নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেরাগ আলী সাহিত্য ভান্ডার

চেরাগ আলী

এই ব্লগের সকল লেখার সত্ব সংরক্ষিত

চেরাগ আলী › বিস্তারিত পোস্টঃ

আলমগীর স্যারের মাথায় নয়, আপনাদের মাথায় দোষ আছে।

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১:৪১

একটা কথা বলতে খুব ইচ্ছে করছে। কিভাবে যে বলি....

এখানে আমার পরিবার, বন্ধু, আত্মীয়, গুরুজন, কনিষ্ঠজন অনেকেই আছেন তাই ইচ্ছে করলেও অনেক ক্ষেত্রে অনেক কিছু লিখতে পরিনা।



নাহ্ বলেই ফেলি....



"" গতবারের যালিম বি.এন.পি সরকারের আমলে আমাদের বর্তমান মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ম.খা. আলমগীরকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে অভিনব উপায়ে টর্চার করা হয়। টগবগে উত্তপ্ত গরম পানিতে কোকাকোলার বোতল গরম করে ওটার মুখ আলমগীর স্যারের 'ওখানে' প্রবেশ করিয়ে দেয় যালিমের দল। এই ঘটনার পর তিনি অনেকদিন ভুগেছেন। মূর্মুহুর্ত ব্যাথাতুর থেকেছেন। ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন স্যার বসতে পারেন নি, চিৎ হয়ে শুতে পারেন নি। ব্যাথাতুর, ক্লান্ত, বিধ্বস্ত আমাদের স্যারকে ঘুমাতে হয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। বেচারা আলমগীর স্যার এসব কথা আদালতে বিচারক মহোদয়কে একাধিকবার বলেও কোনো সুবিচার পান নি। সুবিচার পাবেন কি করে? বিচারক প্রমান চাইলে আমাদের লাজুক আলমগীর স্যার 'চরম বেদনার কেন্দ্রস্থল' দেখাতে ব্যার্থ হন। কিছু কিছু স্কলার মনে করেন 'ওইখানকার' ধকল মাথায় গিয়ে ঠেকে আর সেটাই স্যারের বর্তমান মস্তিষ্ক বিকৃতির কারন যদিও এর কোনো বৈজ্ঞানিক বা ডাক্তারী ব্যাখ্যা নেই।



- আপনারা শুধু শুধু আমাদের স্যারের কিছু শিশুসুলভ কথা শুনে উনার মাথায় দোষ আছে বলবেন না। উনার জন্য সবাই দোয়া করবেন।""







মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ২:০৮

একজন ঘূণপোকা বলেছেন: :-B

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ২:২৮

শয়ন কুমার বলেছেন: সব স্যারেরাই বাশডলা দেয় । তাই বলে স্যারের মাথা খারাপ হইছে , এইডা কওন ভালা না ।

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৪

তাল পাংখা বলেছেন: কোকাকোলা ছিল না পেপসি ছিল, বুঝলেন কেমনে ? :P :P :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.