নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্প্রীতির বাংলাদেশে প্রগতির বেনিয়ারা মেকি, আঁধারের চোখ দিয়ে তাই আজ আলো দেখি !!

ছোটমির্জা

মানুষের বন্ধুতাকে আমি অস্বীকার করি না।

ছোটমির্জা › বিস্তারিত পোস্টঃ

ওরা বলে - আমি নাকি গালি দিয়েছি

৩১ শে মে, ২০১১ রাত ১:৪০

কে ওরা!

কেঁচোর মেরুদন্ডহীনতা বা শ্লথের নিস্তেজ কশেরুকার অক্ষমতা-সেকি আমার অপরাধ!

নিজেকে যত্নে না গড়েই বড়লোক প্রতিবেশীর পয়ঃদেশ চেটে সুখের ভানে

বা নিজের মাঝে অবিরাম কামের সুখ খুঁজে না পাওয়ার

অক্ষমতার উদগ্র হতাশা ও আত্মবিশ্বাসের দৈন্যতায়

হিসহিসে লকলকে জ্বিহবাটায় লাল বিষ জড় করে ছুড়ে

দেয় আমার ঘরেই প্রতিনিয়ত।

তা ঠেকিয়ে দিয়ে আমি নাকি সংখ্যালঘুদের অপমানের পাপে পাপী হয়েছি।

আমি আজ তাই সাজান কাঠগড়ায়। আমার ফাঁসীর আদেশ আসছে--



ঘিনঘিনে মশার কাছে মানুষতো নিরুপায়ই

যখন অনাবিল আবাসিকের ক্লেদ-কামক্লান্ত, বহুল চর্চিত যৌথ খামার থেকে নিঃসৃত যৌগিক পুঁজে ভরা ড্রেনের পানিতে শুটকীটেরা নিরন্তর উৎপাদনে অবিরাম ও সুরক্ষিত।



সেফটিক ট্যাংকে, থিকথিকে কীটের গড়াগড়িই অপার আনন্দ-এটা স্বীকার করার পর ''সমতায় বিশ্বাস করিস যদি আয় এইখানে''-বলে হাজিরায় ডাকে।

না গেলেই -তাদের ঘৃণা করার অপরাধে অপরাধী বনে যাই।



হারজিরজিরে মাকে নিত্য অনাহারী রেখেই,

ওরা মায়ের মাহাত্মতা আমাকে শিখিয়ে পড়িয়ে যায় নিশিদিন।

সারা বছর পরগাছার মত বেঁচে-'ইয়েস স্যার', 'ইয়েস স্যার' বলে মীরজাফরের দল

আমাদের উৎসবের দিন নোংরা সঙ্গকে মিয়াভাই বানিয়ে নিয়ে ফিরে

অকস্মাৎ দাবী করে বসে- সেটা ও ওটাই আমাদের মৌলিকতা ও সার্বজনীনতা।

খরচ বাঁচাতে আমরা নিয়মিত চা খাইনা

বা গলায় শ্লেষ্মা না থাকলেও চেঁচায়না কেউ

লোম উঁঠে যাওয়া ও কুকুরের মত।



আর তাই-ওরা আমার সংস্কৃতিকে 'শেফ' দিয়ে আরও উদার হয়ে আরো উদোম হয়ে সংগ নিয়ে ট্যাংকে ফিরে যায়।

তর্জনী উচিঁয়ে যা বলে যায় আমি তার সারমর্ম করলে দাঁড়ায়-''আমাদের বাপ - দাদার সংস্কৃতি হল এটাই,বাপ-দাদাকে অপমান সহ্য হবে না''।



আমি কড়িকাঠ গুনে ঠাকুরদার কোপিনপরা মুখটা স্মরণে আনি-

আর বাপ-দাদার কথা ভেবেই শক্ত পায়ে দাঁড়াই - নিমিষে একদল বাঁদুড় ছড়ছড় করে পেচ্ছাব করে উড়াল দেয়।



মাটিতে নখ গেড়ে আমি সোজা হয়ে দাঁড়াতেই

পরগাঁছা, কেঁচোর দল কন্ঠভোটে মীরজাফরের কাছে নালিশ দেয়-স্বকীয়তা ও সার্বজনীনতা ভংগের-

মেরুদন্ড সোজা করা! সে এক মারাত্মক অপরাধ।



আজ এতসব কিছুর পর আমি জেনে যাই -শক্ত করে দাঁড়ানোই আমার সাত জন্মের শোধ-

তাই আমি মাটির মাঝে নখ সেধিঁয়ে ঘুড়ে দাঁড়াই-

''কোথায় কোন শালা আছিস আয়'' বলেই দেই হাঁক।

নিজেদের পশ্চাতদেশে পাতলা ছড়িয়ে কাঁচকি মাছের মত ওরা পালায়

দু-একটা আছাড় খেয়ে নিজেদের পায়ের তলে ডলেও যায়।

আর আমি দেখি আমার পাশে, এগিয়ে আসে বাংলার কিছু বাঘ।





(ব্লগের তীব্র চুলকানীওয়ালা নয়া নাস্তিক, ঘৃণ্য রাজাকারদেশদ্রোহী শুশীলবাঁদুড়দের স্মরণে) - যাদের কার-ও কাছেই দেশ নিরাপদ না।

মন্তব্য ১৮৯ টি রেটিং +২৮/-০

মন্তব্য (১৮৯) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১১ রাত ১:৪২

পটল বলেছেন:



''কোথায় কোন শালা আছিস আয়'' বলেই দেই হাঁক।

৩১ শে মে, ২০১১ রাত ২:০৭

ছোটমির্জা বলেছেন: সেটাই -পটল ভাই।
মিলেমিশে এদেরকে রুখতে হবে চিরায়ত বাঙালী হতে হলে।

২| ৩১ শে মে, ২০১১ রাত ১:৪৪

ছোটমির্জা বলেছেন:
ঘুমাতে গেলাম।
যারা কমেন্ট করবেন- সবার জন্য শুভকামনা।

০১ লা জুন, ২০১১ রাত ১০:৩৯

ছোটমির্জা বলেছেন: শুভ কামনা নিতে আসুক কেউ।

৩| ৩১ শে মে, ২০১১ রাত ১:৪৫

বোকা ছেলে বলেছেন: (ব্লগের তীব্র চুলকানীওয়ালা নয়া নাস্তিক, ঘৃণ্য রাজাকার ও দেশদ্রোহী শুশীল স্মরণে) - যাদের কার কাছেই দেশ নিরাপদ না। ++

৩১ শে মে, ২০১১ রাত ২:০৮

ছোটমির্জা বলেছেন:
কখনও না।
তিন গ্রুপই আবার নিজেদের সেরা দাবী করে।
আমরা আমজনতা যেন কিছুই না।

৪| ৩১ শে মে, ২০১১ রাত ২:০৩

আহমাদনািসর বলেছেন: চালিয়ে যান ,আমরা আছি:

আমার কিছু কথা লিখেছি পারলে পড়বেন

৫| ৩১ শে মে, ২০১১ রাত ২:০৩

আহমাদনািসর বলেছেন: চালিয়ে যান ,আমরা আছি:

আমার কিছু কথা লিখেছি পারলে পড়বেন

৩১ শে মে, ২০১১ রাত ২:১০

ছোটমির্জা বলেছেন: দেখতে যাব।

মানুষ ঠেঙানই আমার কাজ না।
আমি সাধারণ বাঙালীরে ভাই।
জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মিলেমিশে থাকতে চাই।

এরা ৩ দলই এটার অন্তরায়।
এদের থেকে দেশকে বাঁচাতে হবে।

৬| ৩১ শে মে, ২০১১ রাত ২:০৪

মুসাফির... বলেছেন: ঘিনঘিনে মশার কাছে মানুষতো নিরুপায়ই

৩১ শে মে, ২০১১ রাত ২:১৩

ছোটমির্জা বলেছেন: মশাদের ফ্যাক্টরিতে এখন অনেক বিনিয়োগরে ভাই।
আমাদের শুধু কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে।
মশার কামড় হাতি পরোয়া করে না।

৭| ৩১ শে মে, ২০১১ রাত ২:২৬

ইমরান নিলয় বলেছেন: পুরাই অস্থির। খুব ভাল লাগল। :)

৩১ শে মে, ২০১১ সকাল ১১:০৪

ছোটমির্জা বলেছেন: ভাই একটা সময় অস্হির না হলে পর পুরুষে কাপুরুষের খাতায় নাম লেখা হবে আমাদের।

৮| ৩১ শে মে, ২০১১ রাত ২:৪১

প্রজন্ম৮৬ বলেছেন: আপনার পর্যবেক্ষনকে সালাম।

কিছু হাতেগোনা ফুলটাইম বেকার এবং সাইকো'র অবাধ বিচরন দেখার পর কোন সচেতন মানুষের পক্ষেই ওদের এড়িয়ে যাওয়া সম্ভব নয়।ওদের নীতি বা বক্তব্যের মাঝেও যুক্তি এবং ভাল উদ্দেশ্য আছে নিশ্চয়ই কিন্তু তার চেয়ে অনেকগুন বেশী হলো বেয়াদবী এবং ঔদ্ধতপূর্ণ আচরন।

খুবই দুঃখ লাগে যখন দেখি সাধারন ব্লগাররা গা বাঁচিয়ে এড়িয়ে যায়। হাতেগোনা কিছু ব্লগার আছে যারা সাইকোদের বিরুদ্ধে সরব। আপনার লেখাটা তাই খুব ভাল লাগলো, ভাল থাকবেন।

৩১ শে মে, ২০১১ সকাল ১১:১১

ছোটমির্জা বলেছেন: প্রজন্ম৮৬, বাঘের মত একদিন বাঁচাই বাঁচার মত বাঁচা।
আপনার লেখা ও মন্তব্যগুলা অসাধারণ ও সহজিয়া।
ভাল লাগে।
মানসিক, ফ্যানাটিক, সাইকোরা এমনকি ১৮ ঘন্টা লগইন বেকার কি-বোর্ড কাঁপাল লোকদের অক্ষমতার দোষ আমাদের হয়ে যায়।

আমাদের আম ব্লগারদেরও তেমন দোষ নাই- ওরা শুরুতেই ভড়কে যায়।
তবে সময় এসেছে- আবহমানের বাঙালী হয়ে ওঠার- জাতি, ধর্ম নির্বিশেষে।
কেউ দায়িত্ব এড়াতে পারবে না।

৯| ৩১ শে মে, ২০১১ ভোর ৪:৫২

মশিউর মামা বলেছেন: মোদের আবার যুদ্ধে যেতে হবে |

৩১ শে মে, ২০১১ সকাল ১১:২২

ছোটমির্জা বলেছেন:
এত ঘ্যান ঘ্যান করা মশাদের লাই দিলে ঐ বাঁনরের মত হয়ে যাবে- যে মাথায় উঠে বসে।
এটা ঠিক যুদ্ধনা মামা, এটা নিজের অস্তিত্ব জানান দেয়া।
আসেন গায়ের আড়মোড়া ভেংগে মোচড় দেই- -দশমিক শুন্য শুন্য শুন্য এক ভাগ আবালেরা কেঁপেই মারা যাবে নয়ত সেপ্টিক ট্যাংকে লুকাবে।

আমরা শুধু ঐ ট্যাংকে না নামলেই হল।
ওরা আছে- থাকবে:: মানব জাতির কলংক হয়ে।
সৌন্দর্যে একটু খুঁত থাকতেই পারে।

১০| ৩১ শে মে, ২০১১ ভোর ৫:০৩

নীল_পদ্ম বলেছেন: পুরা কবিতাটাই ভাল হয়েছে, অনেকের মনের কথা তুলে ধরেছেন।

"(ব্লগের তীব্র চুলকানীওয়ালা নয়া নাস্তিক, ঘৃণ্য রাজাকার ও দেশদ্রোহী শুশীল স্মরণে) - যাদের কার কাছেই দেশ নিরাপদ না।"

৩১ শে মে, ২০১১ সকাল ১১:২৬

ছোটমির্জা বলেছেন: বাচ্চাকে সিগারেট খাওয়ানোর স্যাটায়ার ঠিক ভাল লাগল না।
প্রোপিক।


নীল_পদ্ম ভাই, ব্লগের ৯৫ ভাগ মানুষের কথা এগুলোই।
অনেকেই ভয়েস রেইজ করতে না পেরে
সেপ্টিক ট্যাংকের পোকার সাথে মিশে,
মীর জাফরের দল তাদের নিয়ে যার ভালত্ব দেখিয়ে,
ভন্ড দেশপ্রেমিক + মুনাফেকের বিরুদ্ধ বলে না -কারন তারা খুব অত্যাচারী।

এটার অবসান চাঈঈ

১১| ৩১ শে মে, ২০১১ সকাল ১০:১২

মোঃ আরিফ রায়হান মাহি বলেছেন: ছি ছিঃ
আপনি এভাবে ওদের মেরুদন্ডহীন বললেন, এভাবে ওদের সমালোচনা করলেন? কোনভাবেই সমর্থন করতে পারলাম না, কারন এই ভাষা তারা ধরতে পারবে না, মনে মনে বিগলিত হবে তাদেরকে সম্মান করা হয়েছে বলে।

অন্তঃসারশূন্য কিছু নর্দমার কীটের জন্য কষ্ট করে লিখা এই পোস্টটি হয়ত জলেই কিংবা হাওয়াতেই উড়ে গেল, কে জান!!!!

তবে সাধুবাদ এ জন্য যে তাদের ব্যবচ্ছেদ করে আপনি আর একবার প্রমান করলেন তারা অপ্রতিসম নয়, আর তাদের ভেতরের শূন্যতা অত্যন্ত প্রস্ফুটিত।

:) :) :)

৩১ শে মে, ২০১১ সকাল ১১:৩০

ছোটমির্জা বলেছেন: আজকাল মাহীও স্যাটায়ার দিয়ে কমেন্টায়।
জটিলস।

''''তাদের ব্যবচ্ছেদ করে আপনি আর একবার প্রমান করলেন তারা অপ্রতিসম নয়, আর তাদের ভেতরের শূন্যতা অত্যন্ত প্রস্ফুটিত।''''

সেই রকম কমেন্ট।
খুব ভাল লাগল মাহী। ভাল থাকবেন।
আপনার বাবাকে, সময়ের শ্রেষ্ঠ সন্তান-বীর মুক্তিযোদ্ধাকে, আমার সালাম দিয়েন।

১২| ৩১ শে মে, ২০১১ সকাল ১০:২৭

জাহিদুল হাসান বলেছেন: নিজেদের পশ্চাতদেশে পাতলা ছড়িয়ে কাঁচকি মাছের মত ওরা পালায়
দু-একটা আছাড় খেয়ে নিজেদের পায়ের তলে ডলেও যায়।
আর আমি দেখি আমার পাশে, এগিয়ে আসে বাংলার কিছু বাঘ।

নিদারুন সত্য। ভালো লিখছেন।

৩১ শে মে, ২০১১ সকাল ১১:৩৮

ছোটমির্জা বলেছেন:
জাহিদ ভাই,
ভাল লাগল।
হাজার বছরের বাংগালীত্ব কি ব্লগে দেখা যায়?
যায় না।
ব্লগে আমারা কেউই - ধর্মের উপর পিএইচডি করে আসি নাই। রাজনীতির উপরও না
বাংলার মুসলমান- হিন্দু- বৌদ্ধ- খ্রিস্টান মিলে মিশে- গল্প, কবিতা, রাজনীতি, ভ্রমণ, ছবি ব্লগ, আড্ডা দিয়ে গড়ে তুলব নিজেদের ও দেশের।

কত কিছু করার আছে।
ঐ ৩ শ্রেনীর কাছে এই সব কিছুই নাই।


(অ:ট:- রাস্ট্র কি কিছু বলেছে??)

১৩| ৩১ শে মে, ২০১১ সকাল ১১:২৭

আতরআলী বলেছেন: এবার দেখ ব্যাটা তোর নোবেল কে ঠেকায়!! কবিতা পড়ে হাসতে হাসতে শ্যাষ। ছোটমির্জার মতো বীর করি থাকতে নাস্তিকরা ব্লগে কি করে!!

৩১ শে মে, ২০১১ সকাল ১১:৪১

ছোটমির্জা বলেছেন: তীব্র চুলকানীওয়ালা নয়া তার পর নাস্তিক।
বিশেষণীয় বিশেষণ বাদ দিলেন ক্যাঁ?
লগের বাকী ২ ডারেও কেন বাদ দিলেন?

১৪| ৩১ শে মে, ২০১১ দুপুর ১২:১৭

সাইমুম বলেছেন: ভালো লাগলো। নিপাট বিদ্রোহ। আর বিদ্রোহ মানে বেঁচে থাকা।
মাঝে মাঝে মানুষকে 'কবি' হতে হয় নতুন ভোরের প্রয়োজনে।
সাথে রইলাম। ধন্যবাদ।

৩১ শে মে, ২০১১ দুপুর ১:৩৭

ছোটমির্জা বলেছেন:
সাইমুম ভাই,

মাঝে মাঝে মানুষকে 'কবি' হতে হয় নতুন ভোরের প্রয়োজনে।
আমি কবি কিনা জানিনা।
আপনার কমেন্টটা পেয়ে মনটা ভরে গেল।

সাথে থাকার জন্য ধন্যবাদ
হে বাঙলার বাঘ।

১৫| ৩১ শে মে, ২০১১ দুপুর ১২:৫০

শিপু ভাই বলেছেন: চরম লিখেছেন ভাই। সুপার লাইক।
তবে ভাষাটা বেশি কঠিন হয়ে গেছে। ওদের গু-বর ভর্তি মগজে এটা ঢুকলে হয়!!


"(ব্লগের তীব্র চুলকানীওয়ালা নয়া নাস্তিক, ঘৃণ্য রাজাকার ও দেশদ্রোহী শুশীল স্মরণে) - যাদের কার কাছেই দেশ নিরাপদ না।"

- এদের জন্য ঘৃণা!!!!

৩১ শে মে, ২০১১ দুপুর ১:৫১

ছোটমির্জা বলেছেন: শিপু ভাই বলেছেন: ওদের গু-বর ভর্তি মগজে এটা ঢুকলে হয়!
চিন্তার-ই কথা,আসলেই তো।

ধরেন,
অনাবিল আবাসিকের ক্লেদ-কামক্লান্ত, বহুল চর্চিত যৌথ খামার থেকে নিঃসৃত যৌগিক পুঁজে ভরা ড্রেনের পানিতে শুটকীটেরা নিরন্তর সুরক্ষিত। টার্মটা-

অনাবিল আবাসিক - সোনাগাছী পল্লী বা যে কোন বেশ্যালয়
(হেরা আবার মানবতা দেখিয়ে আমাকে বুনো বানিয়ে না দেয় ওটাকে বেশ্যালয় বলার জন্য)

যৌথ খামার - নারীর প্রতি অগাধ সন্মান রেখেই বলছি - বেশ্যালয়রের মেয়েদের বিশেষ অংগ- যেটা যৌথ আকামে, বহুজনের দ্বারা ব্যবহৃত হয় আরকি।
যৌগিক পুঁজ- দুজনের নির্গত তরল হয় মিলে যৌগক পুঁজ- সেই ড্রেনে এরা বাস করে-অনাবিল সুখে।


এত দিন শুনেছি- আমাগো মত বাংগালীর বুদ্ধি নাকি হাঁটুতে থাকে, এখন ওরা যদি না বুঝে ওদেরকে -পায়ের পাতা থেরাপী(মুগুর দিয়ে পেটান) দিতে হবে।


শিপু ভাইগো- সুপার লাইক দিছেন ভালু কথা, অহন একটা সুপার বাইক দেন-ঘোড়াটাকে একটূ রেস্ট দেই।

১৬| ৩১ শে মে, ২০১১ দুপুর ২:৩২

সুপান্থ সুরাহী বলেছেন:
চরম হইছে...

ভাবছিলাম সমালোচনা করুম...
পারলামনা...

সমাজ, পরিবার, বন্ধু, স্বজন,এবং নিজের কাছ থেকে যার সম্মান এবং ভালবাসা ওঠে গেছে তারাই নাস্তিক...বলেছেন আমার বাবা...

৩১ শে মে, ২০১১ দুপুর ২:৪৮

ছোটমির্জা বলেছেন: লেখক বলেছেন:
সুপান্থ সুরাহী বলেছেন:
সমাজ, পরিবার, বন্ধু, স্বজন,এবং নিজের কাছ থেকে যার সম্মান এবং ভালবাসা ওঠে গেছে তারাই নাস্তিক...বলেছেন আমার বাবা

আপনার বাবাকে স্যালুট।
এ্যাভারেজে কথাটা সত্যি।

তয় ব্লগ নাস্তিক্য আরও কুটীল ব্যাপার। সেটা আপনি ভালই জানেন সুরাহী ভাই।
ভাল লাগল ভাই।
সমালোচনা করে যাইয়েন- সময়পেলে।

১৭| ৩১ শে মে, ২০১১ বিকাল ৩:০০

শ।মসীর বলেছেন: মীর্জা দেখি মহা চেতছে..........সমস্যা হচ্ছে চুলকানীওয়ালারা চুলকানী বেশী উঠলে কি করবে বুঝতে না পাইরা গালাগালি শুরু করে। রাস্তার কুকুরের দিকে যেমন মনোযোগ দেয়ার কোন কারন নেই তেমনি ওদেরকেও গনায় ধরার কোন মানে নাই । অবশ্য রাস্তার কুকুরকে পশু বিবেচনা করে পশুক্লেশ নিবারন সংস্হার মেম্বার হতে চাইলে আলাদা কথা। যতদুর জানি সিটি কর্পোরেশন বিনা কস্টে কুকুর মারে......চুলকানীওয়ালাদের কে পাত্তা না দেয়াটাও সেরকম আর কি বিনা কস্টে কুকুর মারার মত।

৩১ শে মে, ২০১১ বিকাল ৩:৫৫

ছোটমির্জা বলেছেন: রাস্তার কুকুরকে পশু বিবেচনা করে পশুক্লেশ নিবারন সংস্হার মেম্বার হতে চাইলে আলাদা কথা- ঝাঝা লন শামসীর ভাই।

যতদুর জানি সিটি কর্পোরেশন বিনা কস্টে কুকুর মারে......চুলকানীওয়ালাদের কে পাত্তা না দেয়াটাও সেরকম আর কি বিনা কস্টে কুকুর মারার মত।


সেরাম একখান কমেন্ট করেছেন।
আসলেই পাত্তা না দেওয়াই ওদেরকে দেয়া বড় শাস্তি।
সবাইকে এই মেসেজটা পৌঁছাতে হবে.....

১৮| ৩১ শে মে, ২০১১ বিকাল ৫:৩৮

বাল্যবন্ধু বলেছেন: ভাই অনেক কঠিন কথা লিখছেন। এখন ওদের এগুলো বোধগম্য হবে কিনা তা নিয়ে আমি সংশয়ে আছি। পিলাচ দিলাম। আর দেশদ্রহীদেরকে মাইনাস।

৩১ শে মে, ২০১১ বিকাল ৫:৫২

ছোটমির্জা বলেছেন: দেশ-দ্রোহীদেরকে শুধু মাইনাস না- লাত্থি-কিল-গুতা,
পিলাচ পেয়ে ভাল লাগল- বাল্যবন্ধু।

১৯| ৩১ শে মে, ২০১১ সন্ধ্যা ৬:৪৭

সত্যবাদী মনোবট বলেছেন:

যাদের জন্য লিখলেন এই ঝাঁঝালো গান
তার বলবে আমারে যুক্তি দেখান.........

মাথায় তাদের অনেক কিছু জটিল চিন্তাধারা
তাই তো তাদের সহজ জিনিস দেয় না কাছে ধরা..

দেশ-দ্রোহী, নাস্তিক কিংবা তীব্র চুলকানিওয়ালা জনগন
জেগেছে আম জনতা সময় থাকতে ভালো হন

.......................জটিল লিখছেন মির্জা ভাই

০১ লা জুন, ২০১১ রাত ১:১০

ছোটমির্জা বলেছেন: আরে আরে আরে,
সত্যবাদী মনোবট যে দারুন কবিতা লিখছেন।
মানুষ ও সাম্প্রতিক কালের রোবটের সংস্করনের ভায়া, সালাম নেন।
এত চমৎকার করে সহজ ভাষায় একটা মিষ্টি ধোলাই খেতে উনারা কেন যানি এলেননা।
ডোজ মনে হয় চ্রম কড়া হৈ গেছে।

চুপি চুপি পোস্ট পড়ে চলে যাচ্ছেন তানারা-যুক্তি দেখানএই কথা কেন জানি বলছেনা।

২০| ৩১ শে মে, ২০১১ সন্ধ্যা ৭:৩৩

মোঃ আরিফ রায়হান মাহি বলেছেন: ধন্যবাদ মির্জা ভাই।

ভাল থাকবেন সবসময়।

০১ লা জুন, ২০১১ রাত ১:০৬

ছোটমির্জা বলেছেন: আপনাকেও ধন্যবাদ মাহী।
অ্যানাদার ইয়াং বাঘ।

২১| ৩১ শে মে, ২০১১ রাত ৯:৫৭

জামিনদার বলেছেন: আমরা সাধারণ মুসলিমরা হইলাম সামহোয়্যারের সব চেয়ে বেশী দূর্গন্ধময় ব্লগার। নাইলে স্বঘোষিত ধর্ষক নাস্তিক যখন আমার প্রিয় ব্যক্তিত্বকে ধর্ষণকারী বলে গালি দেয় তখন শরীল থেকে চামড়া আদালা হয়ে গেলেও কিছু বলতে পারিনা। সমস্যা!?- সমস্যা সাম্প্রদায়িক ট্যাগ খাওয়ার ভয়। কিন্তু আরো কিছু মুসলিম নামধারি-ব্লগার যখন নাস্তিকতার সাথে একপাত্রে খায় আর মুক্তিযুদ্ধের চেতনার নাম করে একজন সাধারন মুসলিমকে ছাগু বলে ট্যাগ দেয়, মা বোন তুলে গালি দেয় তখন আর প্রতিবাদের ভাষা থাকেনা। স্থানীয় প্রভাবশালীরা ধর্মের নামে নেওড়া মাথাধারী বাউলের চুল দাঁড়ী কেটে দিলে তারা নির্বাক হন, অথচ হিন্দু যুবক ধর্ষণ করে ১০ বছরে মুসলিম মেয়ের গ্যুহ দার আর যৌনদার একসাথ করে ফেললে সেখানে তার হতবাক হন না। এই মেয়ে মরে গেলেই ভাল। বড় হয়ে একজন ধার্মিক হবার সম্ভাবনাতো আর এড়ানো যায়না।
বাঙ্গালী মুসলিম পাঞ্জাবী পরলে নির্ঘাত পাকিস্থান প্রেমি। কারণ এটা নাকি পাকিস্থানিদের জাতীয় পোষাক। কিন্তু আমার বাবু নামে ক্ষ্যত শিক্ষককে আজীবনই পাঞ্জাবী আর পায় পায়জামা পরে স্কুলে আসতে দেখেছি- সেটাকে কি বলা যায়? সেটা হল খাটি বাঙ্গালিয়ানা।

ইসলামের উপর যতগুলি অভিযোগ তার ৮০% হল নারী কেন্দ্রিক। প্রচারণার ক্ষেত্রে এটা একটা স্পর্শকাতর বিষয়। নাস্তিকতার মূল বিষয় ইশ্বরের অস্তিত্বের চেয়ে মোহাম্মদ তার দাসির সাথে কি করেছেন সেটা প্রমাণ করতে পারলেই নাস্তিকতা প্রতিষ্ঠা পায়। যারা আজীবন প্রমাণ করার চেষ্টা করে ইসলাম একটা কামভাবাপন্ন ধর্ম তাদের কাছে ধর্মের উপাশনালয় মন্দিদের দেয়ালে যৌন লিলায় লিঙ্গের ভেতরে লিঙ্গের ঝুলানো ছবি কিভাবে শিল্পকর্ম হয়ে উঠে- সেটা আপনার না জানার কথা না।

এই ভারত বর্ষে প্রায় ৮০০ বছর শাষণযন্ত্র পরিচালনাকারী মুসলিমরা মাত্র ২৬০বছরের ব্যবধানে কিভাবে এতটা নিরিহ হয়ে গেল যে- গুলি করে পাখির মত ঝুলে মেরে ফেলা বোন হত্যার প্রতিশোধ নিতে সে অক্ষম ( অন্তত মানষিকভাবে) কেন?? ঐসব বাবুরা যাদের নাম নিয়ে আমাদের ভোর শুরু হয়- তারা কোন দিন এই বাঙ্গালীর উন্নতি চায়নাই। কারণ এতদিনে বাঙ্গালীর নামের সাথে আরেকটা জিনিস লেগেগেছে- আর তা হল মুসলিম।

সত্য আপনিতেই প্রতিষ্ঠত হবে। কিন্তু তাকে কেন্দ্র করে চার পাশে গড়ে উঠবে মিথ্যা। এটাই নিয়ম, মুক্তমনা আর ধর্মকারীতে যা প্রচারিত হয় এতে আগুনে পোড়া সোনার ন্যায় আমার ভেতরের সত্যগুলো আরো সু শৃঙ্খলভাবে প্রতিষ্ঠা পায়। প্রায় ১ বছরের ব্লগিংয়ে কোন দিন দেখিনাই কোন মুসলিমকে অন্যের ধর্ম অন্যের বিশ্বাসকে খাট করা হয় এমন পোস্ট দিতে কিন্তু ইসলাম, আল্লাহ, মোহাম্মদ এসব বিষয়ে পোস্ট দেখিনাই এমন দিন পাওয়া ছিল দুষ্কর।


তবে জেগে আছেন দেখে অনেকটা আশাবাদি।

০১ লা জুন, ২০১১ রাত ১২:১৩

ছোটমির্জা বলেছেন:
হুম জেগে আছি- জেগে থাকতেই হবে।
কুকুরের কাজ কুকুরেরা করে যাক।
আমি মুগুর নিয়ে বসে আছি।

বাঙ্গালী মুসলিম পাঞ্জাবী পরলে নির্ঘাত পাকিস্থান প্রেমি। কারণ এটা নাকি পাকিস্থানিদের জাতীয় পোষাক। কিন্তু আমার বাবু নামে ক্ষ্যত শিক্ষককে আজীবনই পাঞ্জাবী আর পায় পায়জামা পরে স্কুলে আসতে দেখেছি- সেটাকে কি বলা যায়? সেটা হল খাটি বাঙ্গালিয়ানা। টার্মটা খুবই জোশ।

২২| ০১ লা জুন, ২০১১ রাত ১২:২৯

গরম কফি বলেছেন:
জ্বালাময়ী লেখা ।

জ্বালো জ্বালো আগুন জ্বালো ।
জ্বালাই পোড়াই লাগে ভালো ।

০১ লা জুন, ২০১১ রাত ১:০৫

ছোটমির্জা বলেছেন: নারে ভাই, জ্বালা পোড়া করতে ভাল লাগে না।
আমি পুরাই সামাজিক মানুষ। দিনের পর দিন অনাচার দেখলে খেপে যাই।

এইযে আমি আপনিসহ ব্লগের অনেকেই বেহুদা সময় নষ্ট করে যাচ্ছি দিনের পর দিন- এতে দেশের বা আমাদের কি লাভ হচ্ছে? নিজেরা কোপাকুপি করেই কি আমরা শেষ হয়ে যাব?
আর ঐ ৩ গ্রুপ আছে -ইন্ধন দেবার তালে।
ভাল থাকবেন।

২৩| ০১ লা জুন, ২০১১ রাত ১২:৫০

আসকওয়ানমি বলেছেন: "অনেকেই বলে যায় , আছি তোমার সাথে
পাছে গিয়ে আবার তাদের পা-ও চাটে"
(পুরাই কল্পনাপ্রসূত, কারও আঁতে লেগে গেলে দু:খিত)

জটিল লিখছেন ভাই, তবে চুলকানীওয়ালাগো এতে চুলকানী কমবে না, তাহারা সর্বদাই নিজেগো ফ্যাক্টরিতে মলম বানায়.......হ, ওই দুই ট্যাকার মলম.......

ধন্যবাদ

০১ লা জুন, ২০১১ রাত ১:০১

ছোটমির্জা বলেছেন: চরম
চরম কমেন্ট আসকওয়ানমি ভাই,

আছি তোমার সাথে
পাছে গিয়ে আবার তাদের পা-ও চাটে- এরা হল বাঁদুড় গ্রুপের।
খুবই খুশী হলাম ভাই- পাশে থাকেন বা না থাকেন।
চ্রমম--স

২৪| ০১ লা জুন, ২০১১ রাত ১:০৩

অসামাজিক ০০৭০০৭ বলেছেন: (ব্লগের তীব্র চুলকানীওয়ালা নয়া নাস্তিক, ঘৃণ্য রাজাকার ও দেশদ্রোহী শুশীল ও বাঁদুড়দের স্মরণে) - যাদের কার-ও কাছেই দেশ নিরাপদ না।

আপনার এ লাইনের প্রতিটি বর্ণের সাথে কঠিনভাবে সহমত জানাচ্ছি,
গ্রেট পোষ্ট, পুরো আগুন লাগাই দিছেন ঐ টাইপের সবটির পিছনে...++++

একরাশ ভালো লাগা রেখে গেলাম ছুডোমির্জাভাই :) :) :)

০১ লা জুন, ২০১১ রাত ১:১৫

ছোটমির্জা বলেছেন:
সত্য সত্যই আমার এই কথাটা বিশ্বাস করতে ইচ্ছা করে অসামাজিক ০০৭০০৭- ওদের পিছনে আগুন লাগান হৈয়ে গেছে।

আমি দেখেছি দল বেঁধে ওরা এসেছে-চোরের মত চুপিসারে পালিয়েছে।
কমেন্ট করার দিকে যায়নাই।
আমি জানি লেখাটা একটু টাফ হয়ে গেছে।
তাতে কি- কাজের কাজ হচ্ছেত।
তয় চলেন নিজেদের কাজ করে যাই- ঐ ৩ গ্রুপ ব্লগে ইন্তেকাল করুক। আমরা এসে রীতিঅনুযায়ী সৎকার করে যাব।

২৫| ০১ লা জুন, ২০১১ রাত ১:১৫

সাকিন উল আলম ইভান বলেছেন: ভালো লাগলো ভাইয়া ,অনেক দিন পর আপনার পোষ্ট পেলাম :)

০১ লা জুন, ২০১১ রাত ১:২৯

ছোটমির্জা বলেছেন: থ্যাংস ইভান।
ঢাকায় এলে দেখা কৈরেন কিন্তু।
আর যে কুলিং থিংকার ফ্রিজ দিছি সেটা কাজে লাগিয়ে পোস্টগুলা দেয়া শুরু করেন (যদি হাতে সময় থাকে)

০১ লা জুন, ২০১১ রাত ১:৩০

ছোটমির্জা বলেছেন: প্রপিকটা জোশ হৈচে ইভান।

২৬| ০১ লা জুন, ২০১১ রাত ১:১৫

আকাশের তারাগুলি বলেছেন: আপনে গালি দেন নাই এইটা চুমা দিছেন।

নাস্তিকরা গালি দেয় আস্তিকরাও কম যায়না, তবে একটা জিনিস দেখি আস্তিকদের পড়াশোনা বিস্তর কম। নাস্তিকদের মিথ্যা অনুযোগের বিপরীতে তেমন কিছুই পাওয়া যায়না ব্লগে। এই ধন্ধে আমি আশায় থাকি কোন আস্তিক এসে ওদের ভুল রেফারেন্স গুলো শুধরে দিবেন, আমি নিশ্চিন্ত হই। বলতে পারেন আপনি? তখন আমি দুঃখিত হওয়া ছাড়া আর কিছু বলার থাকেনা কারন এই বিরোধে আমার লেখা পড়া নাই বললেই চলে। কিছু বললে পাল্টা কথার জবাব দেয়ার ব্যপারে আমার সন্দেহ থেকে যায়। তখন শুধু গ্যালারিই ভরসা।

কিন্তু হায়, উল্টো আস্তিকরাও গালা গালিতে কম যায়না, ওটাই প্রধান মাধ্যম হয়ে যায়।

আস্তিকদের আরেকটা সহজ উপায় ছিলো ওসবে এটেন্ড না করা।

০১ লা জুন, ২০১১ রাত ১:২৭

ছোটমির্জা বলেছেন: আকাশের তারাগুলি ভাই ,প্লিজ, কাম টু দ্যা পয়েন্ট।
কাকে গালি দিলাম আমি?
আপনি বলেছেন:আস্তিকদের আরেকটা সহজ উপায় ছিলো ওসবে এটেন্ড না করা।
তার মানে কি দাঁড়ায় ভাই? আমার ১৪ গুষ্টি কিছু সোনাগাছী জন্মা এসে উদ্ধার করবে আমি কিছুই বলবনা?
অবাক।

পিএইচডি করে মানুষ ব্লগে আসেনা।
আমজনতার তার দর্কারও নাই।
জানাশোনা থাকা ভাল- তয় শুধু তর্কে যেতার জন্য নব্য নাস্তিকদের গিয়ানে আমি পিসাব করি- তা দিয়ে না নিজের না দেশের একটাকার উপকার হয়। কত অপচয় হয় জানেন?
ঐ নব্য নাস্তিকদের উচিত ঐ সময়টুকু মাঠে কামলা দেয়া।
তাতে ৩ দিকেই ভাল হয়।


২৭| ০১ লা জুন, ২০১১ ভোর ৬:০৩

মশিউর মামা বলেছেন: কোবাইন্না কবিতা হইছে | তয় এখনো ছাগু ট্যাগিং খান নাই | ঘটনা কি? আমারে এক আবাল ছাগু বলছে , আমি তার মুখে হাগার ইচ্ছা পোষণ করছি | ঐগুলার সাথে আর কোনো আলোচনা নাই | যেখনে নাস্তিক সেখানেই লাত্থি |

০১ লা জুন, ২০১১ সকাল ১১:১১

ছোটমির্জা বলেছেন:
সুবিধা হল আমাকে ব্লগের মেলা মানুষ চিনে।
বাস্তবের আমি।
ব্লগ আড্ডায় বহুবার গেছি।
আমি ভাই সাধারণ বাংগালী।
সেটার অনর্থ দেখেই ক্ষেপে গেছি।

ঐ অধমের দলের ১ম গ্রুপ- লেঁজকাটা শেয়ালের দল
২য়- মীরজাফরের দল
৩য়- সুশীল দেশদ্রোহী ও মুনাফেক বাঁদুড়

এরা আমাদের আবহমান বাংলাকে গোরস্হানে নিয়ে যাচ্ছে-আর বলছে আমরাই সেরা বাংগালী

পিসাব ও থু::সহকারে---ওদেরকে মাইনাস করতে হবে।

৯৭ ভাগ সাধারন আমজনতার পক্ষে এটা খুব কঠিন হবার কথা না।

২৮| ০১ লা জুন, ২০১১ সকাল ৯:২৬

আকাশের তারাগুলি বলেছেন:
আপনি গালি দিছেনতো কই নাই।
বলেছি, ভুরি ভুরি উদাহরন আছে আস্তিক নাস্তিক গালাগালিতে ওস্তাদ। কে আগে দিলো সেটা বড় কথা নয়।

আমিওতো চাই বলবেন, অবশ্যই কাউকেতো বলতে হবে কিন্তু বলতে এসে আবোলতাবল বকা কি শোভা পায়। ব্লগে যে হারে নাস্তিক মারা হচ্ছে তা গালাগালিতেই। জয় দেখতে যতটা ভালো লাগে পরাজয় দেখতে ততটাই কষ্টের। সেজন্যই এটেন্ড করতে না করছি।

ওরা যখন কুরআন হাদিসের রেফারেন্স দেয় তখন আস্তিকদের দরকার আমব্লগারের জন্যই ওসব খন্ডন করা, চোখের ভেতর আংগুল ঢুকিয়ে দিয়ে বলা তুই মিথ্যা বলছস। কিন্তু তা করা হয়না। আস্তিক দের একেকজনকে মনে হয় বিদ্যার পাহাড়। কিন্ত শুধুই ধুসর মরুভুমি।

০১ লা জুন, ২০১১ সকাল ১১:০৪

ছোটমির্জা বলেছেন:
আপনার কথা অনেকাংশে ঠিক।
তয় মুল দোষ কার বলেন তো- যে চুলকানী দেয় না যে চুলকানী খেয়ে থাপড়া দেয়? হয়ত তার সে হাত কর্কশ, রুক্ষ বা রগ ওঠা গেঁয়ো?

সবাইকি আর সমাদর করে ওদের সেপ্টিক ট্যাংক থেকে -লোকালয়ে তুলবে?
ওরা বাই বর্ন- মীরজাফর-সুযোগ পাইলে পা খাবলে ধরবে।
এগো থিক্যা কুত্তা আমার কাছে মেলা প্রিয়।

২৯| ০১ লা জুন, ২০১১ সকাল ১০:০১

সাকিন উল আলম ইভান বলেছেন: প্র - পিক টার লাইজ্ঞা ধইন্না ,
আর নেক্সট টাইম আসলে আপনার অফিসে সারাদিন আড্ডাইমু ইনশাল্লাহ ,মিস নাই কিন্তুক ;)

০১ লা জুন, ২০১১ সকাল ১০:৫৯

ছোটমির্জা বলেছেন: আরে সেটাত অবশ্যই।
আড্ডা যেখানে- ছুটমির্জা সেইখানে।

তয় মন দিয়ে লেহাপরা করেন এখুন।

৩০| ০১ লা জুন, ২০১১ সকাল ১০:৪৭

কাকপাখি ২ বলেছেন: অসামাজিক ০০৭০০৭ বলেছেন: (ব্লগের তীব্র চুলকানীওয়ালা নয়া নাস্তিক, ঘৃণ্য রাজাকার ও দেশদ্রোহী শুশীল ও বাঁদুড়দের স্মরণে) - যাদের কার-ও কাছেই দেশ নিরাপদ না।

আপনার এ লাইনের প্রতিটি বর্ণের সাথে কঠিনভাবে সহমত জানাচ্ছি,
গ্রেট পোষ্ট, পুরো আগুন লাগাই দিছেন ঐ টাইপের সবটির পিছনে...++++

০১ লা জুন, ২০১১ সকাল ১০:৫৬

ছোটমির্জা বলেছেন: মেলাদিন পর আপনারে দেখলাম।
কিরাম আছেন?
ভাল থাকবেন।

অনেকেই পোস্টটা মিস করেছিল-তাই রিপোস্ট করলাম

পুরো আগুন লাগাইছি এমনিতে না- ওরা আমজনতার উপর বোম্বিং শুরু করছে যে----

৩১| ০১ লা জুন, ২০১১ সকাল ১০:৪৯

চাঁন মিঞা সরদার বলেছেন: এক কথায় আগুন পোষ্ট!!!!!!!!!!!!!!!!

++++

০১ লা জুন, ২০১১ সকাল ১০:৫৭

ছোটমির্জা বলেছেন: সকালে বেলা চায়ের তেস্টা লেগে গেল।

আচ্ছা একটা ধাঁধাঁর আন্সার দেন- চা গরম না আগুন গরম?

৩২| ০১ লা জুন, ২০১১ সকাল ১১:০৫

কাকপাখি ২ বলেছেন: আলহামদুলিল্লাহ ভাল আছি, আপনি কেমন আছেন?

জনৈক চুলকানি ওয়ালা নাস্তিকের সাথে আমার কথোপকথন দেখেন:
বলগার আসিফ মহিউদ্দিনের দৃষ্টি আকর্ষন।

০১ লা জুন, ২০১১ সকাল ১১:১৫

ছোটমির্জা বলেছেন: আসিফ মহিউদ্দিন -
আমার মনে হয় সে নাক কেটে অন্যের যাত্রা ভংগের গুরু।

ধরেন কেউ ব্লগে এসেছেই -ঝামেলা পাকাতে-সেপ্টিক ট্যাংকে থাকতে।
তাকে মাইনাস করেন।
ওকে গুরুত্ব দেয়া কমায়ে দেন- ও নিজেই অনাহারে মারা যাবে।
ওর ব্লগে গিয়ে ওকে কিছু বলবেন না।

চোরাও ধর্মের কাহিনী শোনে- ঠসারা?

০১ লা জুন, ২০১১ সকাল ১১:১৮

ছোটমির্জা বলেছেন: আমিও ভাল আছি, আলহামদুলিল্লাহ।

৩৩| ০১ লা জুন, ২০১১ সকাল ১১:২০

সাকিন উল আলম ইভান বলেছেন: আমার ব্লগের মটো টা দেখসেন ??
মানুষ হিসেবে আমার নিজস্ব মতামত আমি সবার চেয়ে নিকৃষ্ট...... (টার্ম এর রেজাল্ট,সেমিস্টার এর রেজাল্টের ফাকে ফাকে ব্লগ আসার ইচ্ছা ,কিন্তু আমার হয়ে যায় ব্লগিং এর ফাকে ফাকে পড়াশোনা :):))


এখন কন কি করুম,
আর যে এখখান পোষ্ট দিসেন পুরা আগুন গরম ,আপনে তোঁ আমার সব বার-বি-কিউ নিয়া গেলেন ;)

০১ লা জুন, ২০১১ সকাল ১১:৪২

ছোটমির্জা বলেছেন: দেখেন ইভান,
প্রথমে আমরা বাংগালী- মিলেমিশে হানাহানি ভুলে দেশটাকে গড়াই আমাদের মুল কাজ হবার কথা। পাশাপাশি বিনোদনেও কিছু দেশপ্রেম থাকা উচিত।
আপনের লাস্ট পোস্টা ভাল ছিল- অনেক কমেন্ট পেয়েছেন।
দু একটা পোস্ট ভাল নাও যেতে পারে।
তাই বলে নিজের শিকড়ে কুড়াল মেরে কেউ আনন্দ নিলে মেনে নেবেন?
৯৭ ভাগ বাংগালী বলবে -না, না, না, না।

অন্য কারো কাছে এই বাংগালীত্ব বাদে নতুন ও ভাল কিছু থাকলে তাদের উচিত ১মে তার মাহাত্ম বর্ণনা করা- বাংগালীকে গেঁয়ো, অসামাজিক, বুঁনো বলে আমাদের ভাল করতে কেউ আইলেই আগে থাপড়ানি ও লাত্থি পড়ে বিচার।

হিটের জন্য আমি লিখিনাররে।
আচ্ছারে ভাই, মেলাদিন পর একটা গোলা ছাড়লাম-তাতেও হিংসে হচ্ছে।
:))। আচ্ছা কিছু হিট দিয়ামুনে।

মন দিয়ে পড়ালেখা করেন-নিজের ও দেশের জন্য সেটাই মুল কাজ এখন।
আর কোন কমেন্ট সহ্য করা হবে না ইভান।
ঢাকায় আসলে দেখা হচ্ছে- এ কথাই থাকল।

৩৪| ০১ লা জুন, ২০১১ সকাল ১১:২৪

দু-পেয়ে গাধ বলেছেন: বহুদিন বাদে আপনার পোস্ট। আপনারা লেখা ছেড়ে দিলে তো ব্যাপারটা এমনি হবেই। যাঁরা সহমত জানিয়েছেন সবাইকেই বলি, অন্যদের লেখার সমালোচনা করে কিছু লাভ নাই। নিজেরা নিয়মিত ভালো লিখুন, দেখবেন ক্যাচাল পোস্টে কেউ যাবে না।
নিজের মত লিখুন, কোনো ট্যাগিং বা গালাগালিকে পাত্তা দিতে যাবেন না। যারা যুক্তি প্রমাণ রেফারেন্স দিয়ে গালাগালি দেয় তাদের সাথে আবেগ দিয়ে জিততে পারবেন না। আপনার উচিত হবে সেগুলো একেবারেই না পড়া। পড়লেই দেখবেন তর্ক করতে ইচ্ছা হবে।

০১ লা জুন, ২০১১ সকাল ১১:৪৫

ছোটমির্জা বলেছেন: যারা যুক্তি প্রমাণ রেফারেন্স দিয়ে গালাগালি দেয় তাদের সাথে আবেগ দিয়ে জিততে পারবেন না। আপনার উচিত হবে সেগুলো একেবারেই না পড়া। পড়লেই দেখবেন তর্ক করতে ইচ্ছা হব।

সহমত।
তয় এমনকি হবার কথা- যে কেও একদল শুধু গালাগালি ও বিষোদগার করেই যাবে।
ওদের লক্ষকি? জানেন কিছু?

৩৫| ০১ লা জুন, ২০১১ সকাল ১১:২৭

মো: সালাউদ্দিন ফয়সাল বলেছেন: ভালো লিখেছেন। মজার ব্যাপার হলো কোন সুশীলরা এখনও এখানে ল্যাদাতে আসেন নাই।

০১ লা জুন, ২০১১ সকাল ১১:৩৩

ছোটমির্জা বলেছেন:
হুম,
আপনি বলেছেন: ''সুশীলরা এখনও এখানে ল্যাদাতে আসেন নাই''- এমন হিম্মৎ ওয়ালা শু শীল আছে নাকি?
তারা এসেছিল বাট ল্যাদায় নাই, আমার ব্লগ পড়ে পড়িমড়ি করে ছুটে পালাইছে,
আর একজন আরেকজনকে খবর দিয়ে এনেছে।

মেলাদিন পর মজা পাইলাম ব্লগে।

৩৬| ০১ লা জুন, ২০১১ সকাল ১১:৪৫

সাকিন উল আলম ইভান বলেছেন: মির্জা ভাই এর ব্লগের গরম টের পাচ্ছি ,আমি কিন্তুক চোখ টিপনের ইমু দিসিলাম :) :)

০১ লা জুন, ২০১১ সকাল ১১:৪৮

ছোটমির্জা বলেছেন:
ঐ, কৈছি না।
লেহাপড়া করতে।
যান- পড়তে বসেন।

ব্লগিং এর ফাকে ফাকে পড়াশোনা- টার্মটা ক্রিয়েটিভ বাট ইফেক্ট টা প্যাথেটিক কিন্তু।

৩৭| ০১ লা জুন, ২০১১ দুপুর ১২:০৯

ছোটমির্জা বলেছেন:
নিমিষে একদল বাঁদুড় ছড়ছড় করে পেচ্ছাব করে উড়াল দেয়।[/sb

উড়বেই।

০১ লা জুন, ২০১১ দুপুর ১২:১২

ছোটমির্জা বলেছেন: ওরাও স্বকীয়তাহীনতায় ভোগেরে মনা।
মাফ করে দে......

৩৮| ০১ লা জুন, ২০১১ দুপুর ১:২০

চাঁন মিঞা সরদার বলেছেন: চা গরম

০১ লা জুন, ২০১১ দুপুর ১:৪৭

ছোটমির্জা বলেছেন: ১০০ তে ৯৯ দশমিক নয় !

৩৯| ০১ লা জুন, ২০১১ দুপুর ১:৫৫

চাঁন মিঞা সরদার বলেছেন: হা হা খুশি হয়ে গেলুম B-)


থাকেনত আমার আসে পাসেই। যামুনে একদিন আপনার অফিসে ;)

০১ লা জুন, ২০১১ বিকাল ৪:৩৮

ছোটমির্জা বলেছেন: ঢাহা শহরে আমার ওপিসের চা কিন্তু সবচে গরম।
বিশ্বাস না হৈলে একদিন আইসাই দেখেন।

/////////দাওয়াত থাকল///////////

৪০| ০১ লা জুন, ২০১১ দুপুর ২:০৫

রাষ্ট্রপ্রধান বলেছেন: আরে সর্বোনাশ B:-) B:-) B:-) B:-)

মার মার কাট কাট

০১ লা জুন, ২০১১ বিকাল ৪:৩৯

ছোটমির্জা বলেছেন:
স্যার স্যালুট নেন।
ইবার কন- কি মারা হৈল, কাকে কে কি দিয়ে কাটিল?

৪১| ০১ লা জুন, ২০১১ বিকাল ৪:৫৯

নীল_পদ্ম বলেছেন: অনাবিল আবাসিকের ক্লেদ-কামক্লান্ত, বহুল চর্চিত যৌথ খামার থেকে নিঃসৃত যৌগিক পুঁজে ভরা ড্রেনের পানিতে শুটকীটেরা নিরন্তর সুরক্ষিত। টার্মটা-

অনাবিল আবাসিক - সোনাগাছী পল্লী বা যে কোন বেশ্যালয়
(হেরা আবার মানবতা দেখিয়ে আমাকে বুনো বানিয়ে না দেয় ওটাকে বেশ্যালয় বলার জন্য)

যৌথ খামার - নারীর প্রতি অগাধ সন্মান রেখেই বলছি - বেশ্যালয়রের মেয়েদের বিশেষ অংগ- যেটা যৌথ আকামে, বহুজনের দ্বারা ব্যবহৃত হয় আরকি।
যৌগিক পুঁজ- দুজনের নির্গত তরল হয় মিলে যৌগক পুঁজ- সেই ড্রেনে এরা বাস করে-অনাবিল সুখে।
=p~ :P =p~ :P

(আমার ঐ প্রোফাইল পিকটা ছিল নিছক ফান করার জন্য।)

০১ লা জুন, ২০১১ সন্ধ্যা ৬:৩৯

ছোটমির্জা বলেছেন:
ফান ভাল তয় দায়িত্ববোধ আরো ভাল।

হুম, টার্মডা আমার মনে হয়েছে ভাল লিখেছি।
ভাল লাগসে এই প্রোপিকটা।

৪২| ০১ লা জুন, ২০১১ বিকাল ৫:৩৪

আকাশের তারাগুলি বলেছেন: তাতে কি সবাই যারা আপনার মত মুডে তারা হয়তো কিছু একটা করবে কিন্তু আম পাবলিক যখন এসব দেখে তারা দেখে পন্ডিতরা সবাই ......

আস্তিক পন্ডিতরা কিন্তু নাস্তিকগোরে পেটানো ছাড়া আর কিছু করতে পারেনাই।


আসেন আমরা প্রতিগ্যা করি, নাস্তিক আর জংগী এগুলো এভয়েড করবো

০১ লা জুন, ২০১১ সন্ধ্যা ৬:৪৭

ছোটমির্জা বলেছেন: রাতে আন্সার দেব

০২ রা জুন, ২০১১ রাত ১২:৪৪

ছোটমির্জা বলেছেন: বিশাল এক আন্সার লিখে পোস্ট করতে গিয়ে দেখি আমি নাকি -সাইন ইন করা নাই!!
পড়বি পড় মালি ঘাড়ে।

আমার কথা হল বাংলায় ৯৯ ভাগ মানুষই আস্তিক- আচার মানুক, না মানুক।
এবং দেশে ধর্ম নিয়ে কেউ তেমন সমস্যায় আছে বলেও দেখা যাচ্ছেনা।
দু-একটা আছেই, থাকবেই। এমনকি আমেরিকায় নিগ্রো, এশিয়ান, মুসলিমরাও নির্যাতনের ও বৈষম্যের শিকার। এদেশে তেমন নাই।

বরং ৭/৯ জন ব্লগ নাস্তিক-৪০/৫০ টা নিজে ব্লগ গরম করে রাখে। রাখুক, তাতে সমস্যা নাই। পারিবারিক জীবনহীনতায় ওরা এটাকেই বিনোদনের নিয়মিত উৎস(আমার মনে হয় কারো কারো আয়ের ও উৎস) বানিয়ে নিয়েছে।
নিক, তাতেও সমস্যা নাই।
কিন্তু অনাহুত আপনি- কেবল ৮৫ ভাগ মানুষের বোধ নিয়ে হেলাফেলা করবেন, যা ইচ্ছা তাই বলবেন কোন স্পর্ধায়?
কি কারনে?- এর পিছনে কি আছে?

মহান নাস্তিক্যের বানী প্রচার করেন, মাহাত্ম দেখান। কেও বাঁধা দিলে আমাকে বৈলেন।
কিন্তু নিজেরাই উস্কানীমুলক কথা বলে ৮৫ ভাগ মানুষকে আর কয়দিন ধোঁকা দেবেন?

তারাযে ওদের মাফ করে দেয় এটাই- আস্তিকদের ঐদার্য।
দেখেন আমি নিজেও অবাক ওদের- হিংস্র ব্যবহারে।
সেটার তুলনায় ক্ষেপে যাওয়া আস্তিকেরা অনেক শান্ত।










৪৩| ০১ লা জুন, ২০১১ বিকাল ৫:৪৫

বিবর্ন বেদনা বলেছেন: সিরাম অস্থির রে ভাই

জতিল

০১ লা জুন, ২০১১ সন্ধ্যা ৬:৪৭

ছোটমির্জা বলেছেন: তাই নাকি!!
কিরাম কি?

৪৪| ০১ লা জুন, ২০১১ সন্ধ্যা ৭:১০

সাইমুম বলেছেন: আমাগো দেশে দুই প্রজাতির সুশীল দেখা যায়। এক শ্রেণীর সুশীল মূলত ক্যাঙ্গারু। এরা ক্যাঙ্গারুর মতো লাফিয়ে লাফিয়ে আদর্শ বা গুরু পাল্টায়। বাকি সুশীলরা বাদুড় প্রজাতির। এরা সুযোগ বুঝে স্বার্থের ডালে ডালে বাদুড়েরর মতো ঝুলে থাকে।

০১ লা জুন, ২০১১ রাত ৯:৫৫

ছোটমির্জা বলেছেন: এই ক্যাঙারু ও বাঁদুড় থেকে কি আমাদের বেঁচে থাকা হবে না সাইমুম ভাই?
কেন এমন?
কেন?
সবাই কেন রাবণ হয়ে যায়?

খুব দু:খ পাই ভাই।

ভাল লিখেছেন বড় ভাই।

৪৫| ০১ লা জুন, ২০১১ সন্ধ্যা ৭:৩৪

অতৃপ্ত প্রেতাত্মা বলেছেন: পোষ্টের সাথে সহমত .....স্যালুট আপনারে ভাই :)

০১ লা জুন, ২০১১ রাত ৯:৫৬

ছোটমির্জা বলেছেন:
আপনাকেও স্যালুট।
অতৃপ্ত প্রেতাত্মা -তৃপ্ত আত্মা হয়ে উঠুক...
এই কামনায়

৪৬| ০১ লা জুন, ২০১১ সন্ধ্যা ৭:৫০

কিরিটি রায় বলেছেন: ওরা মৃত।
তবুও ওরা চলে!
অবাক চোখ প্রশ্ন করে
মরা কেমনে চলে!!!
শাস্ত্র উত্তর দেয়
জেতায় যে ঠেলে!!!!

ওদের পেছনের শক্তিশালী চক্রান্তের হাত (জেতা-জীবিত) ওদের চালায়। ওরাতো মৃত। জ্ঞান, বোধ, সৌজন্যতা, সুস্থতা, রুচি, বিবেক সকল কিছূর মরণের পরই কেবল ওরা দাস হবার যোগ্যতা অর্জন করে!


======>

মেরুদন্ড সোজা করা! সে এক মারাত্মক অপরাধ।

আজ এতসব কিছুর পর আমি জেনে যাই -শক্ত করে দাঁড়ানোই আমার সাত জন্মের শোধ-
তাই আমি মাটির মাঝে নখ সেধিঁয়ে ঘুড়ে দাঁড়াই-
''কোথায় কোন শালা আছিস আয়'' বলেই দেই হাঁক।

০১ লা জুন, ২০১১ রাত ১০:০০

ছোটমির্জা বলেছেন: কিরিটি রায় বলেছেন: ওরাতো মৃত।জ্ঞান, বোধ, সৌজন্যতা, সুস্থতা, রুচি, বিবেক সকল কিছূর মরণের পরই কেবল ওরা দাস হবার যোগ্যতা অর্জন করে

আমি ভেবে পাইনা- এখটা স্বাধীন দেশে ওরা এমন বিভাজন কেমনে করে।
খোদ আওয়ামিলীগ ও বিএনপি'র মাঝেও এমন- বিভৎস খেলা চলে না।

ওরা আসলে কে?
কোথায় ওদের খুঁটি?
মীরজাফরের মুখোশ পরা ওদের সহযোগীরা কারা?

কিরিটি রায়- আসেন খুঁজে দেখি।
আশ করি আপনি আমার সহায়তা পাবেন।

জীবন একটাই- বাঁচতে চাই ভরপুর।

৪৭| ০১ লা জুন, ২০১১ রাত ৮:৩২

মনে নাই বলেছেন: আমার জন্য আপনার ভাষাগুলান বেশি কঠিন হয়ে গেছে। তারপরও মনে হয় কিছুটা বুঝতে পেরেছি।

(ব্লগের তীব্র চুলকানীওয়ালা নয়া নাস্তিক, ঘৃণ্য রাজাকার ও দেশদ্রোহী শুশীল ও বাঁদুড়দের স্মরণে) - যাদের কার-ও কাছেই দেশ নিরাপদ না।-কঠিনভাবে সহমত।

০১ লা জুন, ২০১১ রাত ১০:০২

ছোটমির্জা বলেছেন:
আমি খুব দুঃখিত ভাই,
আসলেই মনে হয় একটু কড়া হৈছে।

বোল্ড করা লাইনগুলো পড়েন- বুজতে পারবেন আশা করি।

পাশে পেয়ে ভাল লাগল।
মনে নাই ভাই, মনে রাখবেন কিন্তু।

৪৮| ০১ লা জুন, ২০১১ রাত ৯:২১

নিশ্চুপ পথিক বলেছেন: Click This Link
এইটা দেখতে পারেন।

০১ লা জুন, ২০১১ রাত ১০:০৩

ছোটমির্জা বলেছেন: হুম, দেখব অবশ্যই।

৪৯| ০১ লা জুন, ২০১১ রাত ৯:২৯

স্বপ্নরাজ বলেছেন: লেখার মূল বক্তব্যের সাথে পুরাই একমত। ধীবরভাই এর লেখা থেকেই দেখে আসছি ... ভারতপ্রেমীদের কৌশলটা... মানুষকে সাম্প্রদায়িক বানানোর খেলাটা ভালই চলছে ... সেই সংগে চলছে কর্তৃপক্ষের জটিল সমর্থন। এই দেশে নাস্তিক নামের দালাল গুলো আর দাদাদের এজেন্টরা মিলে একটা হাইপ তৈরী করে রেখেছে ... প্রতিবাদকারীদের সাম্প্রদায়িকতার দোযে দুস্টের অভিযোগে দমানোর চেস্টা।

তবে ধীবরের ভাষাতেই বলতে হয়- অসত্যের কাছে কভু নত নাহি শির..

ভাল থাকুন সাহসী মীর্জাভাই।

০১ লা জুন, ২০১১ রাত ১০:০৬

ছোটমির্জা বলেছেন: এই দেশে নাস্তিক নামের দালাল গুলো আর দাদাদের এজেন্টরা মিলে একটা হাইপ তৈরী করে রেখেছে ... প্রতিবাদকারীদের সাম্প্রদায়িকতার দোযে দুস্টের অভিযোগে দমানোর চেস্টা।

ভাল ধরেছেন- ঐ সেপ্টিক ট্যাংকের কীটগুলাই চরম সাম্প্রদায়িক।
কিন্তু ওফেন্সিভ খেলে- ন্যুনতম ব্যক্তিত্বও নাই।
গুয়ের পোকার দলের সুখ কিসে তা সবাই জানে।

আর মীরজাফেরা যুগে যুগে দেশটা কায়দায় ফেলে বলাৎকার করেই যায়।
ওরাই ওদের ইন্ধনদাতা।

৫০| ০১ লা জুন, ২০১১ রাত ৯:৫৫

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন:
হারজিরজিরে মাকে নিত্য অনাহারী রেখেই,
ওরা মায়ের মাহাত্মতা আমাকে শিখিয়ে পড়িয়ে যায় নিশিদিন।

(ব্লগের তীব্র চুলকানীওয়ালা নয়া নাস্তিক, ঘৃণ্য রাজাকার ও দেশদ্রোহী শুশীল ও বাঁদুড়দের স্মরণে) - যাদের কার-ও কাছেই দেশ নিরাপদ না।




অসাধারন লিখেছেন।

০১ লা জুন, ২০১১ রাত ১০:১১

ছোটমির্জা বলেছেন: হারজিরজিরে মাকে নিত্য অনাহারী রেখেই,
ওরা মায়ের মাহাত্মতা আমাকে শিখিয়ে পড়িয়ে যায় নিশিদিন।


এটাই বেশী প্যাথেটিক ব্যাপার- কোন সেপ্টিক ট্যাংকের কীটগুলারই ফ্যামিলি লাইফ বলে তেমন কিছু নাই। দেশকেও ওরা মুখ দিয়েই ভালবাসে- আর ফেনা তোলে অন্ধকারে।
মদ, গাঁজা, সিগারেট সহ নানাবিদ নেশাকে নিত্য সংগী করে আমাদেরকে দেশপ্রেম শেখাতে আসে।

লাত্থায়া দেশ থেকে মাথা মুড়িয়ে বের করে দেয়া উচিত।

৫১| ০১ লা জুন, ২০১১ রাত ১০:৪৮

সহৃদয় বলেছেন:
ফর কই?

০১ লা জুন, ২০১১ রাত ১০:৫৬

ছোটমির্জা বলেছেন: ফর কই?
এটার অর্থ কি ভাই?

৫২| ০১ লা জুন, ২০১১ রাত ১১:০৭

বাতাসের রূপকথা বলেছেন: অনেক বলা এবং লেখার চেয়ে একবার শানিত কলম দিয়ে লেখা অনেক বেশী কার্যকরী। এখানে হারজিতের কিছু নাই। অবক্ষয়ের সমাজে একটা গাঁ মেরে বিপথগামী মানুষদের বুঝিয়ে দেয়া- মীর জাফর, ব্রুটাস, কেসিয়াসরা সবসময় এবং সকল সমাজে ছিল। আজকের ভেকধারীরা তার থেকে বিচ্ছিন্ন কিছু নয়।

০১ লা জুন, ২০১১ রাত ১১:৫৬

ছোটমির্জা বলেছেন:
জ্বি ভাই, ভাল বলেছেন।
মীর জাফর, ব্রুটাস, কেসিয়াসরা সবসময় এবং সকল সমাজে ছিল। আজকের ভেকধারীরা তার থেকে বিচ্ছিন্ন কিছু নয়।

সেটাই।
সমাজে এরা থাকবেই- এরাই আবার বলবে যে - আমরা ভাল লোক।
লোয়ার ক্লাস রাজনীতিবিদরাও ওদের চেয়ে হাজার গুন ভাল।


৫৩| ০১ লা জুন, ২০১১ রাত ১১:১৮

সাইফ বাঙ্‌গালী বলেছেন: আরও একটু কষ্ট করতে হবে মির্জা সাহেব। দিন বদলে যেতেই হবে, এ যুদ্ধ আমরাই জিতবো। তারপর ভয়ঙ্কর প্রতিশোধ নেয়া হবে। আর বাহবা সব সময় বিজয়িরাই পায়।
তারপর দেখবেন, নর্দমার শুককিট গুলোকে পাবলিকই পায়ে পিশে মারবে। আমি সেই দিনের কাজ করে যাচ্ছি, আমরা সেই দিনের অপেক্ষায় আছি।

আমন্ত্রন চাই বিপ্লব ( সকল মহান যোদ্ধাদের উদ্দেশ্যে, যারা পরিবর্তনের জন্য প্রাণ দিয়েছেন)

তোমাদের সুখ জোছনায় লাথি। থুথু তোমাদের রুটিতে। (ছবি ব্লগ)

০২ রা জুন, ২০১১ রাত ১২:০৪

ছোটমির্জা বলেছেন:
আমার কথা হল আমাকে কেন স্বাধীন দেশে কারও বিরুদ্ধ যুদ্ধ নামতে হবে।
কেন?
কেন?
কেন?

ওরা আমার বুকের ভিতরটা সড়কি দিয়ে বিদ্ধ করে সবটুকু জোর দিয়ে গলার ফাটিয়ে বলে- খবরদার চেঁচাবেননা, চেঁচালেই মানুষ আপনাকে বর্বর বলবে।
সেপ্টিক ট্যাংকের কীটের দল, তোদের আমরা কি ক্ষতি করেছি যে- আমার বুকের মাঝে রক্তের প্লাবন বইয়ে দিস!! আমজনতার ন্যুনতম মানবতা আছে বলেই তোরা ৭/৯ জন টিকে আছিস।
এই মানবতাকে দুর্বলতা ভেবেছিস মশকের দল?
ওরা শান্ত হলে আমার আর যুদ্ধ যেতে হবে না।

তাও দেখে আসব ভাই।
ভাল থাকবেন।





৫৪| ০১ লা জুন, ২০১১ রাত ১১:৫০

স্পেলবাইন্ডার বলেছেন:

ক্লাসিক লেখা!

০২ রা জুন, ২০১১ রাত ১২:০৫

ছোটমির্জা বলেছেন:
স্যরি ভাই ক্লাসিক লেখা না এটা।
এটা একটা বুকের আর্তনাদ।

ভাল থাকবেন।

৫৫| ০২ রা জুন, ২০১১ রাত ১২:০৮

ছোটমির্জা বলেছেন: যে সমস্ট তীব্র চুলকানী ওয়ালা নয়া নাস্তিক, ঘৃণ্য রাজাকার, দেশদ্রোহী শুশীল ভন্ড
আমার পোস্ট পড়ে গেছেন বা শুশীল নিকে এসে আমার পিঠ চাপড়ে ওয়েলডান বলে গেছেন -তাদের জন্যও শুভকামনা।
আসেন- বাংলার বুকে হিংসার বীজ বপন না করে পরপুরুষের জন্য আসল যৌথ খামার রেখে যাই।

০২ রা জুন, ২০১১ রাত ১:১২

ছোটমির্জা বলেছেন: বিবেকবাবু বলেছেন:: যে কেও যে কোনদিন ফিরে আসতে পারে ছোটমির্জা।
শুভকামনা।

৫৬| ০২ রা জুন, ২০১১ রাত ১২:৫৪

ছোটমির্জা বলেছেন:
স্যাড,
লাস্টের ''কুন্তল_এ''র কমেন্ট টা আন্সার লিখতে গিয়ে মুছে গেছে।
ভুল হয়ে গেছে- ক্ষমাপ্রার্থী।

০২ রা জুন, ২০১১ রাত ১:১২

ছোটমির্জা বলেছেন: ভাগ্যিস কুন্তল_এ ফিরে এসেছেন।
ভাল লাগছে, নৈলে মন খারাপ হয়ে থাকত।

৫৭| ০২ রা জুন, ২০১১ রাত ১:০২

কুন্তল_এ বলেছেন: আপনার কমেন্টের লাইন কোট করে বলি ... আসেন- বাংলার বুকে হিংসার বীজ বপন না করে পরপুরুষের জন্য আসল যৌথ খামার রেখে যাই।

অসাধারণ লেখা। ভাল থাকবেন। :)

[ :(( ]

০২ রা জুন, ২০১১ রাত ১:০৮

ছোটমির্জা বলেছেন: ব্লগে এসে পুরাই ভোদাই হয়ে গেলাম।
দুইটা ভার্সিটি পড়ে এলাম, কত মানুষের সাথে মিশলাম - কত রাজাকার তাড়ালাম।
কিন্তু এদের মত- নোংরা, সেপ্টিক ট্যাংকের কীটের দেখা পেলামনা কোথাও।
দেশটাকে ওরা কোথায় দেখতে চায়?

ভাই, আসল যৌথ খামারের জন্য দরকার ২ বা ৩ জেনারেশনের স্যাক্রিফাইস।
আমি আমার লেভেল থেকে শুরু করেছি।
আমি সারাদিন ধরে-দেশকে ভালবাসি ভালবাসি বলে চিল্লাইনা- দেশ কোন মানুষনা যে একে গলাবাজি দিয়ে বোজান যাব।
আসেন হাত লাগাই, কর্মী হই, কর্মী তৈরীতে সহায়তা করি।

উই শ্যাল ওভার কাম সামডে।

০২ রা জুন, ২০১১ রাত ১:১০

ছোটমির্জা বলেছেন: ভাই, ফিরে এসেছেন দেখে একটা শান্তি নিয়ে ঘুমুতে যেতে পারব।
কমেন্টা আপনার জন্যই লিখেছিলাম।

৫৮| ০২ রা জুন, ২০১১ রাত ১:১৫

জোকার৬৬৬ বলেছেন: ঠিকি, স্পেলুবাইন্ডারের মতো ছাগু এসে পিঠ চাপড়ে যায় যার, তার চে বেশি কে বুঝে!

হক মাউলা।

০২ রা জুন, ২০১১ রাত ১:৩৪

ছোটমির্জা বলেছেন:
আর কেও আসে নাই?

৫৯| ০২ রা জুন, ২০১১ রাত ১:২০

জোকার৬৬৬ বলেছেন: রক্তে নাচন লাগলে তাকে যুদ্ধ বানাতে চাই।
ভালবাসি মা, মানুষ, আলো, গল্প, কবিতা, বাংলাদশ!!! যে তার নিজের দেশের নামটাই ঠিক মতো বলতে পারেনা, সে এসেছে ফাল পড়তে!


পাগল, পানি কত রে?
- ওরে, গলা, গলা!!
পানিতে নেমে দেখি,
-ধুরো, পায়ের পাতাও ভেজে না!
পাগল তখন হাসে,
-খিক খিক খিক... (আরো কি সব আবল তাবল বলে!)

ঘটে ধুসর পদার্থ থাকলে বুইঝা নিও।

০২ রা জুন, ২০১১ রাত ১:৩৮

ছোটমির্জা বলেছেন: যে তার নিজের দেশের নামটাই ঠিক মতো বলতে পারেনা, সে এসেছে ফাল পড়তে!

ভুলটা ধরিয়ে দেবার জন্য ধন্যবাদ...মারাত্মক ভুল ছিল ওটা। ঠিক করে নিলাম।

সে এসেছে ফাল পড়তে! যে পাড়তে হবে আমি ঠিকই বুজে নিলাম।

৬০| ০২ রা জুন, ২০১১ রাত ১:৩৪

সুপান্থ সুরাহী বলেছেন:
এখানে কেউ একজন যুক্তি দিয়ে নাস্তিকদের সাথে ফাইট করার কথা বলেছেন...

এই নিয়ে আমার কিছু কথা...

যুক্তি দিয়ে কখনোই সত্য উদ্ধার হয়না... কারন যুক্তির একটা প্রবণতা হল ডালপালা মেলে দেযা...
যুক্তি যে দেয় তার একটা মানসিকতা হল হারবনা... আমার কলেজ জীবনে বিতর্ক প্রতিযোগিতা গুলো এর প্রমাণ আমরা কতযে সতসিদ্ধ সত্যকে যুক্তির বেড়াজালে আটকে দিয়ে বিজয়ী হয়েছি তার কোন হিসাব নেই।

আমার জীবনে প্রায় এক ডজনের উপরে ধর্মীয় বাহাসে এটেন্ড করার সুযোগ হয়েছে। আমি দেখেছি এখানে সবাই তার নিজের যুক্তিতে অটল । কেউ সত্য খোজার জন্য বাহাস করেনা। বহু বাহাসে দেখা গেছে একটা পক্ষ চরমভাবে ধরা খাওয়ার পরও তারা তাদের মত থেকে একটুও সরে আসেনি।বরং নতুন উদ্দমে নতুনভাবে তারা আবার মাঠে এসেছে। এবং পুনরায় চ্যালন্জে দিয়েছে। ফলাফল হয়েছে কিছু বিভাজন আর নতুন নতুন সামাজিক সমস্যা।

আমরা যদি একটু পেছনে ফিরে যাই তাহলে দেখব... ইরাকে যখন হালাকু খান তার ধ্বংস চালায় তার পূর্ব সময়টাতে ইরাকে ধর্ম, মাসলা, স্রষ্টা, মুতাজিলা, আশারিয়া সহ অনেক ফেরকার মানুষ নিয়মিত যুক্তি তর্ক করত কখনো কখনো এসব তর্কের মজলিশ মাসের পর মাস চলত। কিন্তু কখনই এসব তর্কের শেষ বলে কিছু থাকতনা। ফলাফল সভ্যতার এক ঐশ্বর্যপূর্ণ নগরের ধ্বংশ হয়েছিল একদল হটকারি মানুষের অবহেলায়।

হল জীবনে আমরা মাঝে মাঝে মুক্ত আলোচনা করতাম... একসময় এটাকে যুক্তিপূর্ণ আলোচনায় নিয়ে যাই ফল হল এর পেছনে পরে অনেক বন্ধু প্রমোশনই পায়নি । তারপর হল সুপার আমাদের যুক্তির মঞ্চকে বন্ধ করেদেন।

সামুতে প্রথম দিকে একজন নাস্তিকের কাছে আমার বেশ কয়েকটি প্রশ্ন ছিল এর থেকে ২নংটা হল...

২. আমি ব্লগে নতুন ।যতটুকো দেখলাম বিতর্কটা শান্তি বা সমাধান অন্বেষক নয়। সদা সংঘাত পূর্ণ । একে অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করছে অবিরাম । সহনশীলতা নাই বল্লেই চলে।
শতধা বিভক্ত জাতি কি কখনও গন্তব্য খুঁজে পায়?


উত্তরটা ছিল...

=> আসরে বিষয়টা হচ্ছে নিজের স্ব-পক্ষে যুক্তি প্রদর্শন করার বা নিজের বিশ্বাস-এর গ্রহণ-যোগ্যতা প্রদর্শনের... আপনি কি ব্রাজিল-এর সমর্থক-কে কখন-ও আর্জেন্টিনার সমর্থক-এ পরিণত করতে পারবেন???... তবু-ও দেখবেন বিতর্ক হয়...
আমাদের দূর্ভাগ্য... আমরা মানুষের ভালো কাজ-কে-ও তার অন্যান্য কাজের সাথে গুলিয়ে ফেলি... যেমন... আমার এই পোস্ট-এ মাইনাস!!!... আপনি কি এর কারণ জানেন???... কারণ হচ্ছে... নাস্তিক প্রভাষক-এর লেখা!!!... কি লিখলো... কেন লিখলো... কোনো বিবেচনার প্রয়োজন নেই!!!...
এখন আপনি-ই বলেন... এই-সব আস্তিক-দের থেকে আমরা কি পেতে পারি???...

বোল্ড করা অংশটুকোর পর এসবে আর রুচি পাইনি...

আমি মাঝে মাঝে পারিবারিক সিদ্ধান্তগুলোতে যুক্তি দিতাম অর্থাৎ আমার মতের পক্ষে একটু বেশিই পকপক করতাম...বড় চাচা একদিন বললেন তিনি ১৯৩৭ সালে ভারতে এক বিতর্কে তামাকে সোনা প্রমাণ করতে দেখেছিলেন... তাই বলে তামা কি সেদিন সোনার মর্যাদা পেয়েছিল..? আমাকে তিনি বলেছিলেন তোমার তথ্য ভান্ডার আর জ্ঞানীয় প্রসারতা থাকলে তুমি যুক্তি দিতে পারবে এবং একটা শাশ্বত বিষয়কেও সন্দেহের চাদরে আবৃত করতে পারবে।

তাই সবসময় যুক্তিই মুক্তি এ মতবাদ তোমাকে প্রতিহিংসাপরায়ন ও চরম বেয়াদব করে তুলবে।

আমরা যারা ব্লগে যুক্তির ফেরিওয়ালা তারা কি আমার চাচার বক্তব্যের বাইরে যেতে পারছি?

ভাই আমি এখন একটা জিনিস কে এভয়েড করতে চাই তা হল আচাইরা ক্যাচাইল্যা যুক্তি...

তারা হয়তো আমাকে মুর্খ বলবে ...

তাতে কিসসু আসে যায়না। দুই দিনের দুনিয়াতে যদি যুক্তির পিছেই যায়গা পৌনে দুই দিন তাইলে বাকি কাম কখন করুম...?


সালামসহ বিদায়...র্

০২ রা জুন, ২০১১ রাত ১:৪৬

ছোটমির্জা বলেছেন: তাতে কিসসু আসে যায়না। দুই দিনের দুনিয়াতে যদি যুক্তির পিছেই যায়গা পৌনে দুই দিন তাইলে বাকি কাম কখন করুম...?

চমৎকার করে লিখেছেন।
লাস্ট তিনদিনে আমি ৭/১০ ঘন্টা ব্লগে। এটাই কি মেলা ক্ষতি না।
আমার ও কিছু আসে যায়না।
আমি মেলাদিন পরে বেশকিছুক্ষণ ব্লগে কাটালাম।
ধন্যবাদ।
ওরা আসলেই -ডাল,পালা, পাতা, শিরা-উপশিরা, জাইলেম, অনু-পরমাণু, নিউক্লিয়াস নিয়ে তর্কের পর তর্ক করেই যাবে।

৬১| ০২ রা জুন, ২০১১ সকাল ১১:২৯

সহৃদয় বলেছেন:
ভাই এট্টু মজাক করলাম মানে আপ্নের নামের শেষে ফর লাগাইলে কেমুন হয় তাই ভাবতাসিলাম...।।
কিছু মনে নিয়েন না ।
কবিতা আসলেই ভালো হইসে। B:-)

০২ রা জুন, ২০১১ সন্ধ্যা ৭:০১

ছোটমির্জা বলেছেন: রবার্ট ক্লাইভ!!
ওমাই আল্লাহ

৬২| ০২ রা জুন, ২০১১ বিকাল ৪:২৭

আকাশের তারাগুলি বলেছেন: @সুপান্থ সুরাহী বলেছেন:
যুক্তির কথা বলা হয় নাই, যুক্তির পিঠে যুক্তি থাকে তার পিঠেও থাকে। সেটা ভিন্ন জিনিস। যখন নাস্তিকরা কুরআনের রেফারেন্স দেয় হাদীসের কথা বলে তখন আস্তিকরা অবশ্যই এটাকে মিথ্যা প্রমান করতে হবে যদি ব্লগে গিয়ে খেলা শুরু করেন।
আর যদি ওদের পছন্দ না হয় তবে কোনকথা ছাড়াই লাত্থি উষ্ঠা মেরে আসেন, আলোচনার ধার না ধারে। আলোচনা করতে যাবেন পাল্ট যুক্তি দিবেন আর হেরে গিয়ে গালাগালি করবেন তাতো হয়না।
তিনটা একটা বেছে নিতে হবে

১) এসব পোস্টে এটেনড না করা
২) আলোচনায় গিয়ে উহাদের কালপ্রিট বানিয়ে আসা।
৩) তোর লগে কোন কথা নাই, পাইলেই পিটামু টাইপের।

কিন্ত জগাখিচুড়ি বানিয়ে না পেরে গালি গালাজ করে আসা নিশ্চয় সঠিক নয়, মোটেই।

যদি গালিগালাজ করা উচিত মনে করা হয় তবে গালি বিষয়ক একটা ইনিস্টিটিউট করা দরকার।

০২ রা জুন, ২০১১ রাত ১০:৩৯

ছোটমির্জা বলেছেন: ওয়েটিং ফর -সুপান্থ সুরাহী

৬৩| ০২ রা জুন, ২০১১ বিকাল ৫:১৭

মোঃ আরিফ রায়হান মাহি বলেছেন: জোকার৬৬৬ এর পেছনে কে জানতে মন চায়।

এই পোস্ট টা সে কি ঠিক মত বুঝতে পেরেছে কিনা তাও জানতে মন চায়।

০২ রা জুন, ২০১১ রাত ৯:২৪

ছোটমির্জা বলেছেন: আমার ধারনা আপনি তাকে পার্সোনালী চেনেন-শুধু শিওর হতে পার্ছেন না। আমিও না। তয় বাঁদুড় শ্রেনীর কেও হবে।
বাঁদুড়েরা ভাল থাক।

৬৪| ০২ রা জুন, ২০১১ রাত ৮:১১

ময়নামতি বলেছেন: আপনার লেখার সারমর্ম অনেক কঠিন,

যারা অন্য ধর্মের প্রতি বিদ্বেষ পোষণ করে তাদের কথা বাদ দিলাম কিন্তু যারা নিজ ধর্মের বিরুদ্ধে বিশোদগার করে তাদের সহ্য করা কঠিন ।

সস্তা জনপ্রিয়তার জন্য ধর্ম বিদ্বেষ অনেক বড় হাতিয়ার , রাজাকার , মুক্তিযুদ্ধ এগুলি অন্যকে টার্গেট করার বাহন ছাড়া আর কি?
ধন্যবাদ সহমত।

০২ রা জুন, ২০১১ রাত ৮:৫৯

ছোটমির্জা বলেছেন:
সেটাও মেলা ভাবনার বিষয় ভাই।
আমি বুঝিনা ব্লগের মত এটা পাব্লিক প্লেসে ওরা কিভাবে ধর্মকে এমন কুৎসিতভাবে আক্রমন করে।

ওদের লক্ষ সুস্হ্যনা।
ওরা নিজেরাও ।

আর সস্তা জনপ্রিয়তার লক্ষ্যে অনেকেই আমিত্ব বিসর্জন দিচ্ছেন।
এটাও একধরনের মেরুদন্ডহীনতা।

৬৫| ০২ রা জুন, ২০১১ রাত ৯:২৯

প্রজন্ম৮৬ বলেছেন: সুপান্থ সুরাহী'র মন্তব্যটা খুব ভাল লাগলো
আর
আপনার এই কথাটা

'সেপ্টিক ট্যাংকের কীটের দল, তোদের আমরা কি ক্ষতি করেছি যে- আমার বুকের মাঝে রক্তের প্লাবন বইয়ে দিস!! আমজনতার ন্যুনতম মানবতা আছে বলেই তোরা ৭/৯ জন টিকে আছিস।
এই মানবতাকে দুর্বলতা ভেবেছিস মশকের দল?'



আস্তিকদের মাঝে কিছু আছে ইনফেরিওরিটি কমপ্লেক্সে ভুগে। উল্টা-পাল্টা রেফারেন্স আর 'মোর মাথা ভরা যুক্তি' শুনে মনে করে ওরা কি না কি নইলে গতকিছুদিন যাবৎ মেহেদী পরাগ যে ব্লগানাস্তিকদের সব কথাই অন্ত:সারশুন্য প্রমান করে দিচ্ছে সেটা তারা দেখেও দেখে না।কিন্তু আবাল টাইপের কোন আস্তিক যদি শরীয়া আইন চাই বলে পোস্ট দেয় সেখানে যেয়ে বলে 'এই তো প্রমান আস্তিকরা বাড়াবারি করে। আরো কিছু মুসলিম পাইবেন মুসলমানদের মুখে থু থু দেয়ার জন্যই ঘুরাঘুরি করে।

ওদের জন্য শুধুই করুনা তবে এটা নতুন কিছু নয় কারন বাবা একটা গল্প শুনাতো ' ছেলে বাজার থেকে ফিরে এসে বাসায় বলতেছে, মা, আজকে বাজারে আব্বার সাথে এক লোকের ধাক্কা লাগার পরে ঐলোক রাগ করে আব্বাকে জুতা দিয়া ২টা বাড়ি মারছে তবে তুমি চিন্তা কইরো না আমারে ওরা কিছু বলে নাই।

আমি আশাহত নই কারন এই রকম হীন চরিত্র যেমন আছে তেমন ছোটমির্জারাও আছে। একথা বললাম, কারন আমার জানামতে আপনার পরিচিতি অনেক এবং এই পর্যন্ত আপনাকে ব্যাক্তিআক্রমনও করা হয় নাই তবুও আপনি প্রতিবাদী হয়েছেন শুধুমাত্র নিজের বিবেকের তাড়নায়।

এরকম মানুষ ছিল এবং থাকবে বলেই সেপ্টিক ট্যাংকের সাইকোগুলো আজ পর্যন্ত দুনিয়ার ইতিহাসে প্রকাশ্যে জনসম্মুখ্যে আসতে পারে নাই এবং পারবেও না বিশ্বাস করি।

০২ রা জুন, ২০১১ রাত ১০:৩১

ছোটমির্জা বলেছেন: প্রজন্ম৮৬ , ভাই কি বলে যে ধন্যবাদ দেব এমন চমৎকার মন্তব্য করার জন্য।
এত সুন্দর করে গুছিয়ে ক'জনা লিখতে পারে!!
ব্লগে তেমন সময় দিতে পারিনা, উপার ও নাই। সব কিছু নজরেও আসেনা।
সব জানার দরকারও নাই।

কিন্তু আস্তিকেরা কেও একজন 'শরীয়াহ আইন চাই' বলে কমেন্ট দিলে গালি কেন খেতে হবে? এখানে নাস্তিকেরা দল ধরে তার সমালোচনা না করে কেন তারে মুল বিষয়ের বাইরের বিষয় নিয়ে নোংরা ও হিংস্র আক্রমন করবে? কেন মহান আল্লাহ, নবী (সাঃ) নিয়ে কুৎসিত মিথ্যে প্ররোচনা দেবে?
এমন কি হতে পারতনা, যে ঐ ব্লগ নাস্তিকেরাও তাদের ''নাস্তিক্যের মহান দিক'' নামে পোস্ট দিলে?
এখানে আবার আস্তিকেরা তার সমালোচনা করতে পারে।
আমার দেখামতে - ব্লগের নব্য নাস্তিকেরাই বেশী আক্রমনাত্মক ও নোংরা, অশ্লীল ও অশালীন ভাষা, স্ট্রটেজি, দলবল করে থাকে বেহুদাই।

সুপান্হ ভাইকে ধন্যবাদ।
আপনাকেও আমার ভাল লাগে ভাই।
লিখে যান- থামবেন না।

৬৬| ০২ রা জুন, ২০১১ রাত ১০:৩৯

ছোটমির্জা বলেছেন:
আমি জানিনা ব্লগ নাস্তিকদের ইস্যু কেন- প্রযুক্তি, সমাজ, রাজনীতি, দর্শন, অর্থনীতি না।
কেন শুধু ধর্ম, এবং কেবন ইসলাম ধর্ম ও নবী (সাঃ)?


ইসলামের মুল ৫টি বিষয় ও এরা বিবেচনায় আনেনা।
কালেমা,
নামায,
রোজা,
হাজ্ব
যাকাত

এই গুলার খারাপ কি কেও কোনদইন কৈলনা।

আর নবী করিম (সাঃ) পুরো মানব জাতির জন্য যে চেন্জ এনেছেন এই ১৪০০+ বছরে তা আর কারও দ্বারা সম্ভব হয়নি. চেন্জমেকারদের জীবন আমার আপনার গাধার মত হৈলে কি পরিবর্তন আনা সম্ভব। স্মরণ করা দর্কার যে, উনাকে কুরাইশরাই ''আলআমিন'' উপাধি দিয়েছিল।
চার বিয়ে করা ইসলামে বৈধতা দিয়েও সবচেয়ে অনুৎসাহিত করা হয়েছে।
-আগের বৌদের অনুমতি লাগবে।
-সকল স্ত্রীকে সমান ব্যবহার দিতে হবে (প্রায় অসম্ভব কাজ)
-শারীরিক, আর্থিক ভাবে সামর্থ্যবা হতে হবে।
এখন ২য় বিবাহতো দেখাই যায়না।
আর'' প্রাকৃতিকভাবেই মেয়েদের যৌবনকাল (৪৫/৬০ বছর )ছেলেদের(৬৫+) চেয়ে কম''। সেটাও একটা কারন।

শুনেছি- কন্যাদায়গ্রস্হ মেয়েকে বাঁচাতে বা বিধবাকে বিবাহ কর্তেও অনেকে দুই বিয়ে করেন।
আর আমার কাছে মনে হয়েছে বহুগামীতা ঠেকাতেই এই ব্যবস্হা। সিফিলিস, এইডস, গনোরিয়া, হেপা-বি/সি কৈ থিকা এল?
নেটে শিশু-কন্যা-মেয়েদেরকে কে পণ্য বানাইছে, নারী পাচার, বেশ্যালয় কে বানাইছে?
ইসলাম!!

নবী করিম (সাঃ) একাধিক বিয়ে করা নিয়ে প্যাঁচাকের চেয়ে এগুলো রোধের জন্য কিছু করেন। আমাকে পাবেন।


শরৎবাবুর গল্প বা উপন্যাস পড়ে থাকলে বা হিন্দুদের আর্য+আর্য পরবর্তী যুগের মেয়েদের ''হৈমন্তী'' টাইপ গল্পের সাথে মিলালে দেখবে ৫,৬,৭,৮,৯ বছরেই বিয়ে হয়ে যেত।
''সতীদাহ প্রথা''- কথা একবার চিন্তা করেন।
১১ বছরের একটা মেয়ের ৬০ বছরের বর মারা গেলে তাকে -নিরামিষ খেয়ে জীবন কাটাতে হত-পরপুরুষের দিকে তাকানই নিষেধ ছিল ২য় বরের কথা ভাবাতো দুরের কথা। আহারে যৌবন!! এগুলো নিয়ে কি আপনারা ভেবেছেন।
এখন পর্যন্ত হিন্দু মেয়েরা বাবার সম্পদের উত্তরাধিকারী হয় না।
সে সব নিয়েও ঐ ধর্ম টিকে আছে।তা নিয়ে আমার চুলকানিও নাই।

কন্যা শিশুর ভ্রুণ হত্যা ভারতে ২০০১ সাল থেকে ৪% বেড়েছে। আর আইয়ামে জাহেলিয়ার যুগের কথা বাদ দিলাম।
ইসলাম নারীকে যে সন্মান দিছে তার অর্ধেকেও কেও দেয়নি।
মা-বৌ-বোন হিসেবে।

এই কলিকালে শুদ্ধ ধার্মিক হওয়া কষ্টের। আমি নিজেও তা নৈ।
তবুও আমি -ইসলাম নামের বৃত্তের ভিতরের একজন''
আমি ন্যায়-অন্যায় যা করি তার জন্য বিচার-বিধি-বিধান আছে।
আমি জানি-দুনিয়া ক্ষনিকের ১০০ বছরের বেশী না।
আমার দাদা, আপনার দাদা মারা গিয়ে কোথায় কেমন আছে জানিনা।
ধর্ম বিশ্বাস করে আমি কমকিছু পাইনি ঐ ট্যাংকের পোকা( টিপি ) দের চেয়ে। পরকাল বলে কিছু নিশ্চয় আছে, না থাকলেও ক্ষতি কি? জীবনে সবকিছু পেতে চাইনা।
সামাজিক ভাবে সুস্হ্য জীবন ঐ লেঁজাকাটাদের নাই ।

আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন।

০২ রা জুন, ২০১১ রাত ১০:৫২

ছোটমির্জা বলেছেন: আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন।

৬৭| ০২ রা জুন, ২০১১ রাত ১০:৪৪

আতরআলী বলেছেন: ছোটমির্জার দাঁড়ি আছে। আমিনীর দাঁড়ি আছে । পাটনা ছাগলেরও দাঁড়ি আছে। তিনটারই চেহারা প্রায় কাছাকাছি। আরো ভালো হতো যদি বলদেরও দাঁড়ি থাকতো।

০২ রা জুন, ২০১১ রাত ১০:৫২

ছোটমির্জা বলেছেন:
আতরআলী, স্যার আপ্নি কি টিপি টেষ্টে পজিটিভ। (নিচের কমেন্ট দ্র:)
ঝান্তাম্না।
ইয়ে, ডারউনেরও দাঁড়ি ছিল খিন্তক।

আর একবার সুযোগ পাবেন ভাই।

০২ রা জুন, ২০১১ রাত ১০:৫৩

ছোটমির্জা বলেছেন: যুক্তিবিদ্যা ভালু হৈচে !!!- আতরআলীর ও দাড়ি য়াছে।

৬৮| ০২ রা জুন, ২০১১ রাত ১০:৪৮

ছোটমির্জা বলেছেন:
বিবেকবাবু,

TP, টিপি টেস্ট একটা টার্ম বানামু নাকি!!
(T- তেলা P-পোকা, ট্যাংকের পোকা দুটোই হয়।

ট্যাংকের পোকা সম্পর্কে বলেছি-

তেলাপোকা হৈল-
১।অতিকায় হস্তী লোপ পাইয়াছে কিন্তু ইনারা টিকে আছেন,
২। মেরুদন্ডহীন- অথর্ব
৩। মারাত্মক পরিবেশেও টিকে থাকে
৪। কমোডে,বাসি-পঁচা খাবারে এরা আছেন
৫। নোংরা ছাড়া চোখে কিছুই দেখেনা
৬। কামড়াতেও পারে।)

০২ রা জুন, ২০১১ রাত ১১:০২

ছোটমির্জা বলেছেন:
তেলাপোকা বা সেপ্টিক ট্যাংকের পোকা!!

কাউকে যেন সামনে নাই এমন- নিজ আচরি ধর্ম অন্যরে শিখাও।

৬৯| ০২ রা জুন, ২০১১ রাত ১১:০০

কর্ন বলেছেন: মুসলমানের মুক্তি ঘটে নি, কারণ তারা অতীত ও তাদের
মহাপুরুষদের সম্পর্কে কোনো সত্যনিষ্ঠ
আলোচনা করতে দেয় না।
.।হুমায়ুন আজাদ

০২ রা জুন, ২০১১ রাত ১১:০৩

ছোটমির্জা বলেছেন: সত্যনিষ্ঠ আলোচনা মানে কি?
৬৬ নং প্যার দেখুন।

৭০| ০২ রা জুন, ২০১১ রাত ১১:১৩

কর্ন বলেছেন: মির্জা সাহেব যদিও আপনি লিখেছেন

ব্লগের তীব্র চুলকানীওয়ালা নয়া নাস্তিক, ঘৃণ্য রাজাকার ও দেশদ্রোহী শুশীল ও বাঁদুড়দের স্মরণে

আসলে ঘৃণ্য রাজাকার ও দেশদ্রোহী শুশীল ও বাঁদুড়দের এইটা গৌন । আই পোষ্ট মূলত নাস্তিক দের লক্ষ করে ।

এই ব্লগে আমি আগে দেখেছি আস্তিক রা ধর্মের নামে অনেক কিছু খারাপ কে ভালো বলতো । প্রতিবাদ করলে ব্যান চাই ব্যান চাই বলে চিত্কার করতো । আজকাল কম কেন না নাস্তিকরা অনেক বেশি সক্রিয় ।

আজকেও একটা সাম্প্রদায়িক পোষ্ট দেখলাম ওং মা অথবা দুগ্গা দুগ্গা বলে সংবিধান লেখা শুরু করি


ধীবর এর সাম্প্রদায়িক পোষ্ট দিলো । কই আপনারা তো কেও এইসব পোষ্টের প্রতিবাদ করেন না !


এইসব পোষ্টের প্রতিবাদ করতে এগিয়ে এসে নাস্তিক এবং অজ্ঞেয়বাদীরা ।


০২ রা জুন, ২০১১ রাত ১১:৩৫

ছোটমির্জা বলেছেন:
আসলে ঘৃণ্য রাজাকার ও দেশদ্রোহী শুশীল ও বাঁদুড়দের এইটা গৌন ।
স্বীকার কর্লাম, ব্যাপারটা এমনই হয়ে গেছে।
আসলে ওরা কেউ ডিফেন্ড করে নাই।
আমি এই পোস্টটা এমন হিট ব্লগ হবে তাও ভাবি নাই।


কর্ন, আপনি বলেছেন:এইসব পোষ্টের প্রতিবাদ করতে এগিয়ে এসে নাস্তিক এবং অজ্ঞেয়বাদীরা । তাও স্বীকার কর্লাম। আমি ধীবরের পোস্টে এডিট চেয়েছিলাম।
পরে শুনলাম ওকে শাস্তি দেয়া হয়েছে।

এবার কর্ন ভাই বলেন, ধীবরের পোস্টের মানুষগুলি কি কেও এমনই অচ্ছুত!! যেমনটা আপনি '''মহাপুরুষদের সম্পর্কে কোনো সত্যনিষ্ঠ
আলোচনা করতে দেয় না'' বলে বলেছেন ঐ মহাপুরুষদের চেয়ে?

সেখানে- আল্লাহ, নবী (সাঃ) কে ডিরেক্ট যে নোংরা কথা বলা হয়েছে তার জন্য কি করেছেন?
মডুরাই বা কি করেছে? ২২০ দেশেই যারা পরম শ্রদ্ধেয় তাদের এমন অশ্লীলভাবে কেন আক্রমন করা হয়?

৭১| ০২ রা জুন, ২০১১ রাত ১১:৩৮

জিসান শা ইকরাম বলেছেন:
ছুড মির্জা ,
(ব্লগের তীব্র চুলকানীওয়ালা নয়া নাস্তিক, ঘৃণ্য রাজাকার ও দেশদ্রোহী শুশীল ও বাঁদুড়দের স্মরণে) - যাদের কার-ও কাছেই দেশ নিরাপদ না।

১। নয়া নাস্তিক
২। ঘৃণ্য রাজাকার
৩। দেশদ্রোহী শুশীল

আসো নতুন ভাবে আলোচনা শুরুকরি। তোমার লেখার মুল সুর থেকে।
তোমার লেখা তেজী কবিতা, উপরের মন্তব্য ও তোমার জবাব। কতটা ধরে রাখতে পেরেছ, তোমার মুল পয়েন্ট ৩ টিকে ?

আসুন সবাই আবেগের উর্ধে উঠে আলোচনা করি।

০২ রা জুন, ২০১১ রাত ১১:৫৪

ছোটমির্জা বলেছেন: খাইছে!!
আপ্নি এসে হাজির!!
তীব্র চুলকানীওয়ালা নয়া নাস্তিক হবে।
আমি কর্নের কমেন্টান্সারেই বলেছি-সকালেও বলেছি।
ওকে।

৭২| ০৩ রা জুন, ২০১১ রাত ১২:০৪

জিসান শা ইকরাম বলেছেন:
তোমার এই পোষ্ট দেখে হঠাৎ
নতুন এক চিন্তার দরজা খুলে গেল :)

সব কিছু মিলিয়ে কারা গোল দিচ্ছে ?

০৩ রা জুন, ২০১১ রাত ১২:১১

ছোটমির্জা বলেছেন: আমি আরও একটু কিলিয়ার হয়ে নেই।

তীব্র চুলকানীওয়ালা নয়া নাস্তিকেরা যদি ওদের ওদের ফেভারে বেগার খাঁটে তার ফল ''ঘৃণ্য রাজাকার'' ও তাদের অনুগামীরা নিচ্ছে।
কারণ ওরা মগজ ওয়ালা আস্তিক পেলেই তাকে ওদের দলে ফেলে দিতে চায়।
হুম, তাইলে?

৭৩| ০৩ রা জুন, ২০১১ রাত ১:০৫

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: এটাই বেশী প্যাথেটিক ব্যাপার- কোন সেপ্টিক ট্যাংকের কীটগুলারই ফ্যামিলি লাইফ বলে তেমন কিছু নাই। দেশকেও ওরা মুখ দিয়েই ভালবাসে- আর ফেনা তোলে অন্ধকারে।
মদ, গাঁজা, সিগারেট সহ নানাবিদ নেশাকে নিত্য সংগী করে আমাদেরকে দেশপ্রেম শেখাতে আসে।


আরো একটা কম বলেছেন, হবে এরকম " নারী, মদ, গাঁজা, সিগারেট সহ নানাবিদ নেশাকে নিত্য সংগী করে আমাদেরকে দেশপ্রেম শেখাতে আসে"

০৩ রা জুন, ২০১১ সকাল ১১:৩৯

ছোটমির্জা বলেছেন: আমার দুঃখ হল- মানুষে মানুষে হানাহানি বাঁধান ছাড়া এদেরকি আর কোন কাজ নাই।

৭৪| ০৪ ঠা জুন, ২০১১ রাত ৯:২৯

জুল ভার্ন বলেছেন: সময়োচিত লেখায় ২১ তম ভালো লাগলো জানালাম।

০৫ ই জুন, ২০১১ সকাল ১১:১৯

ছোটমির্জা বলেছেন: থাংকস জুল ভার্ন ভাই।
২১ শব্দটাই কি ভীষন অন্যরকম।
২১ শব্দটা যে শুধুই আমাদের।

৭৫| ০৫ ই জুন, ২০১১ ভোর ৬:০২

সারওয়ার ইবনে কায়সার বলেছেন: দুর্দান্ত...
ফাটাফাটি হইসে ৬৬ নাম্মার কমেন্টও........

সম মিলায়ে মনের কথা বলে দিলেন।

০৫ ই জুন, ২০১১ সকাল ১১:২১

ছোটমির্জা বলেছেন: ৬৬ নং ও পড়েছেন?
ভাল পাঠক পাওয়া গেল একজন।
এত ছোট কমেন্টও মন ছুয়ে গেল।
ভাল লাগা-একরাশ।

৭৬| ০৫ ই জুন, ২০১১ ভোর ৬:৩৫

মেহদী১০ বলেছেন: জটিল মির্জাসাহেব । আপনার এতগুন আর সাহস আছে আগে বুঝি নাই । কারন ওদের বিরুদ্ধে কেউ কথা বলে না যেটা আপনি বলতে পারছেন ।

০৫ ই জুন, ২০১১ সকাল ১১:২৩

ছোটমির্জা বলেছেন: আমি ওদের বিরুদ্ধ কথা বলতে ব্লগে আসি নাইরে ভাই।
অবস্হার প্রয়োজনেই এই পোস্ট সৃষ্টি হৈছে।

৭৭| ০৫ ই জুন, ২০১১ সকাল ৭:৪৯

রেজোওয়ানা বলেছেন: ধর্ম (সকল ধর্মকেই বুঝাচ্ছি, শুধু মাত্র ইসলাম না) আমার অভিজ্ঞান কম, এই বিষয়ের যুক্তিতর্কেরও শেষ নেই, তাই সাধারণত ধর্ম বিষয়ক পোস্টগুলোতে মন্তব্য করার বিষয়ে তেমন একটা উৎসাহ পাই না। তবে এটুকু বুঝি যে, কারো ধর্ম বিশ্বাসে আঘাত করা ঠিক না, আর এখন মনে হয় ধর্ম প্রচারের দিনও শেষ হয়েছে। মানুষ যথেষ্ট সচেতন, সে নিজেই বেছে নেবে কোন ধর্ম সে গ্রহণ করবে বা অদৌ করবে কিনা!

০৫ ই জুন, ২০১১ সকাল ১১:২৭

ছোটমির্জা বলেছেন: রেজু আপু, ''তবে এটুকু বুঝি যে, কারো ধর্ম বিশ্বাসে আঘাত করা ঠিক না, আর এখন মনে হয় ধর্ম প্রচারের দিনও শেষ হয়েছে। মানুষ যথেষ্ট সচেতন, সে নিজেই বেছে নেবে কোন ধর্ম সে গ্রহণ করবে বা অদৌ করবে কিনা!''

এই কথার অর্ধেক ও যদি কেও বুজত তাইলে আমাকে এত নির্মম লেখা লিখতে হতনা।
ভাল থাকিও।
(হাম্বুরাবীর আইন দর্কার আছে, তাইনা?)

৭৮| ০৫ ই জুন, ২০১১ সকাল ৯:০৪

বিবর্ন বেদনা বলেছেন: নয়া নাস্তিক গুলার আতলামি দেখে সবচেয়ে অবাক লাগে।নাস্তিক মানেই নাকি মুক্তমনা।হা হা প গে

০৫ ই জুন, ২০১১ সকাল ১১:২৮

ছোটমির্জা বলেছেন: ব্লগ নাস্তিক মানেই নাকি মুক্তমনা।হা হা প গে

-পইড়েন না ভাই। আজ হরতালের দিন। রিলাক্সে থাকেন।

৭৯| ০৫ ই জুন, ২০১১ সকাল ১০:০৬

হুপফূলফরইভার বলেছেন: উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ
আমরা প্রচার করিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ



নর্দমায় বসবাসকেই যারা নিজেদের বসবাসের জন্য স্থায়ী করে নিয়েছে এমন সব দুর্গন্ধময় পোকা দেখেছেন?
শুয়োপোকাও কি দেখেছেন?

প্রজাপতি কিংবা গুবর পোকা হিসেবে আত্মপ্রকাশের আগে জন্মপ্রক্রিয়ায় এদের মধ্যে কিন্তু খুব একটা পার্থক্য নেই


পার্থক্যটা ভূমিস্ঠ হবার পর পরেই স্পস্ট হয়ে যায়, কেউ একরাশি স্বপ্নবিলায়, উড়োউড়ো স্বপ্ন, ভুবনটা গড়তে চায় নিজের মত পরিচ্ছন্ন পরিবেশে।

আর অন্যদল নিজেরা নিজেদের পায়ুপথ লেহন আর তিনটা পাচটা সাতটা পা দিয়ে নর্দমা সারা গায়ে মেখে অন্যের গায়েও লাগাতে চায়। পারে না, কারন মেরোদন্ডহীণ ক্ষীনকায় এমন দুর্বল গা নিয়ে ঠিক মত ময়লা ছিটানোর মত শক্তিই যাদের নাই, বরজোর নিজেদের গায়ে নিজেরা লেপ্টে দিতে পারে! তারা কিভাবে অন্য কে সুন্দর সকালের স্বপ্ন দেবে?

প্রজাপতি কি ওদের আস্তানায় গিয়ে নিজেকেও কলুষিত করবে নাকি?
প্রজাপতি নিজ হাতে স্বপ্ন তৈরী আর তা আশেপাশের পরিবেশে ছড়িয়ে ছিটিয়ে একটা সুন্দর ভুবন গড়ার কাজে ব্যাস্ত~ পিপিলিকাও পোকা হিসেবে এদের চাইতে অনেক বেটার, কিভাবে গড়তে হয় তার দিব্য উদাহরন।


[যারা কচুরীপানার শিকড় আকড়ে ধরে রাখা আস্তিক তাদের নিয়ে কিচ্ছু বলার নাই, বাবা তোরা কচুরীপানা আকড়ে ধরে থাক! তোদের কাজই হল------------------নাহ! ক্যাচালে যেতে চাই না :P :P :P ;) ;) সময় কম! :P ;) ;) ]

যারা অন্যের পায়ুপথ চেটে আত্মসুখে বিভোর এমন সব তথাকথিত নাস্তিকের ধ্বজাধারী গুবরপোকাদের নিয়ে একটা মুহুর্তও নস্ট করতে চাই না~

আমি ভাল করেই জানি এই সমাজের প্রতি আমার কিছু দায়বদ্ধতা আছে, আমার এই ছোট্ট সময়ে আমাকে অনেক কিছু করতে হবে দিতে হবে, স্বপ্ন বিলোতে হবে , স্বপ্ন বুনতে হবে আপন মনে, গড়তে হবে সুন্দর আলোকিত একটা পরিবেশের বুনিয়াদ, হোক না আমার ছোট্ট পরিসরে!

শেষমেষ আমার অসম্ভব প্রিয় একটা গান শুনতে পারেন ইচ্ছে হলে, যে গানের প্রতিটা কথা শুনে আমি বার বার ইন্সপায়ার্ড হই এমন একটা গান!

০৫ ই জুন, ২০১১ সকাল ১১:৩১

ছোটমির্জা বলেছেন: নিজেরা নিজেদের পায়ুপথ লেহন আর তিনটা পাচটা সাতটা পা দিয়ে নর্দমা সারা গায়ে মেখে অন্যের গায়েও লাগাতে চায়। পারে না, কারন মেরোদন্ডহীণ ক্ষীনকায় এমন দুর্বল গা নিয়ে ঠিক মত ময়লা ছিটানোর মত শক্তিই যাদের নাই, বরজোর নিজেদের গায়ে নিজেরা লেপ্টে দিতে পারে! তারা কিভাবে অন্য কে সুন্দর সকালের স্বপ্ন দেবে?

- মারত্মক আত্মবিশ্বাস ভাই। আমিও আজ তা স্বীকার করে নিলুম।

৮০| ০৫ ই জুন, ২০১১ সকাল ১১:২৬

েপচাইললা বলেছেন: প্রিয়তে নিলাম...


আর আপনার জন্য...?
মনের গহীন থেকে সশ্রদ্ধ স্যালুট...

০৫ ই জুন, ২০১১ সকাল ১১:৩২

ছোটমির্জা বলেছেন: েপচাইললা , আমি তেমন কেউনা। ভাল লাগল।
তয়-েপচাইললা কেন আপনি, ভাই?

৮১| ০৫ ই জুন, ২০১১ সকাল ১১:৪৩

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: (ব্লগের তীব্র চুলকানীওয়ালা নয়া নাস্তিক, ঘৃণ্য রাজাকার ও দেশদ্রোহী শুশীল ও বাঁদুড়দের স্মরণে) - যাদের কার-ও কাছেই দেশ নিরাপদ না।

জটিল দিয়েছেন মির্জা ভাই !! কঠিন !! কিন্তু জানেনতো, কুত্তার লেজ কখনো সোজা হয় না, তবুও দোয়া করি এরা যেন সোজা হয়... :)

০৫ ই জুন, ২০১১ সকাল ১১:৫৮

ছোটমির্জা বলেছেন: ঐ পোস্টে গিয়া দেখেন জহিরুল ভাই।
লেজ বেড়িয়ে গেছে কয়েকটার..।

ভাল লাগল পাশে পেয়ে।

৮২| ০৫ ই জুন, ২০১১ দুপুর ১২:১৬

সুপান্থ সুরাহী বলেছেন:
@= আকাশের তারাগুলি ৬২ নং কমেন্ট...

ব্লগীয় নাস্তিকদের যেসব অভিযোগ বা প্রশ্ন এনিয়ে হাজার হাজার পৃষ্ঠা লেখা হয়েছে আরো আগেই...
ব্লগেও ওদের নানা মন্তব্যেরও যৌক্তিক জবাব দেয়া হয়েছে অনেকবার...কিন্তু এসব ওরা কেয়ার না করে যখনই এদের কথার কোন অকাট্য যুক্তি দেয়া হয়...
কমন একটা কথা শুনতে হয়, তা হল আস্তিকদের বুদ্ধি হাটুর নিচে বা এই টুকো বুদ্ধি নিয়অ বোলগাইতে আও টাইপ

ব্লগে যারা (দু একজন বাদে ) আকাইম্যা নাস্তিক তারা কেন এই বিতর্ক করে?

আমার পর্যবেক্ষণ... বিকৃত একটা মন ওদের আছে তাই তারা ক্যাচাল করে জাস্ট ফর বিনোদন...
সত্যের নাগাল পাওয়ার জন্য এরা এমন করেনা ... এটা বুঝা যায় এদের হারবনা মানসিকতা থেকে।

আর কোরআন হাদীস থেকে ওরা যা কোট করে তার জবাব দেয়া হলে কী হয়...
যখন এদের বলার মত কিছু থাকেনা তখন হয় প্রসঙ্গ পাল্টায় নয় খিস্তি খেউরের মিছিল নামায়...

সো ওরা ওদের অকৃতজ্ঞতা নিয়ে থাকুক
...সত্য আপন আলোয় উদ্ভাসিত হবেই...

এই পোস্টে আমার যা বলার বলে দিয়েছি...
যাই সত্য ও সুন্দরের পথে পথ হাটি...

৮৩| ০৫ ই জুন, ২০১১ দুপুর ১২:৪৯

মেহদী১০ বলেছেন: ঐ পোস্টটা সামু ডিলেট মারছে নাকি??? ডিলেট মারার কারন কি হতে পারে সামুর কাছে জবাব চাই ।

০৫ ই জুন, ২০১১ দুপুর ১:১৮

ছোটমির্জা বলেছেন: ৩ঘ. যেকোন ধরণের কল্পিত বা মিথ্যা পোস্ট বিশৃঙ্খলা তৈরীর উদ্দেশ্যে খবরের আকারে প্রকাশ করা হলে ।
এটা হল ডিলিটের কারণ।

৮৪| ০৫ ই জুন, ২০১১ দুপুর ১২:৫৫

সুপান্থ সুরাহী বলেছেন:
এই কমেন্টটা করতে চাইছিলাম আপনার রিসেন্ট পোস্টে...
কমেন্ট পোস্ট করতে গিযা দেখি পোস্ট হাওয়া...


তাইলে এখানেও যথারীতি শুরু...

যাক ...হেরা কিছু কইয়া মনের ঝাল মিটাক...

@= মির্জা...
এসব নিয়ে... এদের নিয়ে টাইম নষ্ট না কইরা আসুন...নিজেদের জ্ঞান, আত্মা, অনুভব আর আগামীকে সাজাই স্বপ্ন রঙ্গীন আলোয়... বুদ্ধি আর সংযমের উন্নযনে পরিশুদ্ধ মানুষ হয়ে এগিয়ে যাই পূর্ণতার পথে...

যখন আমরা আমাদের কথা-কাজ আর চিন্তার সমন্বয়ে সত্য সুন্দরের প্রতিষ্ঠা করে পৃথিবীকে ঘৃনামুক্ত করে
বাসযোগ্য করে গড়ে তুলতে পারব তখন...

এদের অবস্থাটা হবে চামচিকার মত...যেসব সুর্যের আগমন দেখে সুর্যকে না ওঠার জন্য গালি দেয়(প্রমাণ আছে?) কিন্তু সূর্য তার আপন মহিমায় উদ্ভাসিত হয়...
পরিণামে চামচিকারা দৃষ্টিশূন্য হয়ে যায়... আবার সন্ধার আঁধার না আসা পর্যন্ত...

আর এরা(নাস্তিক ,যাদের কাজ ইসলাম বিদ্বেষ) যতক্ষন অন্ধকার আছে ততক্ষণ জেগে থাকবেই...
আলো আসলেই অন্ধ...

আসুন সেই আলো নিয়ে আসার পথে যাই...ওরা থাক ওদের মত...
কারণ... কুৎসিত না থাকলে সুন্দরের মহিমা যে থাকেইনা...

এইবার শুনবেন...
আবেগ দিয়া তর্ক জেতা যায় না প্রমাণ দেও যুক্তি লাগাও...
আমি বলব...
দুই দিনের দুনিয়াতে যদি যুক্তির পিছেই যায়গা পৌনে দুই দিন তাইলে বাকি কাম কখন করুম...?

মির্জা দ্য রক্স...

০৫ ই জুন, ২০১১ দুপুর ১:০১

ছোটমির্জা বলেছেন:
বুজ্লাম।
নিরন্তর ভাল থাকবেন।

৮৫| ০৫ ই জুন, ২০১১ দুপুর ১:০৩

ছোটমির্জা বলেছেন:
আগের পোস্ট টা আমার ড্রাফটেও নাই।
পোস্ট ডিলিট করে দিছে।
মেইল বক্সে থেকে যা পেলাম::

-/////////date Sat, Jun 4, 2011 at 11:36 PM
subject mail from somewhere in... blog
dear blogger,
your post (ছোটমির্জাকে নিয়ে কে কি ভাবছেন??) have been deleted due to violation of the blog rules. please do not republish this writing again on the blog or we will be forced to ban you from the blog.

3d. any fictitious post that is presented in a form of news that may unrest the community.

৩ঘ. যেকোন ধরণের কল্পিত বা মিথ্যা পোস্ট বিশৃঙ্খলা তৈরীর উদ্দেশ্যে খবরের আকারে প্রকাশ করা হলে ।/////////////////

০৫ ই জুন, ২০১১ দুপুর ১:০৯

ছোটমির্জা বলেছেন: I certainly don't regret my experiences because without them, I couldn't imagine who or where I would be today.
Life is an amazing gift to those who have overcome great obstacles, and attitude is everything!

৮৬| ০৫ ই জুন, ২০১১ দুপুর ১:০৮

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভাই, আপনার ওই পোস্টটি আমাকে [email protected] এ পাঠিয়ে দিন, অন্তত পড়ে দেখি...

০৫ ই জুন, ২০১১ দুপুর ১:১৬

ছোটমির্জা বলেছেন: হাসতে হাসতে শেষ.........
এরা আবার আসে- যুক্তির কথা বলতে।
দিমুনে।

৮৭| ০৫ ই জুন, ২০১১ দুপুর ২:০৪

নষ্ট ছেলে বলেছেন: সামুতে আসার আগে মনে করতাম ধর্মী ব্যাপারে নাস্তিকদের আগ্রহ নাই, এটা নিয়ে তারা খুব একটা মাথা ঘামায় না। যতগুলো নাস্তিককে চিনতাম এবং যাদের খুব কাছে থেকে দেখেছি তাদের অবস্থাও তাই। কিন্তু সামুতে এসে দেখি পুরা উল্টা ঘটনা। সব নাস্তিকেরই নাকি কোরআন, হাদিস, বাইবেল, গীতা.............. পড়া শেষ B:-) এগুলো পড়ে তাদের মনে হয়েছে ঈশ্বর বলে কিছু নেই! তাই তারা নাস্তিক হয়েছে!

হালার এখন পর্যন্ত কোরআনই শেষ করতে পারলাম না, আর তারা কোরআন-হাদিস শেষ কইরা আল্লামা-উলামা-খালাম্মা হইয়া শেষে নাস্তিক হইয়া গেছে............
কেউ কেউ তো আবার বেদ, বাইবেল, কোরআন, মহাভারত, রামায়নও শেষ কইরা ফালাইছে ;)

০৫ ই জুন, ২০১১ দুপুর ২:১১

ছোটমির্জা বলেছেন: হেহেহেহে
আপনার এলেমে ও দিলের জোরে ঘাটতি আছে।
বুয়েট ও ঢাবির বেশীরভাগ পুলাপান বদ-এইট পাশ ও পাস কোর্সের কাছে কিছুই না।
ওনারা ওগুলা -কোপাইয়া পড়েছে।

যা হোক ভাই।
একদিন মিস্টি খাওয়ামুনে-
আমি এখন-জেনারেল হৈয়ে গেছি।

৮৮| ০৫ ই জুন, ২০১১ সন্ধ্যা ৬:৪১

হুপফূলফরইভার বলেছেন: শুভ জেনারেল মোবারক B-) B-)

০৫ ই জুন, ২০১১ রাত ১১:০৮

ছোটমির্জা বলেছেন: ভাই কন- কত্ত খুশীর ব্যাপার।
কর্ণেল থিক্কা ''জেনারেল''।
পৃথিবীতে আমিই মনে হয় এমন পরোমোশন পাইলাম।

৮৯| ০৫ ই জুন, ২০১১ রাত ৯:৪০

মেহদী১০ বলেছেন: জেনারেল । আজকেই সামুতে আরও কয়েকটা আই.ডি খুলেন । এ আন্দোলন রুখে দিতে চায় ওরা । আচ্ছ ভাল কথা জনা কি হিন্দু নাকি । মানে ব্লগের মালিক কোন ধর্ম পালন করেন জানেন নাকি ??

০৫ ই জুন, ২০১১ রাত ১১:০৬

ছোটমির্জা বলেছেন: মেেহদী১০,
ব্লগের মালিকের নাম- আরিল ও সৈয়দা গুলশান আরা জানা।
আমাকে ভাল পরামর্শ দেবার জন্য ধন্যবাদ।
সামু থেকে যাবার তালে আছি।

৯০| ০৬ ই জুন, ২০১১ সকাল ৯:৩৪

বিবর্ন বেদনা বলেছেন: জেনারেল করছে!!!!!!মন খারাপ করেন না।

আমরা আছি আপনার সাথে।

আমি পোস্ট দিতে পারি না তাই অই আবাল্গুলারে বাশ দেয়া হয় না।

০৭ ই জুন, ২০১১ রাত ১:৫১

ছোটমির্জা বলেছেন: আবালের বাঁশ না দিয়ে আসেন নিজেরা বট গাছের মত হৈ।
ভাল থাকবেন।

৯১| ০৬ ই জুন, ২০১১ রাত ১১:২১

ঊইকিলিক্স বলেছেন: তীব্র চুলকানীওয়ালা নয়া নাস্তিকদের

কথা বললেন বাকি নাস্তিকরা কি করসে?
তাদের জন্য কিছু বলবেন না?

০৭ ই জুন, ২০১১ রাত ১:৫৩

ছোটমির্জা বলেছেন:
মে আল্লাহ ব্লেস অল।
নয়াগুলা- নয়া নাস্তিক্যের সার্টিফিকেট পেতে এহেন জঘন্যতা নাই করেনা।
বাকীগুলা নিয়ে আমার মাথা ব্যথা নাই- প্রত্যেকের নিজের মত থাকতেই পারে।
মে আল্লাহ ব্লেস দেম।

৯২| ০৭ ই জুন, ২০১১ রাত ২:১৫

আমি তুমি আমরা বলেছেন: শিপু ভাই বলেছেন: চরম লিখেছেন ভাই। সুপার লাইক।
তবে ভাষাটা বেশি কঠিন হয়ে গেছে। ওদের গু-বর ভর্তি মগজে এটা ঢুকলে হয়!!

নষ্ট ছেলে বলেছেন:হালার এখন পর্যন্ত কোরআনই শেষ করতে পারলাম না, আর তারা কোরআন-হাদিস শেষ কইরা আল্লামা-উলামা-খালাম্মা হইয়া শেষে নাস্তিক হইয়া গেছে............

চরম কমেন্ট।হাসতে হাসতে শ্যাষ।

@মির্জা ভাই ছাগলতো ছাগ্লামী করবেই। এদের পাত্তা দেয়ারইবা কি দরকার???

০৭ ই জুন, ২০১১ রাত ২:২১

ছোটমির্জা বলেছেন: মশাকে কে কি পাত্তা না দিয়ে থাকা যায়?
ঘ্যাঁণ ঘ্যাঁণ ঘ্যাঁণ করে আপনার পাশে উড়তেই থাকবে- টুকুস করে একটা কামড় দেবে..
আর ও দাবী করে যে, ও আপনার/আমার চেয়ে শক্তিশালী ও বুদ্ধিমান।

আমিও হাসি এদের কুত্তামি দেখে (কুত্তারা এদের চেয়ে ভাল- প্রভূ ভক্ত, তয় গালি দিলে কুত্তা ভাল শব্দ)

৯৩| ১০ ই জুন, ২০১১ বিকাল ৩:০০

আইইউটিয়ান বলেছেন: " আর কোরআনের মাধ্যমে তোমাদের প্রতি এই হুকুম জারি করে দিয়েছেন যে, যখন আল্লাহ তা’ আলার আয়াতসমূহের প্রতি অস্বীকৃতি জ্ঞাপন ও বিদ্রুপ হতে শুনবে, তখন তোমরা তাদের সাথে বসবে না, যতক্ষণ না তারা প্রসঙ্গান্তরে চলে যায়। তা না হলে তোমরাও তাদেরই মত হয়ে যাবে। আল্লাহ দোযখের মাঝে মুনাফেক ও কাফেরদেরকে একই জায়গায় সমবেত করবেন। " [সূরা আন-নিসা:১৪০]

১০ ই জুন, ২০১১ বিকাল ৩:১১

ছোটমির্জা বলেছেন:
তখন তোমরা তাদের সাথে বসবে না-
হুম ভাই, এটাই এখন মুল কাজ।

খুব ভাল শেয়ার করেছেন।
আল্লাহ আমদের মুনাফেক ও কাফেরদেরকে থেকে উত্তম জীবন দান করুন।
পাশে পেয়ে ভাল লাগল যে তরূণ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.