![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কতদিন হয়েছে আমি তোমাকে দেখিনা।তুমি বলেছিলে আমার কাছথেকে কখন যাবে না কিন্তু সে কথাটা মিথ্যে ছিল। আমিও জানতাম না আসলে তুমি আমারে ছেরে চলে যাবে। নিয়তির কি নির্মম পরিহাস তুমি আমারে ছেরে চলে গেলে। তার পর বাবাও তোমার কাছে চলে গেল। তোমার আর বাবার ভালবাসা হয়তো আমার চেয়েও বেশি ছিল। জান মা এ দুনিয়ায় মা বাবা ছারা আর কেও ভাল বাসতে পারেনা সার্থ ছারা।তাদের আমি দোষ দিব না কারন এ দোনিয়া তাদেরকে এ ভাবে গরে তুলেছে। তারাও একদিন বাবা মা হয়েছে তারা ও এখন তাদের সন্তানেত কথায় ভাবে তোমারা যে ভাবে আমাদের কথা ভেবেছিলে। তারা কোন অপরাধী নয় কারন তারা ও তাদের ছেলে মেয়েদের খুব ভালবাসে। কিন্তু একটু খারাপ লাগে তখন যখন ভাবি আমিও তাদের খুব ভালবাসি। কিন্তু তারা শুধু সার্থটা দেখে। তোমাদের যদি কোন সুজুগ থাকে আমার জন্য দোয়া কর। আমি যেন সব সহ্য করে ও তাদের সাথে ভাল ব্যাবহার করতে পারি।আমি ছোট তাই কনোদিন যেন রাগের বসতি হয়ে তাদের সাথে খারাপ আচরন না করে বসি। আমি যে তাদের অনেক ভাল বাসি।
©somewhere in net ltd.