নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হাল ছাড়ব না, এত সহজে হেরেও যাব না।

বিশ্ব চিন্তাবিদ

জীবন তুমি স্বাধীনতার জন্য। যতক্ষণ দেহে আছে প্রাণ, আমাকে ছুতে পারবেন পরাধীনতা ঘ্রাণ।

বিশ্ব চিন্তাবিদ › বিস্তারিত পোস্টঃ

মিষ্টি মুখ করেন। ৩০০ আসনের মধ্যে ইতিমধ্যে ৯৩ আসনে আওয়ামী লীগ পাশ। তোরা কে কোথায় আছিস তাড়াতাড়ি আয়, আওয়ামী লীগের জনপ্রিয়তার জোয়ারে দেশ ডুবে যাচ্ছে। তাড়াতাড়ি নৌকায় উঠ।

১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৮

কিছুক্ষণ আগে টিভির খবরে দেখলাম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ইতিমধ্যে ৯৩ আসনে পাশ দিয়ে ফেলেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় (প্রতিদ্বন্দ্বি থাকলে না প্রতিদ্বন্দ্বিতা হবে)। এই ৯৩ জনের মধ্যে আবার আওয়ামী লীগে গজিয়ে উঠা আগাছা পরগাছাও আছে। সুতরাং এই খুশির খবরে আপনারা সবাই মিষ্টি মুখ করেন। দিন দিন আওয়ামী লীগের জনপ্রিয়তা কিরাম করে বাড়তেছে তা নির্বাচনের আগেই বুঝা যাচ্ছে। ৩০০ আসনের মধ্যে ইতিমধ্যে ৯৩ আসনে আওয়ামী লীগ পাশ দিছে। আওয়ামী লীগের জনপ্রিয়তার জোয়াড় সবে মাত্র শুরু হইছে। সুতরাং কে কোথায় আছিস তাড়াতাড়ি নৌ্কায় উঠ। আও্য়ামী লীগের জনপ্রিয়তার জোয়ারে দেশ আজ ডুইবা যাইতেছে। বাচঁতে হলে জানতে হবে, আওয়ামী লীগের জনপ্রিয়তার জোয়ারে দেশ ডুবার আগে নৌকায় চড়তে হবে।



বি: দ্র:

ঠাই নাই ঠাই আমার এ বিশাল তরি

আগাছা পরগাছায় গিয়েছে ভরি, আওয়ামী লীগের এ বিশাল তরি।










মন্তব্য ৪৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৪৭) মন্তব্য লিখুন

১| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৩

কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: "ঠাই নাই ঠাই আমার এ বিশাল তরি
আগাছা পরগাছায় গিয়েছে ভরি, আওয়ামী লীগের এ বিশাল তরি"

প্যারোডি পছন্দ হয়ছে।

১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০১

বিশ্ব চিন্তাবিদ বলেছেন: ধন্যবাদ।

২| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৫

মোঃ আনারুল ইসলাম বলেছেন: লেটেস্ট খবর ১০২ আসনে আওয়ামী লীগ পাশ।

১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০২

বিশ্ব চিন্তাবিদ বলেছেন: লেটেস্ট খবর ১০৪। লেটেস্টের আরো লেটেস্ট আছে। ওয়েট এন্ড সী। ধন্যবাদ

৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৭

ইনফা_অল বলেছেন: আপনি পিছিয়ে আছেন ১০৪ জন অলরেডি পাস

১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১০

বিশ্ব চিন্তাবিদ বলেছেন: আপনেও পিছিয়ে আছেন। ঐ দেখেন : মোঃ আনারুল ইসলাম বলেছেন: আরও লেটেস্ট খবর ১০৯ আসনে আওয়ামী লীগ পাশ।

আসলে আওয়ামী লীগের জনপ্রিয়তার কাছে আমরা দৌড়াইয়া আগাইতে পারছিনা।

৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৪

মোঃ আনারুল ইসলাম বলেছেন: আরও লেটেস্ট খবর ১০৯ আসনে আওয়ামী লীগ পাশ।

১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১১

বিশ্ব চিন্তাবিদ বলেছেন: ধন্যবাদ আপডেট দেওয়ার জন্য।

৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৫

সালটু বলেছেন: ১৯৭২ সালে নাকি পরীক্ষায় অটো পাশ দিছিল এইবার ইলিকসনে অটো পাশ, কি মজা।

১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৩

বিশ্ব চিন্তাবিদ বলেছেন: ভাই আমরা জন্ম ঐ সময় হয় নাই। তাই ঐ খবর পড়তে পারি নাই। এরপরেও আরেকটা বাকশাল না কি জানি হইছিল হেইটাও দেখি নাই। তবে এইবার দেখছি।

৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৮

মিতক্ষরা বলেছেন: পত্রিকায় দেখলাম ১০২টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচিত হয়েছেন। তার মানে সেসব এলাকায় ভোট নেবার দরকার নেই। এভাবে নির্বাচনী অর্থ সাশ্রয় করার জন্য আওয়ামী লীগকে ধন্যবাদ।

১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৫

বিশ্ব চিন্তাবিদ বলেছেন: অবশ্যই ধন্যবাদ। আওয়ামী লীগের মত দেশপ্রেমিক রাজনীতিক দল বিশ্বের আর দ্বিতীয়টিও নেই। গ্রীনিস বিনিস যত বুক আছে, সব বুকেই আওয়ামী লীগের নাম স্বর্ণাক্ষরে সীল মারা থাকব।

৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৯

কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: "১৪ ডিসেম্বর বিগ্রেড অব ফ্রিডম ফাইটার" এটার মানে জানেন?
এটার মানে হলো পাকি কুকুর গুলা যখন পালাচ্ছিলো, তখন মুরগী শাহরিয়ার, ডান্ডি মামুন আরও অনেকের মত ভেরুয়ার দল বড় বড় ফ্রিডম ফাইটার সেজে বসে আছে। এদের যখন প্রশ্ন করবেন আপনার কমান্ডিং অফিসার কে ছিলো, বা কোথায় কোথায় ফাইট করেছেন, কে কে সাথে ছিলো, উত্তর পাবেন ব্লা ব্লা............ অথবা এমন ইমাজিনারী যায়গার যেখানে সে ছাড়া আর সবাই মারা গেছিলো। এ এক আজব তামশা।
এর মাঝে "১৪ ডিসেম্বর বিগ্রেড অব ফ্রিডম ফাইটার" দের ভাব শিষ্যরা কত জন??

১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৭

বিশ্ব চিন্তাবিদ বলেছেন: ভাই আমি মুখ্য শুখ্য মানুষ, আপনার প্যাচমারা কথা বুঝলাম না?????

৮| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১০

সালটু বলেছেন: খামাখা ইলিকসন করার দরকার কি, দ্যাশের টেকা নষ্ট, যে কয়টায় উনাদের বিপরীতে আছে, তাগরে মাম্লা-রিমান্ড দিয়া সরাইয়া দিলেই হয়। আমাগো আর কষ্ট করে ভোট কেন্দ্রে যাওন লাগবো না।

১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৭

বিশ্ব চিন্তাবিদ বলেছেন: হক কথা।

৯| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৭

সালটু বলেছেন: তখন একটা কথা প্রচলিত ছিল " বাহাত্তুইরা ম্যাট্রিক"। এইবার কি যে কইব?

১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২১

বিশ্ব চিন্তাবিদ বলেছেন: এইবার কইব ওহ চুদ্দ নম্বর নির্বাচইন্ন্যা!!!! কারণ সামনে তো ২০১৪

১০| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৩

বিখ্যাত লোক বলেছেন:

১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৫

বিশ্ব চিন্তাবিদ বলেছেন: লাদেন না মি. বিন। মারহাবা

১১| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৩

সালটু বলেছেন: মজা পাইলাম, আরাম হইল। "চুদ্দ এমপি" থেকে আবার কেও বিকৃত করে 'চ' এর অপ ব্যাবহার না করে।

১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৭

বিশ্ব চিন্তাবিদ বলেছেন: ইহা সংবিধিবদ্ধ সর্তকীকরণ। বাংলাদেশ আওয়ামী লীগ বাদে কেউই এই "চ" এর অপব্যবহার করতে পারবেন না।

১২| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৫

ল্যাপটপ কম্পিউটার বলেছেন: সালটু বলেছেন:
খামাখা ইলিকসন করার
দরকার কি, দ্যাশের
টেকা নষ্ট, যে কয়টায়
উনাদের বিপরীতে আছে,
তাগরে মাম্লা-রিমান্ড
দিয়া সরাইয়া দিলেই হয়।
আমাগো আর কষ্ট
করে ভোট কেন্দ্রে যাওন লাগবো না।

১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৮

বিশ্ব চিন্তাবিদ বলেছেন: নিজে কিছু কর। বাংলালিংক

১৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৮

খন্দকার আরাফাত বলেছেন: বাহ ! খুব সুন্দর নিউজ

১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪১

বিশ্ব চিন্তাবিদ বলেছেন: আওয়ামী লীগের কাজ কারবার। সুন্দর না হইয়া যায় কোনায়। আবার জিগায়!!!!

১৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪২

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: আচ্ছা অটোপাশের সাংসদরা কি জনগনের প্রতিনিধিত্বকারী?

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৪

বিশ্ব চিন্তাবিদ বলেছেন: অবশ্যই না। তারা আওয়ামী লীগের প্রতিনিধিত্বকারী। ইয়েস ম্যাডাম নো ম্যাডাম।

১৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৯

সালটু বলেছেন: বিরাট প্রশ্ন, এই টা নিয়া তো কয়েক বছর টক শো করা যাইব। চুচিল সমাজরে খবর দেন।

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৫

বিশ্ব চিন্তাবিদ বলেছেন: হেইমিয়ারা এহন আইতে পারবনা। টিভিতে লাইভ চলতেছে।

১৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৫

মদন বলেছেন: আর মাত্র ৩৪ আসন দরকার

১২৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন

Click This Link

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৮

বিশ্ব চিন্তাবিদ বলেছেন: তার মানে ১৬২ আসন হইলে আওয়ামী লীগ বাংলাদেশের মালিক হইয়া যাইব। আল্লাহ আওয়ামী লীগরে রহমত কর, ভোটের রিজিক বাড়াইয়া দাও। আমিন

১৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০০

আল মামুনুর রশিদ বলেছেন: ঐকিক নিয়মঃ
৩০০ আসনে গ্রহণ যোগ্য ভোটের হার প্রায় ৫০
১০৪ আসনের শতকরা ভোটের হার প্রায় ৩৪
------------------------------------------------------------
১৯৬ আসনে র মাত্র দরকারি হার ১৬
সেটা গোপাল্গঞ্জেই। হবে

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৯

বিশ্ব চিন্তাবিদ বলেছেন: আমি অংক কসতে জানি না।

১৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৪

ইসটুপিড বলেছেন: হুদাই ইলেকসনের টেকাগুলান খরচ হইব।

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২০

বিশ্ব চিন্তাবিদ বলেছেন: সরকারী মাল দরিয়া ম্যা ঢাল।

১৯| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৬

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: বিম্পি গর্তে ঢুইকা যা দেহাইতেছে.. মাইরালা আম্রে টাইপের অবস্থা! :D

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২১

বিশ্ব চিন্তাবিদ বলেছেন: ভাই এত চন্দ্র বিন্দু কেন?

২০| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৪

সালটু বলেছেন: উনি চাঁদের দেশে বাস করেন কিনা।

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩২

বিশ্ব চিন্তাবিদ বলেছেন: ইরামই তো মনে ওইতাছে।

২১| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৫

রানা হক ঢাকা বলেছেন: :-B :-B :-B :-B :-B B-) B-) B-) B-) B-)

২২| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৫

ভুলো মন বলেছেন: লেখক বলেছেন: তার মানে ১৬২ আসন হইলে আওয়ামী লীগ বাংলাদেশের মালিক হইয়া যাইব।...

১৬২ না, ১৫১ টা (মোট আসনের অর্ধেকের চেয়ে ১টা বেশি) হলেই তাঁহারা মালিক।

২৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:২৭

মহাজাগতিক বলেছেন: হাসিনাকে শেম! শেম!! অবশ্য লোকে বলে, ন্যাংটার আবার শরম কী ?????

২৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩৫

একজন ঘূণপোকা বলেছেন: মহাজাগতিক বলেছেন: হাসিনাকে শেম! শেম!! অবশ্য লোকে বলে, ন্যাংটার আবার শরম কী ?????

২৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩৭

শাহজাহান সাঈফ বলেছেন: ভোটের রাজনীতি হল শেষ, আওয়ামী লীগের বাংলাদেশ।

বাকশাল নিপাত যাক, গণতন্ত্র মুক্তিপাক।

২৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:৪০

ননদালীনাজ বলেছেন: আম্লীগ এবার ডিজিটাল ইফেক্টে (বিনা ভোটে) সংখাগরিস্টতা (১৫১ আসন বা আরো বেশী ) নি্যা পূণরায় ক্ষমতায় আসবে- আমার কাছে তথ্য আছে--- তথ্যবাবা !

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:১৯

বিশ্ব চিন্তাবিদ বলেছেন: হাত নিচে রাখছেন কেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.