![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু আবাল আছে যাদের জন্য ভার্সিটিতে অনেক সমস্যা হচ্ছে। অনেক গুনি টিচার আছে তাদের যদি ভার্সিটি থেকে বের করে দেয় তাহলে অইসব টিচার দের বাহিরে কোনো ভার্সিটিতে চাকরী পাবে নাহ এতই কোয়ালিফাইড তারা। ফাইন আর্টস থেকে এসে ফ্যাশন ডিপার্টমেন্টের হেড.।হ্যা বিইউএফটি তে এরকম অনেক আছে তারা কোয়ালিফাইড নাহ। রুশ্মিতা ম্যাডাম ছিলো হেড ২০১২ পর্যন্ত কিন্তু তাকেও রাজনীতিক কারনে বের করে দেয়া হয়েছে। এখন তিনি বাংলাদেশের এক নামকরা কোম্পানীতে আছেন।
অনেক আছে শুধু ফ্যাশন ডিজাইনিং এই নয় কেএমটি এবং এএমটি তেও একই অবস্থা। ইন্সট্রাক্টর রাও ভালো নাহ ছাত্রদের সাথেও খারাপ ব্যভার করে । আসলে এই ভার্সিটিতে চাকরি এসে অনেকে অনেক ভাব/জোর ইত্যাদি দেখাচ্ছে। ১০০% রাজনীতি চলে এখানে ছাত্র ভর্তি থেকে টিচার নিয়োগও ২নম্বরি হয় এখানে। যারা এখানে পড়তে চায় আমি বলবো দেশে এই লাইনে পড়িস নাহ ।।যে টাকা খরচ হয় তা দিয়া ইন্ডিয়া থেকে পড়ে আসা যায় অনেক ভালো হয়। সব জায়গা তে ২ নম্বরি আছে তাই বলে প্রাইভেট ভার্সিটিতে এসব মানায় নাহ। কি বলবো শিক্ষামানও ভালো নাহ। শুধু নামেই চলে কাজে নয়। আর মার্চেন্ডাইজার হতে amt/kmt hon's না করে mba করে নিলে ভালো হয়। শুধু শুধু এই লাইনে পড়ার মানে নাই ।
২| ১১ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:১৬
গাজী রাইসুল ইসলাম বলেছেন: আমাদের ভার্সিটিতে.।
©somewhere in net ltd.
১|
১১ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৫২
পথহারা সৈকত বলেছেন: কই এই সব হয়......?