইনালের জন্য ব্যাপক প্রস্তুতি দরকার। কিন্তু ভরই আপসোসের বিষয় সময় নাই। লালন সাইঁজি কি আর সাধে সুর ধরেছিলেন " সময় গেলে সাধন হবে না"
সাধু দরবেশ, কালো বিড়াল, বাম এই এন্টিভায়োটিক গুলো অতিরিক্ত সেবন করতে করতে আওয়ামী লীগের রাজনীতিতে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছে। যার ফলাফল এই সিটি করপোরেশন নির্বাচন।
কথা নয় কাজে বিশ্বাসী হন, জনগণের কথার মূল্য দেন। আগামী দিনে সুফল পাবেন।
২| ১৬ ই জুন, ২০১৩ রাত ৮:২২
আহলান বলেছেন: বাস্তবতা বিবর্জিত হলে যা হয়।
©somewhere in net ltd.
১|
১৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
সেমিবস বলেছেন: এইসব হইল কালোবিড়াল আর দেশপ্রেমিকের মর্যাদার দান!!