নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গাজী রাইসুল ইসলাম

গাজী রাইসুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

মাদক ১

২৫ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৪২

রাত হবার সাথে সাথে শহরের একদল যুবকেরা অস্থিরতা অনুভব করে। মাইগ্রেনের দোহাই দিয়ে ক্যানাবিসের মোড়ক খোলে। দক্ষ হাতে কাটে, আলাদা করে ফুল ফল। নেভি অথবা শেইখ এর অর্ধেক তামাক মেশায় নিপুন মমতায়। তাদের চোখে জ্বলজ্বল করতে থাকে সুখে থাকা ঈশ্বর হবার বাসনা।



খুক খুক কাশি দিয়ে ফার্মেসি তে দাড়ায় অনেকে। এক বোতল কফ সিরাপের সাথে চেয়ে নেয় এক পাতা ডরমিকাম। তাড়াতাড়ি বাসায় ফেরে, গুড়ো করে ট্যাবলেট গুলো। কফ সিরাপের সাথে নব্য বিবাহিত স্বামী স্ত্রীর মত মিশে যায় গুড়ো করা ট্যাবলেট। পুরো বোতল শেষ করে কুকুরের মত গুটিসুটি মেরে শুয়ে থাকে তারা।



পরীক্ষা পাশের দোহাই দিয়ে ছেলেটা মালিবাগ যায় সন্ধ্যায়। সারা রাত পড়তে হবে, ফয়েল পেপার টান করতে করতে ভাবে। এমফিটামিনের বড়ি'র নীচে উজ্বল শিখা ধরে, মুখে দু টাকার কয়েন নিয়ে মূল্যহীন বানায় জীবন কে। সারা রাত তারপর তুবড়ি ছোটায় মাইক শিনোডার মত। খোজ নিয়ে দেখা যায় জীবনের পরীক্ষায় সে অকৃতকার্য হয়েছে বহু আগেই।



তারা কেউ শুদ্ধ হতে চায় না। ভালো ছেলে মেয়ে দের আড্ডায় তাদের উপস্থিতি অস্বস্তির সৃষ্টি করে। তাদের অসুস্থ ভাবনা গুলো একা একা হাটে। তাদের সকাল গুলো দুপুর বিকেল গড়িয়ে সন্ধ্যায় গিয়ে পড়ে। তাদের পাশে কেউ থাকে না, তারা পাশে কাউকে চায় না।

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.