![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিটন মোহাম্মদপুর শিয়া মসজিদ সংলগ্ন কাঁচা বাজারের একজন ডিম বিক্রেতা। আমি দীর্ঘদিন যাবৎ তার নিকট থেকে দেশি মুরগীর ডিম ক্রয় করি। দুই ভাই একসাথে ছোট দোকানে ডিম বিক্রি করে। দুই ভাইই haemophilia A রোগে আক্রান্ত। প্রতি মাসে রক্ত নিতে হয় দুইজনকেই। এ অবস্থায় চার বছর আগে লিটন সড়ক দুর্ঘটনায় মারাত্বকভাবে আহত হন। বিশেষ করে ডান পা ট্রাকের ধাক্কায় মারাত্বক fractured হয়। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতার ও পঙ্গু হাসপাতালে ডান পায়ে অপারেশনসহ প্রায় ২৭ দিন চিকিৎসা নেন। খরচ হয় সবমিলিয়ে ৫ লক্ষ টাকার উপরে। ক্ষুদ্র একজন ডিম বিক্রেতার জন্য এ টাকা ম্যানেজ করা কত কষ্টকর আমরা তা সকলেই অনুধাবন করতে পারি। এরপর নিয়মিত চিকিৎসা, রক্ত নেয়া, সংসার চালানো।
পিছু ছাড়েনি লিটনকে সড়ক দুর্ঘটনার যন্ত্রনা। কিছুদিন থেকে fractured অংশে যেখানে অপারেশন করা হয়েছিল সেখানে ইনফকেশন হয়েছে এবং ফুলে গেছে। Bangabandhu Sheikh Mujib Medical University এর ডাক্তার আবারও দ্রুত অপারেশন করার জন্য বলেছেন। খরচ হবে তিন লক্ষ টাকারও বেশি। কেননা তার জন্য আলাদা কেয়ার প্রয়োজন হবে যেহেতেু সে haemophilia A রোগী। কিন্তু তিনি টাকা ম্যানেজ করতে পারেননি।
এ অবস্থায় ডেইলি স্টার, সমকাল, এবং ইত্তেফাক পত্রিকায় সাহায্যের আবেদন জানানো হয়। দেখুন: Click This Link এবং Click This Link এবং Click This Link
পত্রিকায় সাহায্যের আবেদনে কোন সাড়া পড়েনি। চিকিৎসা সাহায়তার জন্য বিত্তশালীদের নিকট আবেদন করা হয়েছে কিন্তু ডিম বিক্রেতা এ বেচারা এক টাকাও সাহায্য পাননি। এসব পত্রিকার অনেক পাঠক ধনীক শ্রেণির। অথচ এ অসহায় মানুষটির খবর কারো চোখে পড়েনি অথবা পড়লেও কেউ সাহায্যের হাত বাড়াননি। গতকালও লিটন আমাকে ফোন করে জানালেন ভাই আমিতো টাকা ম্যানেজ করতে পারছিনা, আমার কী হবে? তার আকুতি শুণে আমি এ ব্লগে ব্লগারদের দৃষ্টি আকর্ষণ করছি। কারণ এখানে অনেক মানুষ আছেন যারা হয়তো ধনীক শ্রেণির না কিন্তু মনটা অনেক বড় ও সহানুভুতিশীল। যতদিন যাচ্ছে তার ইনফেকশন বাড়ছে। অপারেশনে দেরি হলে হয়তো তার পা আর রক্ষা করা যাবে না। আপনার অল্প টাকাও তার চিকিৎসার কাজে আসবে। আসুন একটু সাহায্যের হাত বাড়াই এ গরীব মানুষটির জন্য।
সাহায্যে পাঠাতে পারেন Md Liton, A/C No-74657, Pubali Bank, Asad Avenue Branch, Dhaka ; bKash A/C No-01872233048. তার সাথে যোগাযোগ করার জন্য বিকাশ মোবাইল নম্বর 01872233048 ব্যবহার করা যাবে আবার টাকাও পাঠানো যাবে।
ধন্যবাদ সকলকে।
©somewhere in net ltd.