নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

২ মগজের যৌথ প্রযোজনা

পোস্টের বন্যায় ভেসে যাবে অন্যায়

দ্বিখণ্ডিত মগজ

একটি যৌথ প্রযোজনা

দ্বিখণ্ডিত মগজ › বিস্তারিত পোস্টঃ

অসাধারন কিছু ব্যক্তিগত পোর্টফলিও ওয়েবসাইট (classic!)

১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৪০

কিছুই কইতাম না খালি দেইখা দেইখা চক্ষু জুড়ান



অবশ্যই সাইটগুলা ভিজিট করবেন না হলে শুধু ছবি দেখে বুঝবেন না সাইটের ডিজাইন প্যাটার্ন



আর আপনাদের কাছে কোনটি সবচেয়ে ভাল লেগেছে তাও জানান





mike dascola





michael heald





alexey abramov





susie ghahremani





nag





estudioapraph





gummisig





jayhafling





jesse willmon





juan diego





marko prljic





nick jones





peter pearson





thibaud





wing cheng





joshsullivan

মন্তব্য ১৯ টি রেটিং +০/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:০৮

অস্পিসাস প্রেইস বলেছেন:

দেখে লোভিত হলাম! সুযোগ থাকলে নিজের ব্লগটাও তাই করতাম।

পোষ্টে ++++++++++++++

আর আপনাকে ঈদের আগাম শুভেচ্ছা....

ঈদ মোবারক !

১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:১০

দ্বিখণ্ডিত মগজ বলেছেন: আপনাকেও শুভেচ্ছা। আপনার ব্লগের ঠিকানা কি?

২| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:৪৩

অস্পিসাস প্রেইস বলেছেন:
এটাই আমার ব্লগ। তাইতো Customized Design এর সুযোগ পাইনা!

১৩ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:১৫

দ্বিখণ্ডিত মগজ বলেছেন: ওয়ার্ডপ্রেস দিয়ে একটা সাইট খুলে ফেলুন । ইচ্ছে মত কাস্টোমাইজ করতে পারবেন।

৩| ১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ৭:৫৭

ইমরাজ কবির মুন বলেছেন:
নাইসস !!

১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:৪৭

দ্বিখণ্ডিত মগজ বলেছেন: ধন্যবাদ

৪| ১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:৪৪

ইকরাম বাপ্পী বলেছেন: সাধারনওবসাইট, বিগতপাটফিলও ওবসাইট, পাটফিলওওবসাইট, বিগতওবসাইট, ওমািকসুর ওবসাইট, হইািকতা, এতসুরকরকমনবানাইছয , সুলসুলসাইত , শিকওবসাইট, ননজুােনাসাইট, িকভাললেগেছ, ইিরআরযিদ একখানএইরামওবসাইটথা, কনকিরবানাইদহিতরাওবসাইট , মুইিকছু কইতামনাআইজকা, দৃিননওবসাইট, অপলকতািকেথাকা, মােরও একখানিদেতহইবনাইলমুইখলতামনা, আেগালাইগবিনএকখান , ভাইা এতাচুরচুরওবসাইটদেখমনহআিমওএকটাবানাই


ট্যাগ পড়ে ব্যপক মজা পাইলাম। সাইট গুলা থেকে ট্যাগগুলা মজার ছিলো।

১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৩

দ্বিখণ্ডিত মগজ বলেছেন: সাইট গুলা মজার নয় সুন্দর

৫| ১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:১৯

আমিনুর রহমান বলেছেন:




দারুন

১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪৩

দ্বিখণ্ডিত মগজ বলেছেন: ধন্যবাদ

৬| ১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৮

আমি ভালোমানুষ বলেছেন: অনেক ধন্যবাদ.........., সুন্দর সাইট গুলি শেয়ার করার জন্য।

১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১১

দ্বিখণ্ডিত মগজ বলেছেন: ধন্যবাদ

৭| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:২৯

ইকরাম বাপ্পী বলেছেন: অক্কে অক্কে আমার ভুল... সাইটগুলা সুন্দর কিন্তু আপনার দেইয়া ট্যাগগুলা মজার... B-)) B-)) B-))

২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:১৯

দ্বিখণ্ডিত মগজ বলেছেন: B-)) B-)) B-))

৮| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৪৬

রাখালছেলে বলেছেন: এইগুলা কি জিনিস..ওয়েবসাইট নাকি অন্যকিছু । ওয়ার্ডপ্রেস জিনিসটা কি। প্লিজ উইকি তে লিংক দিবেন না। যা জানেন তাতেই চলবে । তাই বলুন।

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১:২৬

দ্বিখণ্ডিত মগজ বলেছেন: এগুলা ওয়েবসাইট। ওয়েবসাইট গুলর নামের উপর ক্লিক করুন তাহলে সেই ওয়েবসাইটে চলে যাবে।

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৩১

দ্বিখণ্ডিত মগজ বলেছেন: আর ওয়ার্ডপ্রেস হচ্ছে ২ ধরনের । ১ টা হল wordpress.com - এইখানে ব্লগসাইত খুলতে পারবেন, blogger.com এর মত।

আর wordpress.org - এটা ওয়েবসাইট বানানোর সফটওয়্যার । cms সফটওয়্যার , জুমলার মত। এটা দিয়ে নিজের ডোমেইন এ ব্লগসাইট ডিজাইন করতে পারবেন।

আরও জানতে চাইলে ব্লগে অনেক টেঁকি ব্লগার আছেন তারা ভাল বলতে পারবেন।

৯| ২৩ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫৪

রাখালছেলে বলেছেন: ধন্যবাদ...আরও জানার আগ্রহ আছে ।

২৩ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

দ্বিখণ্ডিত মগজ বলেছেন: আর কি জানতে চান ? প্রশ্ন করুন, জানা থাকলে উত্তর দেব ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.