নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গাজী রাইসুল ইসলাম

গাজী রাইসুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

বাবা মা

১৮ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৫৯

..বাবা ৫০০ টাকা লাগবে?

.. কেনো?

.. হাত খরচের জন্য।।

পকেট থেকে বের করে দিলো!!

কিছু দিন পর!!

..বাবা,৩৫০ টাকা লাগবে! ..কেনো?

.. নেট নিবো তাই ।

.. তোর মার কাছ থেকে নিস ।

আবার,

.. বাবা টাকা লাগবে।

.. কেনো?

.. বন্ধুরা সবাই পিকনিক করবো।।

.. নিস পরে।।

.. না না!! এখনই দাও

পকেট হাতড়ে কিছু টাকা দিলো ।।

.. বাবা বই কিনতে হবে, টাকা দাও।

..খুশি হয়ে, কতো লাগবে?

.. ৫০০ টাকা ? (বাড়িয়ে বললাম।।

বাকিটা আমার)

আমরা মধ্যবিত্ত পরিবারের ছেলে।।

আমাদের এতো চাহিদা থাকতে

নেই, তবুও তৈরী হয়ে যায় ।।

আর এই সব চাহিদা একা কষ্ট করে

যে মানুষগুলো পূরন করে

চলেছে তাদের নাম “বাবাও মা“ ।।

এমনও হয়েছে, বাসায় ঢুকছি,

তখন বাবা -মা

কথা বলছে "ছেলেটির বই

কিনে দিতে হবে, আবার তোমার

ডাক্তারও দেখানো লাগবে!! "

মা কোন দ্বিধা ছাড়াই আমার বই

আগে কিনতে বলে!!

পরে বাবা টাকা ম্যানেজ করে বই,

ডাক্তার দুইটারই ব্যাবস্থা করে।।

ঈদের মার্কেট করার সময় , বাবাকে

কিছু নিতে বলি। নেয় না।।

শুধু বলে : আমার তো জামা আছে,

এইটা দিয়েই

চলে যাবে ।পাছে আমাদের জামা -

কাপড় কিনতে টাকার

শর্ট পরে তাই!! [নিজে ৩ বছর

পুরাতন জামা পড়ে কিন্তু

আমাদের ৬মাস পরপর জামা

প্যান্ট কিনে দেয় ]

এতোকিছুর পরও বাবার মার সাথে

খারাপ ব্যাবহার করে ফেলি!!

বুঝতে পারি পরে, আসলেই

বড় ভুল করে ফেলেছি।।

"মাথার উপর একটা বটগাছ

আছে তো তাই বুঝি না!!"

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০১৪ দুপুর ২:০৩

মদন বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++

২| ১৮ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৪৬

লুৎফুল আহসান বলেছেন: পৃথিবীতে অনেক খারাপ মানুষ অাছে কিন্তু একটাও খারাপ বাবা নেই ।
-হুমায়ুন অাহমেদ ।

৩| ১৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:০৪

হারুনরশিদ বলেছেন: আমি যে স্কুলে পড়তাম সে স্কুলের প্রধান শিক্ষক ক্লাসে ঢুকেই বলতেন, ``ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে"-
আমিও বাবা হয়েছি- তাই বুঝি আমি ব্যক্তি হিসেবে যেমনই হই না কে বাবা হিসেবে -একজন বাবাই সন্তান যেন মোর থাকে দুধে-ভাতে যা আমার বাবা আর আপনার বাবা এবং সকলেরই বাবা চায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.