![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একা স্থির আজও
দাঁড়িয়ে সেই দরজার ওপারে।
আশায় বুক বেঁধে
তোমার আগমনের অপেক্ষায়।
কই তুমি সুখ?
আমার অশ্রুগুলো আজও আছে
ঠিক তেমনই যেমন ছিলো
তুমি যাওয়ার কালে।
আজও আমি একা স্থির
তোমার অপেক্ষায়।
নিজেকে ব্যর্থ মানতে অনিচ্ছুক।
আশা যদিও দৃঢ় তবু
কিছু দ্বিধার মাঝে আছি জড়িয়ে।
কেউ ভাবে আমি পাগল,
কেউ ভাবে অসহায়।
কিন্তু আমি ভালোবেসেছি তোমায়।
চেয়েছি তোমায় পেতে।
আর তুমি করছো ছলনা আমার সাথে।
আমি আজও আছি একা
স্থির দাঁড়িয়ে তোমার অপেক্ষায়।
কই তুমি সুখ?
©somewhere in net ltd.